ETV Bharat / bharat

টানা 16 দিন বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম - পেট্রল-ডিজ়েলের দাম

বেড়েই চলেছে পেট্রল ও ডিজ়েলের দাম । চিন্তার ভাঁজ সাধারণের কপালে ।

16th price hike of petrol-diesel in a row
16th price hike of petrol-diesel in a row
author img

By

Published : Jun 22, 2020, 10:39 AM IST

দিল্লি, 22 জুন : টানা 16 দিন । ফের দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের । আজ দিল্লিতে লিটার প্রতি ডিজ়েলের দাম 58 পয়সা এবং পেট্রলের দাম বাড়ল 33 পয়সা । 16 দিনে পেট্রলের দাম 8.30 টাকা এবং ডিজ়েলের দাম বেড়েছে 9.46 টাকা ।

দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 79.23 টাকা থেকে বেড়ে 79.56 টাকা হয়েছে । ডিজ়েলের দাম প্রতি লিটারে 78.27 টাকা থেকে বেড়ে হয়েছে 78.85 টাকা । আজ মুম্বইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 86.36 টাকা এবং ডিজ়েলের দাম লিটার প্রতি 76.69 টাকা । কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে 81.27 টাকা ও ডিজ়েলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি 73.61 টাকা ।

গতকাল দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম 79.23 টাকা ও ডিজ়েলের দাম 78.27 টাকা ছিল । চেন্নাইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 82.58 টাকা এবং ডিজ়েলের দাম ছিল 75.80 টাকা ।

7 জুন থেকে দাম বাড়তে শুরু করেছে পেট্রল-ডিজ়েলের । যার জেরে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে । উল্লেখ্য, লকডাউনের সময় তেলের দাম না বাড়লেও এখন আর দাম কমছে না । অপরদিকে, বিশ্ব বাজারে তেলের দাম তলানিতে এসে ঠেকেছে । কিন্তু, তা সত্ত্বেও ভারতে পেট্রল-ডিজ়েলের দাম কমছে না ।

এই 16 দিনে ডিজ়েলের দাম বেড়েছে সবচেয়ে বেশি । পেট্রলের দামও গত দু'বছরের তুলনায় যথেষ্ট বেশি । এর আগে 2018 সালের 16 অক্টোবর দিল্লিতে ডিজ়েলের দাম বেড়ে হয়েছিল 75.69 টাকা । ওই বছরের 4 অক্টোবর পেট্রলের দাম বেড়ে হয়েছিল 84 টাকা ।

এরপর থেকে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চলতি বছরে ক্রমাগত সেই দাম বেড়ে চলেছে । 14 মার্চ পেট্রল-ডিজ়েলের দাম লিটার পিছু 3 টাকা করে বাড়ানো হয় ।

দিল্লি, 22 জুন : টানা 16 দিন । ফের দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের । আজ দিল্লিতে লিটার প্রতি ডিজ়েলের দাম 58 পয়সা এবং পেট্রলের দাম বাড়ল 33 পয়সা । 16 দিনে পেট্রলের দাম 8.30 টাকা এবং ডিজ়েলের দাম বেড়েছে 9.46 টাকা ।

দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 79.23 টাকা থেকে বেড়ে 79.56 টাকা হয়েছে । ডিজ়েলের দাম প্রতি লিটারে 78.27 টাকা থেকে বেড়ে হয়েছে 78.85 টাকা । আজ মুম্বইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 86.36 টাকা এবং ডিজ়েলের দাম লিটার প্রতি 76.69 টাকা । কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে 81.27 টাকা ও ডিজ়েলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি 73.61 টাকা ।

গতকাল দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম 79.23 টাকা ও ডিজ়েলের দাম 78.27 টাকা ছিল । চেন্নাইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 82.58 টাকা এবং ডিজ়েলের দাম ছিল 75.80 টাকা ।

7 জুন থেকে দাম বাড়তে শুরু করেছে পেট্রল-ডিজ়েলের । যার জেরে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে । উল্লেখ্য, লকডাউনের সময় তেলের দাম না বাড়লেও এখন আর দাম কমছে না । অপরদিকে, বিশ্ব বাজারে তেলের দাম তলানিতে এসে ঠেকেছে । কিন্তু, তা সত্ত্বেও ভারতে পেট্রল-ডিজ়েলের দাম কমছে না ।

এই 16 দিনে ডিজ়েলের দাম বেড়েছে সবচেয়ে বেশি । পেট্রলের দামও গত দু'বছরের তুলনায় যথেষ্ট বেশি । এর আগে 2018 সালের 16 অক্টোবর দিল্লিতে ডিজ়েলের দাম বেড়ে হয়েছিল 75.69 টাকা । ওই বছরের 4 অক্টোবর পেট্রলের দাম বেড়ে হয়েছিল 84 টাকা ।

এরপর থেকে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চলতি বছরে ক্রমাগত সেই দাম বেড়ে চলেছে । 14 মার্চ পেট্রল-ডিজ়েলের দাম লিটার পিছু 3 টাকা করে বাড়ানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.