ETV Bharat / bharat

অ্যামেরিকা, নরওয়ের রাষ্ট্রদূত সহ 15 কূটনীতিকের জম্মু-কাশ্মীর সফর

15 জন বিদেশি কূটনীতিক-দূতকে 9-10 জানুয়ারি জম্মু-কাশ্মীরে নিয়ে যাওয়া হবে

অ্যামেরিকা, নরওয়ের রাষ্ট্রদূত সহ 15 কূটনীতিকের জম্মু-কাশ্মীর সফর
অ্যামেরিকা, নরওয়ের রাষ্ট্রদূত সহ 15 কূটনীতিকের জম্মু-কাশ্মীর সফর
author img

By

Published : Jan 9, 2020, 11:51 AM IST

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বিতর্কিত সফরের দু মাস পর ফের অপর প্রতিনিধিদলের সফর উপত্যকায় ৷ 370 ধারা প্রত্যাহারের পর, রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর এটি বিদেশি প্রতিনিধিদলের দ্বিতীয় সফর ৷ 15 জন বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রদূত আসছেন সফরে ৷ এঁদের মধ্যে রয়েছেন অ্যামেরিকার রাষ্ট্রদূত কেনেথ জাস্টার ও নরওয়ের অ্যাম্বাসাডর হান্স জাকব ফ্রাইডেনলুন্ড বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর সফরে আসছেন ৷ সফরের উদ্যোগ নিয়েছে দিল্লি ৷ প্রথমে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷ এরপর কয়েকটি সংস্থার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও কাশ্মীরের প্রকৃত ছবিটা সম্পর্কে জানবেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু ও বেশ কয়েকজন আধিকারিক-সহ কয়েকজনের সঙ্গে জম্মুতে সাক্ষাৎ করবেন তাঁরা ৷ দিল্লিতে ফিরবেন 10 জানুয়ারি ৷

সরকারি সূত্র বলছে, দিল্লির বেশ কয়েকজন রাষ্ট্রদূত-বিদেশি প্রতিনিধির তরফে জম্মু-কাশ্মীর সফরের অনুরোধ এসেছিল ৷ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে, জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাঁদের অনুরোধ রাখতে বলা হয়েছিল ৷ সেইমতোই দিল্লিবেসড 15 জন বিদেশি কূটনীতিক-দূতকে 9-10 জানুয়ারি জম্মু-কাশ্মীরে নিয়ে যাওয়া হবে ৷ কেন্দ্র যে পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট তা দেখতেই ৷

লাতিন অ্যামেরিকা ও আফ্রিকার দেশ থেকেই প্রতিনিধিরা সফরে আসছেন মূলত ৷ অ্যামেরিকা, মরক্কো, গুয়ানা, ফিজ়ি, টোগো, নাইজেরিয়া, আর্জেন্তিনা, ফিলিপিন্স, নরওয়ে, মালদ্বীপ, ভিয়েতনাম, পেরু, উজবেকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা থাকবেন এই দলে, জানিয়েছে সূত্র ৷ অ্যামেরিকা ও নরওয়ের প্রতিনিধিদের উপত্যকা সফরের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দুই দেশেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক প্রশ্ন উঠেছে ৷

সূত্র বলছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সফরের জন্য ভিন্ন একটি তারিখ দেখা হচ্ছে ৷ রিপোর্ট যদিও বলছে, ইউরোপীয় প্রতিনিধিরা আরেকটু বেশি 'সময়' বা অভিগমন চাইছেন ৷ চাইছেন তুলনামূলক কম জটিল কোনও পরিস্থিতিতে উপত্যকায় গৃহবন্দী নেতাদের সঙ্গে দেখা করতে ৷ এঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিরা রয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা PTI ৷

সরকারি সূত্র বলছে, মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, EU রাষ্ট্রদূতরা এই দলের অংশ নন ৷ এক্ষেত্রে কিছু বাধা রয়েছে ৷ এটিকে 'ভিত্তিহীন এবং ক্ষতিকারক' বলে উল্লেখ করা হয়েছে ৷

