ETV Bharat / bharat

তেলাঙ্গানায় 13 বছরে কিশোরীর বিবাহ, দাখিল হবে কেস

তেলাঙ্গানার মেডচাল জেলায় বাল্যবিবাহের ঘটনা সামনে আসায় শিশু অধিকার কর্মীরা বাল্যবিবাহের সঙ্গে জড়িত সকলের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

Child marriage
Child marriage
author img

By

Published : Jun 4, 2020, 4:38 PM IST

Updated : Jun 4, 2020, 4:44 PM IST

মেডচাল, 4 জুন : লকডাউনে সমাজ যেন পিছিয়ে গেছেঅনেকটা। একদিকে যেমন গার্হস্থ্য হিংসা বৃদ্ধি পাওয়ার ঘটনা সামনে আসছে, তেমনই উঠে আসছে বাল্যবিবাহের ঘটনা। সম্প্রতি তেলাঙ্গানার মেডচাল জেলায় এক 13 বছরের কিশোরীর সঙ্গে 22 বছরের এক যুবকের বিয়ের ঘটনা সামনে এল।

জানা গিয়েছে, 1 জুন এক 13 বছরের কিশোরীকে 22 বছরের যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এক শিশু অধিকার কর্মী বিষয়টি জানতে পেরে বালানগরের ডেপুটি পুলিশ কমিশনার, সাইবারাবাদেরকমিশনার এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরে খবর দেন।

বালানগরের ডেপুটি পুলিশ কমিশনার পি ভি পদ্মজা বলেন, “ নারী ও শিশু কল্যাণ দপ্তর একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করছে। এই রিপোর্টের উপর ভিত্তি করেই কেস দাখিল করা হবে এবংযথাযথ পদক্ষেপ করা হবে। ”

অন্যদিকে শিশু অধিকার কর্মী অচ্যুতা রাও দ্রুত ওই যুবকের গ্রেপ্তারের দাবি করেছে। তিনি জানান, " ঘটনাটি জানতে পেরেই আমরা সাইবারাবাদ কমিশনার, বালানগর ডেপুটি কমিশনার পদ্মজা রেড্ডি এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরে খবর দিই। মেয়েটির বয়স 12-13 বছর এবং ছেলেটির বয়স 22 বছর। আমরা চাই, দ্রুত ওই যুবক এবং এই বাল্যবিবাহের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করা হোক। বাল্যবিবাহ একটি অপরাধ, তাই এই বিবাহ যেন বাতিল করা হয়।

মেডচাল, 4 জুন : লকডাউনে সমাজ যেন পিছিয়ে গেছেঅনেকটা। একদিকে যেমন গার্হস্থ্য হিংসা বৃদ্ধি পাওয়ার ঘটনা সামনে আসছে, তেমনই উঠে আসছে বাল্যবিবাহের ঘটনা। সম্প্রতি তেলাঙ্গানার মেডচাল জেলায় এক 13 বছরের কিশোরীর সঙ্গে 22 বছরের এক যুবকের বিয়ের ঘটনা সামনে এল।

জানা গিয়েছে, 1 জুন এক 13 বছরের কিশোরীকে 22 বছরের যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এক শিশু অধিকার কর্মী বিষয়টি জানতে পেরে বালানগরের ডেপুটি পুলিশ কমিশনার, সাইবারাবাদেরকমিশনার এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরে খবর দেন।

বালানগরের ডেপুটি পুলিশ কমিশনার পি ভি পদ্মজা বলেন, “ নারী ও শিশু কল্যাণ দপ্তর একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করছে। এই রিপোর্টের উপর ভিত্তি করেই কেস দাখিল করা হবে এবংযথাযথ পদক্ষেপ করা হবে। ”

অন্যদিকে শিশু অধিকার কর্মী অচ্যুতা রাও দ্রুত ওই যুবকের গ্রেপ্তারের দাবি করেছে। তিনি জানান, " ঘটনাটি জানতে পেরেই আমরা সাইবারাবাদ কমিশনার, বালানগর ডেপুটি কমিশনার পদ্মজা রেড্ডি এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরে খবর দিই। মেয়েটির বয়স 12-13 বছর এবং ছেলেটির বয়স 22 বছর। আমরা চাই, দ্রুত ওই যুবক এবং এই বাল্যবিবাহের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করা হোক। বাল্যবিবাহ একটি অপরাধ, তাই এই বিবাহ যেন বাতিল করা হয়।

Last Updated : Jun 4, 2020, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.