ETV Bharat / bharat

ধোনিকন্যাকে ধর্ষণের হুমকি, কচ্ছ থেকে আটক কিশোর - সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম

ঝাড়খণ্ড পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ গুজরাতের কচ্ছ এলাকা থেকে আটক করা হয় বছর 16-র ওই কিশোরকে ।

মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি
author img

By

Published : Oct 11, 2020, 10:09 PM IST

Updated : Oct 11, 2020, 11:01 PM IST

কচ্ছ, 11 অক্টোবর : ধোনিকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গুজরাতের কচ্ছ থেকে আটক করা হল এক কিশোরকে । ধৃত কিশোরের বয়স 16 বছর ।

এবারের IPL মোটেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের । মাত্র দু'টি ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা । ফিনিশারের ভূমিকায় চেনা ধোনিকেও দেখা যায়নি। এর জেরেই ধোনির উদ্দেশে সোশাল মিডিয়ায় হুমকি দেওয়া হয় । তাঁর পাঁচ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয় ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুকে । কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইয়ের হারের পর এই হুমকি দেওয়া হয় ।

সোশাল মিডিয়ায় হুমকি আসার পরই রাঁচির রাতু থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । ঝাড়খণ্ড পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ গুজরাতের কচ্ছ এলাকা থেকে আটক করা হয় বছর ষোলোর ওই কিশোরকে ।

কচ্ছ (পশ্চিম)-এর পুলিশ সুপার সৌরভ সিং জানিয়েছেন, "মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুমকি দেওয়া হয়েছিল । সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ক্লাস টুয়েলভের এক পড়ুয়াকে আটক করা হয়েছে ।"

আরও পড়ুন : ফর্মে নেই, সোশাল মিডিয়ায় ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি

পুলিশ জানিয়েছে, ওই কিশোর স্বীকার করে নিয়েছে যে KKR ও CSK-র মধ্যে ম্যাচের পর ইনস্টাগ্রামে সে হুমকি দিয়েছিল ।

সৌরভ সিং জানিয়েছেন, রাঁচি পুলিশ তাঁদেরকে ওই কিশোরের বিষয়ে তথ্য পাঠিয়েছিল এবং ওই হুমকি বার্তা সে দিয়েছিল কি না তা নিশ্চিত করার জন্য বলা হয়েছিল ।তিনি বলেন, "সেই মতো আমরা জিজ্ঞাসাবাদের জন্য কিশোরকে আটক করি । আমরা নিশ্চিত করেছি যে এই কিশোরই হুমকি চিঠি দিয়েছিল । তাকে রাঁচি পুলিশের হাতে তুলে দেওয়া হবে ।"

কচ্ছ, 11 অক্টোবর : ধোনিকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গুজরাতের কচ্ছ থেকে আটক করা হল এক কিশোরকে । ধৃত কিশোরের বয়স 16 বছর ।

এবারের IPL মোটেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের । মাত্র দু'টি ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা । ফিনিশারের ভূমিকায় চেনা ধোনিকেও দেখা যায়নি। এর জেরেই ধোনির উদ্দেশে সোশাল মিডিয়ায় হুমকি দেওয়া হয় । তাঁর পাঁচ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয় ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুকে । কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইয়ের হারের পর এই হুমকি দেওয়া হয় ।

সোশাল মিডিয়ায় হুমকি আসার পরই রাঁচির রাতু থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । ঝাড়খণ্ড পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ গুজরাতের কচ্ছ এলাকা থেকে আটক করা হয় বছর ষোলোর ওই কিশোরকে ।

কচ্ছ (পশ্চিম)-এর পুলিশ সুপার সৌরভ সিং জানিয়েছেন, "মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুমকি দেওয়া হয়েছিল । সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ক্লাস টুয়েলভের এক পড়ুয়াকে আটক করা হয়েছে ।"

আরও পড়ুন : ফর্মে নেই, সোশাল মিডিয়ায় ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি

পুলিশ জানিয়েছে, ওই কিশোর স্বীকার করে নিয়েছে যে KKR ও CSK-র মধ্যে ম্যাচের পর ইনস্টাগ্রামে সে হুমকি দিয়েছিল ।

সৌরভ সিং জানিয়েছেন, রাঁচি পুলিশ তাঁদেরকে ওই কিশোরের বিষয়ে তথ্য পাঠিয়েছিল এবং ওই হুমকি বার্তা সে দিয়েছিল কি না তা নিশ্চিত করার জন্য বলা হয়েছিল ।তিনি বলেন, "সেই মতো আমরা জিজ্ঞাসাবাদের জন্য কিশোরকে আটক করি । আমরা নিশ্চিত করেছি যে এই কিশোরই হুমকি চিঠি দিয়েছিল । তাকে রাঁচি পুলিশের হাতে তুলে দেওয়া হবে ।"

Last Updated : Oct 11, 2020, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.