চণ্ডীগড়, 8 জানুয়ারি :পঞ্জাবের তরন তারন জেলায় শোভাযাত্রায় বাজি বিস্ফোরণে মৃত্যু হল দু'জনের ৷ আহত হয়েছেন নয়জন ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহু গ্রামে একটি ধর্মীয় শোভাযাত্রা যাচ্ছিল ৷ নগর কীর্তনের সময় দুর্ঘটনাটি ঘটে ৷ শোভাযাত্রায় ফাটানোর জন্য একটি ট্রাক্টর ট্রলিতে বাজি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কোনওভাবে সেই বাজিতে আগুন লেগে বিস্ফোরণ হয় ৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মহকুমা শাসককে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ ঘটনায় শোকপ্রকাশ করে টুইটে তিনি লিখেছেন, "শোভাযাত্রায় আকস্মিক বাজি বিস্ফোরণে দু'জনের মৃত্যু ও নয়জনের আহতের ঘটনায় মর্মাহত ৷ সরকার থেকে মৃতদের পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়া হবে ৷ আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ৷ তরন তারনের SDM-কে ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে ৷" মৃতদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ হাসপাতালে আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ৷
তরন তারন জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ৷ তরন তারনের প্রশাসনকে ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে সমস্তরকম সাহায্যের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷
স্থানীয়রা জানিয়েছেন, অল্প বয়সিরাই শোভাযাত্রার সময় বাজি ফাটাচ্ছিলেন ৷ হঠাৎই বিস্ফোরণ হয় ৷ এক সরকারি আধিকারিক জানান, "তদন্ত সম্পূর্ণ করার পর আরও তথ্য পাওয়া যাবে ৷"