জম্মু-কাশ্মীরে সফরের ক্ষেত্রে সারা বিশ্বের প্রতিনিধিদলের কথাই ভাবা হয়েছিল ৷ এঁদের মধ্যে কয়েকজন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি থাকবেন ৷ কিন্তু প্রত্যেকে নন ৷ EU প্রতিনিধিরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ EU জম্মু-কাশ্মীরে একক গোষ্ঠী হিসেবে সফরে যেতে চেয়েছেন ৷ কিন্তু যেটা সম্ভব নয় ৷ সংখ্যার ক্ষেত্রে উপত্যকা সফরে বিধিনিষেধ রয়েছে ৷ এমনই জানিয়েছে সরকারি সূত্র ৷ সূত্র এও জানিয়েছে, কোনও EU প্রতিনিধি উপত্যকায় গৃহবন্দী কোনও নির্দিষ্ট নেতার সঙ্গে সাক্ষাৎ করতে চাননি ৷

কোনও কোনও EU প্রতিনিধিদল জানিয়েছেন, সদর দপ্তর থেকে নির্দেশমাফিক স্বল্প সময়ের নোটিসে এই সফর ৷ নিরাপত্তার কথা মাথায় রেখে মানুষের সঙ্গে অবাধে কথা বলতে পারবেন তাঁরা ৷ কিন্তু নির্দিষ্ট কোনও নেতার নাম করা হয়নি ৷ পরবর্তীতে অন্য কোনও দিনে সেই সফরসূচি তৈরি করা হবে ৷

গত বছরের অক্টোবরে 24 জন দক্ষিণপন্থী ইউরোপীয় MP র 'ব্যক্তিগত' সফর ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ এই ব্যক্তিগত সফর 'সুষ্ঠুভাবে' সম্পন্ন করার বিপক্ষে পাকিস্তানি বংশোদ্ভূত ইউরোপীয় রাজনীতিবিদদের 'লবি'-র কথাও শোনা গিয়েছিল ৷ বেশ কয়েকটি পরিচালিত সফরের মধ্যে এটিই প্রথম, জানিয়েছে সূত্র ৷

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বিতর্কিত সফরের দু মাস পর ফের অপর প্রতিনিধিদলের সফর উপত্যকায় ৷ 370 ধারা প্রত্যাহারের পর, রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর এটি বিদেশি প্রতিনিধিদলের দ্বিতীয় সফর ৷ 15 জন বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রদূত আসছেন সফরে ৷ এঁদের মধ্যে রয়েছেন অ্যামেরিকার রাষ্ট্রদূত কেনেথ জাস্টার ও নরওয়ের অ্যাম্বাসাডর হান্স জাকব ফ্রাইডেনলুন্ড বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর সফরে আসছেন ৷ সফরের উদ্যোগ নিয়েছে দিল্লি ৷ প্রথমে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷ এরপর কয়েকটি সংস্থার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও কাশ্মীরের প্রকৃত ছবিটা সম্পর্কে জানবেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু ও বেশ কয়েকজন আধিকারিক-সহ কয়েকজনের সঙ্গে জম্মুতে সাক্ষাৎ করবেন তাঁরা ৷ দিল্লিতে ফিরবেন 10 জানুয়ারি ৷

সরকারি সূত্র বলছে, দিল্লির বেশ কয়েকজন রাষ্ট্রদূত-বিদেশি প্রতিনিধির তরফে জম্মু-কাশ্মীর সফরের অনুরোধ এসেছিল ৷ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে, জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাঁদের অনুরোধ রাখতে বলা হয়েছিল ৷ সেইমতোই দিল্লিবেসড 15 জন বিদেশি কূটনীতিক-দূতকে 9-10 জানুয়ারি জম্মু-কাশ্মীরে নিয়ে যাওয়া হবে ৷ কেন্দ্র যে পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট তা দেখতেই ৷

