ETV Bharat / bharat

পাকিস্তানি সেনার গোলাবর্ষণে মৃত 2 নাগরিক - নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলি

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানি সেনার ।

LoC
ছবি
author img

By

Published : Dec 3, 2019, 6:38 PM IST

Updated : Dec 3, 2019, 7:41 PM IST

শ্রীনগর, 3 ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তে গুলিবর্ষণ পাকিস্তানি সেনার । ঘটনায় দু'জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে । আহত আরও ছ'জন ।

আজ দুপুর 2টো 30মিনিট নাগাদ পুঞ্চের শাহপুর ও কিরনি সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা । ছোড়া হয় মর্টারও । পালটা জবাব দেয় ভারতীয় সেনা । পাকিস্তানি সেনার গুলিতে দু'জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজই কিস্তওয়ারের প্লামার জঙ্গল থেকে তারিক হুসেন ওয়ানি নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী । তার কাছ থেকে একটি রাইফেল ও 64 টি কার্তুজ উদ্ধার করা হয়েছে ।

পাশাপাশি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তাকে রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা থেকে অনুপ্রবেশ করতে দেখা গেছিল । তার কাছ থেকে কোনও অস্ত্র পাওয়া যায়নি । জিজ্ঞাসাবাদ চলছে ।

শ্রীনগর, 3 ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তে গুলিবর্ষণ পাকিস্তানি সেনার । ঘটনায় দু'জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে । আহত আরও ছ'জন ।

আজ দুপুর 2টো 30মিনিট নাগাদ পুঞ্চের শাহপুর ও কিরনি সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা । ছোড়া হয় মর্টারও । পালটা জবাব দেয় ভারতীয় সেনা । পাকিস্তানি সেনার গুলিতে দু'জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজই কিস্তওয়ারের প্লামার জঙ্গল থেকে তারিক হুসেন ওয়ানি নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী । তার কাছ থেকে একটি রাইফেল ও 64 টি কার্তুজ উদ্ধার করা হয়েছে ।

পাশাপাশি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তাকে রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা থেকে অনুপ্রবেশ করতে দেখা গেছিল । তার কাছ থেকে কোনও অস্ত্র পাওয়া যায়নি । জিজ্ঞাসাবাদ চলছে ।

New Delhi, Dec 03 (ANI): Delhi Commission for Women (DCW) Chairperson Swati Maliwal began her indefinite hunger strike against rising incidents of rape in India at Jantar Mantar on December 03. Maliwal is on hunger strike until she gets assurance from Centre that rapists will be served death penalty within 6 months. Several rape incidents have been reported lately from different parts of the country.


Last Updated : Dec 3, 2019, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.