ETV Bharat / bharat

একদিনে সর্বোচ্চ, 24 ঘণ্টায় দেশে আক্রান্ত 15968 - দেশে সর্বোচ্চ কোরোনা আক্রান্ত

লাফিয়ে বাড়ছে সংক্রমণ । দেশে প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে 15 হাজারে ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 24, 2020, 10:16 AM IST

দিল্লি, 24 জুন : জারি রয়েছে লকডাউনের পঞ্চম দফা । চলছে আনলক ওয়ান । ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । খুলতে শুরু করেছে সরকারি-বেসরকারি অফিস । এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 15 হাজার 968 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 লাখ 56 হাজার 183-তে । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 465 জনের । এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 14 হাজার 476 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 2 লাখ 58 হাজার 685 জন ।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়ার পরই বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে বাণিজ্য নগরী মুম্বইয়ে । এখনও পর্যন্ত ওইরাজ্যে 1 লাখ 39 হাজার 10 জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে । গত 24 ঘণ্টায় এরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন 3 হাজার 214 জন । তারপরই রয়েছে দিল্লি । গত 24 ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ হদিশ মিলেছে সেখানে । আক্রান্ত হয়েছেন 3 হাজার 947 জন । যা নিয়ে এখানে মোট কোরোনা আক্রান্ত 66 হাজার 602 জন ।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে তামিলনাড়ুতেও । গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 2 হাজার 516 জন । এখানে এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 64 হাজার 603 জন । সংক্রমণ বাড়ছে গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে । দেশে প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে 15 হাজারে ।

এই সংক্রান্ত আরও খবর : ভারতে প্রতি লাখে কোরোনায় মৃত একজন : স্বাস্থ্যমন্ত্রক

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 14 হাজার । প্রতিদিনই সাড়ে তিনশোর কাছাকাছি মৃত্যু হচ্ছে । সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্র থেকে ।

দিল্লি, 24 জুন : জারি রয়েছে লকডাউনের পঞ্চম দফা । চলছে আনলক ওয়ান । ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । খুলতে শুরু করেছে সরকারি-বেসরকারি অফিস । এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 15 হাজার 968 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 লাখ 56 হাজার 183-তে । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 465 জনের । এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 14 হাজার 476 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 2 লাখ 58 হাজার 685 জন ।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়ার পরই বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে বাণিজ্য নগরী মুম্বইয়ে । এখনও পর্যন্ত ওইরাজ্যে 1 লাখ 39 হাজার 10 জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে । গত 24 ঘণ্টায় এরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন 3 হাজার 214 জন । তারপরই রয়েছে দিল্লি । গত 24 ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ হদিশ মিলেছে সেখানে । আক্রান্ত হয়েছেন 3 হাজার 947 জন । যা নিয়ে এখানে মোট কোরোনা আক্রান্ত 66 হাজার 602 জন ।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে তামিলনাড়ুতেও । গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 2 হাজার 516 জন । এখানে এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 64 হাজার 603 জন । সংক্রমণ বাড়ছে গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে । দেশে প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে 15 হাজারে ।

এই সংক্রান্ত আরও খবর : ভারতে প্রতি লাখে কোরোনায় মৃত একজন : স্বাস্থ্যমন্ত্রক

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 14 হাজার । প্রতিদিনই সাড়ে তিনশোর কাছাকাছি মৃত্যু হচ্ছে । সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্র থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.