লাতিন অ্যামেরিকা ও আফ্রিকার দেশ থেকেই প্রতিনিধিরা সফরে আসছেন মূলত ৷ অ্যামেরিকা, মরক্কো, গুয়ানা, ফিজ়ি, টোগো, নাইজেরিয়া, আর্জেন্তিনা, ফিলিপিন্স, নরওয়ে, মালদ্বীপ, ভিয়েতনাম, পেরু, উজবেকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা থাকবেন এই দলে, জানিয়েছে সূত্র ৷ অ্যামেরিকা ও নরওয়ের প্রতিনিধিদের উপত্যকা সফরের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দুই দেশেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক প্রশ্ন উঠেছে ৷

সূত্র বলছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সফরের জন্য ভিন্ন একটি তারিখ দেখা হচ্ছে ৷ রিপোর্ট যদিও বলছে, ইউরোপীয় প্রতিনিধিরা আরেকটু বেশি 'সময়' বা অভিগমন চাইছেন ৷ চাইছেন তুলনামূলক কম জটিল কোনও পরিস্থিতিতে উপত্যকায় গৃহবন্দী নেতাদের সঙ্গে দেখা করতে ৷ এঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিরা রয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা PTI ৷

সরকারি সূত্র বলছে, মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, EU রাষ্ট্রদূতরা এই দলের অংশ নন ৷ এক্ষেত্রে কিছু বাধা রয়েছে ৷ এটিকে 'ভিত্তিহীন এবং ক্ষতিকারক' বলে উল্লেখ করা হয়েছে ৷

জম্মু-কাশ্মীরে সফরের ক্ষেত্রে সারা বিশ্বের প্রতিনিধিদলের কথাই ভাবা হয়েছিল ৷ এঁদের মধ্যে কয়েকজন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি থাকবেন ৷ কিন্তু প্রত্যেকে নন ৷ EU প্রতিনিধিরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ EU জম্মু-কাশ্মীরে একক গোষ্ঠী হিসেবে সফরে যেতে চেয়েছেন ৷ কিন্তু যেটা সম্ভব নয় ৷ সংখ্যার ক্ষেত্রে উপত্যকা সফরে বিধিনিষেধ রয়েছে ৷ এমনই জানিয়েছে সরকারি সূত্র ৷ সূত্র এও জানিয়েছে, কোনও EU প্রতিনিধি উপত্যকায় গৃহবন্দী কোনও নির্দিষ্ট নেতার সঙ্গে সাক্ষাৎ করতে চাননি ৷

কোনও কোনও EU প্রতিনিধিদল জানিয়েছেন, সদর দপ্তর থেকে নির্দেশমাফিক স্বল্প সময়ের নোটিসে এই সফর ৷ নিরাপত্তার কথা মাথায় রেখে মানুষের সঙ্গে অবাধে কথা বলতে পারবেন তাঁরা ৷ কিন্তু নির্দিষ্ট কোনও নেতার নাম করা হয়নি ৷ পরবর্তীতে অন্য কোনও দিনে সেই সফরসূচি তৈরি করা হবে ৷

গত বছরের অক্টোবরে 24 জন দক্ষিণপন্থী ইউরোপীয় MP র 'ব্যক্তিগত' সফর ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ এই ব্যক্তিগত সফর 'সুষ্ঠুভাবে' সম্পন্ন করার বিপক্ষে পাকিস্তানি বংশোদ্ভূত ইউরোপীয় রাজনীতিবিদদের 'লবি'-র কথাও শোনা গিয়েছিল ৷ বেশ কয়েকটি পরিচালিত সফরের মধ্যে এটিই প্রথম, জানিয়েছে সূত্র ৷

Mumbai, Jan 09 (ANI): Festivities began in Tamil Nadu as Rajinikanth's 'Darbar' hit theatres. Swarm of fans celebrated the release with fireworks and by pouring milk on superstar's poster. Special feast was also organised for the special occasion. 'Darbar' is Tamil superstar's 167th movie. Streets were crowded for first show of the movie.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.