শ্রীনগর, 3 ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তে গুলিবর্ষণ পাকিস্তানি সেনার । ঘটনায় দু'জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে । আহত আরও ছ'জন ।
আজ দুপুর 2টো 30মিনিট নাগাদ পুঞ্চের শাহপুর ও কিরনি সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা । ছোড়া হয় মর্টারও । পালটা জবাব দেয় ভারতীয় সেনা । পাকিস্তানি সেনার গুলিতে দু'জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আজই কিস্তওয়ারের প্লামার জঙ্গল থেকে তারিক হুসেন ওয়ানি নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী । তার কাছ থেকে একটি রাইফেল ও 64 টি কার্তুজ উদ্ধার করা হয়েছে ।
পাশাপাশি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তাকে রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা থেকে অনুপ্রবেশ করতে দেখা গেছিল । তার কাছ থেকে কোনও অস্ত্র পাওয়া যায়নি । জিজ্ঞাসাবাদ চলছে ।