টোকিয়ো, 13 অক্টোবর : জাপানের টোকিয়োতে আছড়ে পড়ল টাইফুন 'হাগিবিস' । মৃত 11 । জাপানের সেনাবাহিনীর তৎপরতায় প্রায় 10 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
টাইফুনের তীব্রতায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট্রাল জাপানের নাগানো শহর ৷ টাইফুনের ফলে এই অঞ্চলে চিকুমা নদীর বানে বিধ্বংসী বন্যার খবর পাওয়া গেছে ৷ প্রায় কয়েক লাখ মানুষকে নিরাপত্তা স্থানে নিয়ে যাওয়া হয় ৷
নাগানো শহরের এক আপদকালীন দপ্তরের আধিকারিক ইয়াসুহিরো ইয়ামাগুচি একটি সংবাদ সংস্থাকে বলেছেন, মোট 427 টি পরিবারকে, 1417 জনকে সরিয়ে নেওয়া হয়েছে । রাতারাতি প্রায় সাত মিলিয়নের বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায় জাপান সরকার ৷ বাতিল করা হয়েছে বহু অন্তর্বর্তী ও আন্তর্জাতিক ট্রেন ও বিমান ৷
গতকাল 7 টা নাগাদ জাপানের হুনসুতে আছড়ে পড়ে হাগিবিস ৷ বিগত 60 বছরে জাপানে আছড়ে পড়া সবথেকে হিংস্র টাইফুন এটি ৷ যার গতিবেগ ঘণ্টায় 216 কিলোমিটার ৷