ETV Bharat / bharat

পরিষেবা বন্ধের পরও গিলানিকে ইন্টারনেট, সাসপেন্ড 2 BSNL আধিকারিক - geelani

বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে ইন্টারনেট পরিষেবা পেতে সাহায্য করার অভিযোগে সাসপেন্ড করা হল 2 BSNL আধিকারিককে ।

gilani
author img

By

Published : Aug 19, 2019, 2:03 PM IST

শ্রীনগর, 19 অগাস্ট : জম্মু ও কাশ্মীর প্রশাসন দু'জন BSNL আধিকারিককে সাসপেন্ড করল । তাদের বিরুদ্ধে অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে তারা ইন্টারনেট পরিষেবা পেতে সাহায্য করেছিল ।

সতর্কতামূলক কারণে ৫ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ ছিল । ভুয়ো খবর ছড়ানো রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । তবে সেই সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত আধিকারিকরা বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা গিলানিকে ইন্টারনেট পরিষেবা পাইয়ে দিয়েছিল । জানা গেছে, 5 অগাস্ট থেকে বিধিনিষেধ বলবৎ হলেও গিলানির বাড়িতে 8 অগাস্ট পর্যন্ত ইন্টারনেট ও ল্যান্ডলাইন পরিষেবা চালু ছিল ।

জম্মু ও কাশ্মীর পুলিশ গিলানির টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে । গিলানি ছাড়া আরও 8টি অ্যাকাউন্ট থেকে হিংসাত্মক বার্তা ছড়ানো হচ্ছে অভিযোগ করে সেগুলিকেও ডিঅ্যাক্টিভেট করা হয় ।

প্রসঙ্গত, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাসহ প্রায় 400 রাজনৈতিক নেতা পুলিশ হেপাজতে রয়েছেন । পাশাপাশি ইয়াসিন মালিক, সৈয়দ আলি শাহ গিলানিদের মতো বিচ্ছিনতাবাদী হুরিয়ত নেতাদেরও আটক করা হয়েছিল । তাদের পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে । সতর্কতামূলক ভাবে প্রায় 70 জন হুরিয়ত নেতা ও জঙ্গিকে জম্মু ও কাশ্মীর থেকে উত্তরপ্রদেশের আগ্রায় স্থানান্তরিত করা হয়েছে ।

শ্রীনগর, 19 অগাস্ট : জম্মু ও কাশ্মীর প্রশাসন দু'জন BSNL আধিকারিককে সাসপেন্ড করল । তাদের বিরুদ্ধে অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে তারা ইন্টারনেট পরিষেবা পেতে সাহায্য করেছিল ।

সতর্কতামূলক কারণে ৫ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ ছিল । ভুয়ো খবর ছড়ানো রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । তবে সেই সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত আধিকারিকরা বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা গিলানিকে ইন্টারনেট পরিষেবা পাইয়ে দিয়েছিল । জানা গেছে, 5 অগাস্ট থেকে বিধিনিষেধ বলবৎ হলেও গিলানির বাড়িতে 8 অগাস্ট পর্যন্ত ইন্টারনেট ও ল্যান্ডলাইন পরিষেবা চালু ছিল ।

জম্মু ও কাশ্মীর পুলিশ গিলানির টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে । গিলানি ছাড়া আরও 8টি অ্যাকাউন্ট থেকে হিংসাত্মক বার্তা ছড়ানো হচ্ছে অভিযোগ করে সেগুলিকেও ডিঅ্যাক্টিভেট করা হয় ।

প্রসঙ্গত, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাসহ প্রায় 400 রাজনৈতিক নেতা পুলিশ হেপাজতে রয়েছেন । পাশাপাশি ইয়াসিন মালিক, সৈয়দ আলি শাহ গিলানিদের মতো বিচ্ছিনতাবাদী হুরিয়ত নেতাদেরও আটক করা হয়েছিল । তাদের পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে । সতর্কতামূলক ভাবে প্রায় 70 জন হুরিয়ত নেতা ও জঙ্গিকে জম্মু ও কাশ্মীর থেকে উত্তরপ্রদেশের আগ্রায় স্থানান্তরিত করা হয়েছে ।


Dehradun (Uttarakhand), Aug 18 (ANI): Mortal remains of Lance Naik Sandeep Thapa, who was killed in ceasefire violation by Pakistan in JandK's Nowshera sector on August 17, were brought to his residence in Rajawala village of Uttarakhand's Dehradun. Thapa, 35, was killed in an unprovoked border firing by Pakistan.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.