ETV Bharat / bharat

গুজরাতে কোরোনায় মৃত্যু 14 মাসের শিশুর - news on Corona

5 তারিখে কোরোনা ধরা পড়েছিল শিশুটির । তারপরই তাকে ভেন্টিলেটরে রাখা হয় । কিন্তু গতরাতে মাল্টি অরগ্যান ফেলিওরে তার মৃত্যু হয় ।

Representational Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 8, 2020, 9:53 AM IST

Updated : Apr 8, 2020, 10:03 AM IST

আহমেদাবাদ, 8 এপ্রিল : এবার কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল 14 মাসের এক শিশুর । গুজরাতের জামনগরের ঘটনা । গতকাল ভেন্টিলেটারে থাকা অবস্থায় মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয় তার । জানা গেছে, এই শিশুর কোনও ট্র্যাভেল হিস্ট্রি ছিল না ।

কোরোনা উপসর্গ নিয়ে গুজরাতের দারেদ গ্রামের এই শিশুকে কিছুদিন আগে ভরতি করা হয়েছিল হাসপাতালে । 5 তারিখে তার সোয়াব নমুনার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । তারপর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় । কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল । গতরাতে তার মৃত্যু হয় ।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে যখন হাসপাতালে ভরতি করা হয় তখন তার অবস্থা অনেকটাই খারাপ ছিল । প্রথম থেকেই তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল । কিন্তু অনেক চেষ্টার পরও গতকাল মাল্টি অর্গান ফেলিওর হয় । রাতেই মৃত্যু হয় শিশুটির ।

এনিয়ে গুজরাতে মৃতের সংখ্যা দাঁড়াল 15 । আক্রান্ত 175 ।

আহমেদাবাদ, 8 এপ্রিল : এবার কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল 14 মাসের এক শিশুর । গুজরাতের জামনগরের ঘটনা । গতকাল ভেন্টিলেটারে থাকা অবস্থায় মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয় তার । জানা গেছে, এই শিশুর কোনও ট্র্যাভেল হিস্ট্রি ছিল না ।

কোরোনা উপসর্গ নিয়ে গুজরাতের দারেদ গ্রামের এই শিশুকে কিছুদিন আগে ভরতি করা হয়েছিল হাসপাতালে । 5 তারিখে তার সোয়াব নমুনার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । তারপর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় । কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল । গতরাতে তার মৃত্যু হয় ।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে যখন হাসপাতালে ভরতি করা হয় তখন তার অবস্থা অনেকটাই খারাপ ছিল । প্রথম থেকেই তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল । কিন্তু অনেক চেষ্টার পরও গতকাল মাল্টি অর্গান ফেলিওর হয় । রাতেই মৃত্যু হয় শিশুটির ।

এনিয়ে গুজরাতে মৃতের সংখ্যা দাঁড়াল 15 । আক্রান্ত 175 ।

Last Updated : Apr 8, 2020, 10:03 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.