ETV Bharat / bharat

রামকে 1 লাখ 11 হাজার লাড্ডু নিবেদন করবেন প্রধানমন্ত্রী

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুি । তৈরি হচ্ছে এক লাখেরও বেশি লাড্ডু ।

LADDU
লাড্ডু
author img

By

Published : Aug 1, 2020, 5:14 AM IST

অযোধ্যা, 1 অগাস্ট : অযোধ্যার মনি রাম দাস ছাউনিতে এখন চূড়ান্ত ব্যস্ততা । তৈরি হচ্ছে 1 লাখ 11 হাজার লাড্ডু । যা ভূমিপুজোর দিন রামকে নিবেদন করা হবে ।

ছাউনির এক পন্ডিত জানিয়েছেন, "5 অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই লাড্ডুগুলি ভগবান রামকে নিবেদন করবেন । তারপর তা ভক্তদের মধ্যে বিতরণ করা হবে । এছাড়াও দেশের নানা প্রান্তে অবস্থিত মন্দিরগুলিতে তা পাঠানো হবে ।"

মন্দিরগুলিতে পাঠানোর জন্য ছাউনির তরফে একটি ব্যাগ তৈরি করা হয়েছে । যেখানে লাড্ডুর পাশাপাশি অযোধ্যার ইতিহাস নিয়ে লেখা তিনটি বই ও শাল থাকবে ।

ছাউনির এক কর্মী বলেন, গত চারদিন ধরে এই লাড্ডু তৈরির কাজ চলছে । 5 তারিখের আগেই তা তৈরি শেষ হয়ে যাবে ।

5 অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । থাকতে পারেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং RSS প্রধান মোহন ভাগবত । কোরোনা সংক্রমণের মাঝে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

ইতিমধ্যেই কোরোনা সংক্রমণের মাঝে রাম মন্দিরের ভূমিপুজো ঘিরে জাঁকজমক অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের অনেকে ।

অযোধ্যা, 1 অগাস্ট : অযোধ্যার মনি রাম দাস ছাউনিতে এখন চূড়ান্ত ব্যস্ততা । তৈরি হচ্ছে 1 লাখ 11 হাজার লাড্ডু । যা ভূমিপুজোর দিন রামকে নিবেদন করা হবে ।

ছাউনির এক পন্ডিত জানিয়েছেন, "5 অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই লাড্ডুগুলি ভগবান রামকে নিবেদন করবেন । তারপর তা ভক্তদের মধ্যে বিতরণ করা হবে । এছাড়াও দেশের নানা প্রান্তে অবস্থিত মন্দিরগুলিতে তা পাঠানো হবে ।"

মন্দিরগুলিতে পাঠানোর জন্য ছাউনির তরফে একটি ব্যাগ তৈরি করা হয়েছে । যেখানে লাড্ডুর পাশাপাশি অযোধ্যার ইতিহাস নিয়ে লেখা তিনটি বই ও শাল থাকবে ।

ছাউনির এক কর্মী বলেন, গত চারদিন ধরে এই লাড্ডু তৈরির কাজ চলছে । 5 তারিখের আগেই তা তৈরি শেষ হয়ে যাবে ।

5 অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । থাকতে পারেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং RSS প্রধান মোহন ভাগবত । কোরোনা সংক্রমণের মাঝে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

ইতিমধ্যেই কোরোনা সংক্রমণের মাঝে রাম মন্দিরের ভূমিপুজো ঘিরে জাঁকজমক অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.