ETV Bharat / bharat

বন্দীর সংখ্যা কমাতে 16 জনকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি শিলচর সংশোধনাগারে - Silchar District Jail releases 16 inmates

কোরোনা সংক্রমণ দেখা দেওয়ার পর সংশোধনাগারে বন্দী সংখ্যা কমানোর জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ মেনে 16 জন বন্দীকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিল শিলচর জেলা সংশোধানাগার ।

Representative Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 24, 2020, 9:16 AM IST

শিলচর (অসম), 24 এপ্রিল : কোরোনা সংক্রমণের জেরে দেশের সংশোধনাগারগুলিতে বন্দীর সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ মেনে 16 জন বন্দীকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিল শিলচর জেলা সংশোধানাগার । বন্দীদের মধ্যে মহিলা, বিদেশি ও "D" ভোটাররাও রয়েছে ।

সংশোধনাগারের আধিকারিক জানান, বন্দীদের মধ্যে 14 জন সেন্ট্রাল অসমের ডিমা হাসাও জেলার । বাকি দু'জন বরাক উপত্যকার । শিলচর সংশোধনাগারের জেলার বলেন, "শর্তসাপেক্ষে 16 জন বন্দীর জামিন মঞ্জুর করা হয়েছে । আটকদের 5 হাজার টাকা করে দুটি বন্ডের ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে ।" পাশাপাশি তিনি জানান, মুক্তি পাওয়া বন্দীরা প্রত্যেকে জেলে দু'বছরের মেয়াদ পূরণ করেছে ।

এই সপ্তাহের শুরুতে তেজ়পুর কেন্দ্রীয় সংশোধনাগার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 43 জন বন্দীকে মুক্তি দেয় । প্রসঙ্গত, কোরোনা সংক্রমণ দেখা দেওয়ার পর জেলে বন্দী সংখ্যা কমানোর জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতের তরফে বলা হয়, যেসমস্ত বন্দীরা প্যারোলে সাত বছরের মেয়াদ সম্পন্ন করেছে তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক ।

শীর্ষ আদালতের এই নির্দেশকে মেনে আগের সপ্তাহে গুয়াহাটি হাইকোর্ট অসম পুলিশকে ডিটেনশন ক্যাম্পে থাকা যেসমস্ত আটকদের দু'বছরের মেয়াদ শেষ হয়েছে তাদের ছেড়ে দিতে বলে । পাশাপাশি হাইকোর্টের তরফে জেলার পুলিশ সুপারকে এই আটকদের হাজিরা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয় । একইসঙ্গে ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পাওয়ার আগে তাদের বায়োমেট্রিক নেওয়ার ব্যবস্থা করতে বলা হয় আদালতের তরফে ।

শিলচর (অসম), 24 এপ্রিল : কোরোনা সংক্রমণের জেরে দেশের সংশোধনাগারগুলিতে বন্দীর সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ মেনে 16 জন বন্দীকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিল শিলচর জেলা সংশোধানাগার । বন্দীদের মধ্যে মহিলা, বিদেশি ও "D" ভোটাররাও রয়েছে ।

সংশোধনাগারের আধিকারিক জানান, বন্দীদের মধ্যে 14 জন সেন্ট্রাল অসমের ডিমা হাসাও জেলার । বাকি দু'জন বরাক উপত্যকার । শিলচর সংশোধনাগারের জেলার বলেন, "শর্তসাপেক্ষে 16 জন বন্দীর জামিন মঞ্জুর করা হয়েছে । আটকদের 5 হাজার টাকা করে দুটি বন্ডের ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে ।" পাশাপাশি তিনি জানান, মুক্তি পাওয়া বন্দীরা প্রত্যেকে জেলে দু'বছরের মেয়াদ পূরণ করেছে ।

এই সপ্তাহের শুরুতে তেজ়পুর কেন্দ্রীয় সংশোধনাগার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 43 জন বন্দীকে মুক্তি দেয় । প্রসঙ্গত, কোরোনা সংক্রমণ দেখা দেওয়ার পর জেলে বন্দী সংখ্যা কমানোর জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতের তরফে বলা হয়, যেসমস্ত বন্দীরা প্যারোলে সাত বছরের মেয়াদ সম্পন্ন করেছে তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক ।

শীর্ষ আদালতের এই নির্দেশকে মেনে আগের সপ্তাহে গুয়াহাটি হাইকোর্ট অসম পুলিশকে ডিটেনশন ক্যাম্পে থাকা যেসমস্ত আটকদের দু'বছরের মেয়াদ শেষ হয়েছে তাদের ছেড়ে দিতে বলে । পাশাপাশি হাইকোর্টের তরফে জেলার পুলিশ সুপারকে এই আটকদের হাজিরা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয় । একইসঙ্গে ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পাওয়ার আগে তাদের বায়োমেট্রিক নেওয়ার ব্যবস্থা করতে বলা হয় আদালতের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.