ETV Bharat / bharat

দেশে কোরোনায় মৃতের সংখ্যা নিম্নমুখী

author img

By

Published : Feb 7, 2021, 12:23 PM IST

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় ফের বাড়ল । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় 12 হাজার 59 জন আক্রান্ত । শনিবার যা ছিল 11 হাজার 713 ।

corona
corona

দিল্লি, 7 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 12 হাজার 59 জন । শনিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 11 হাজার 713 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 8 লাখ 26 হাজার 363 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 78 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 95 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 54 হাজার 996 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 805 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 5 লাখ 22 হাজার 601 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 48 হাজার 766 ।

আরও পড়ুন : ভারতীয় টিকার অপেক্ষায় আরও 25টি দেশ : জয়শংকর

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । এখানে মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 41 হাজার 398 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 53 হাজার 926 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 9 লাখ 62 হাজার 363 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 90 হাজার 720 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 42 হাজার 31 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 23 হাজার 811 জন ।

দিল্লি, 7 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 12 হাজার 59 জন । শনিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 11 হাজার 713 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 8 লাখ 26 হাজার 363 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 78 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 95 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 54 হাজার 996 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 805 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 5 লাখ 22 হাজার 601 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 48 হাজার 766 ।

আরও পড়ুন : ভারতীয় টিকার অপেক্ষায় আরও 25টি দেশ : জয়শংকর

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । এখানে মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 41 হাজার 398 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 53 হাজার 926 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 9 লাখ 62 হাজার 363 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 90 হাজার 720 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 42 হাজার 31 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 23 হাজার 811 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.