দিল্লি, 2 জুলাই : দিনের আলো তখনও ফোটেনি । চারিদিক নিস্তব্ধ । সুনসান । আর এই নিস্তব্ধতাকে ভেদ করে কানে আসছে শুধু একটাই আওয়াজ । কান্না । রেল লাইনের পাশে একলা বসে রয়েছে এক ছোট্ট শিশু । শুধুই কাঁদছে । আর সামনেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে টুকরো টুকরো হয়ে যাওয়া দেহাংশ । একটি নয় । তিনটি দেহ । এক মহিলা ও তাঁর দুই মেয়ে । ট্রেনের চাকায় পিষে গেছে দেহগুলি । দুর্ঘটনা থেকে একমাত্র রক্ষা পেয়েছে ওই মহিলার এক বছরের শিশুটি । রাজধানীর উত্তরপূর্বে মান্দাওয়ালি এলাকার ঘটনা ।
ভোর তখন 3.40 মিনিট । RPF আধিকারিকরা খবর পান, উত্তরপূর্ব দিল্লির মান্ডওয়ালি এলাকায় ট্রেনের চাকায় পিষে গেছেন এক মহিলা ও তাঁর দুই মেয়ে । এরপরই RPF-এর একটি দল ঘটনাস্থানে যায় । আর সেখানে যেতেই যে দৃশ্যটি চোখে পড়ল, তা শিউরে যাওয়ার মতো । লাইনের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শরীরে টুকরো । কিছু দেহাংশ লাইন থেকে বাইরের দিকেও ছিটকে পড়েছে । আর তার মধ্যে একা বসে কেঁদে যাচ্ছে এক বছরের এক শিশু ।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (রেলওয়েজ়) হরিন্দর সিং জানিয়েছেন, "পুলিশ দুর্ঘটনাস্থানে গিয়ে দেখে 30 বছর বয়সি এক মহিলা ও তাঁর দুই মেয়ে ট্রেনে কাটা পড়েছে । পুলিশ দুর্ঘটনাস্থান থেকে এক শিশুকেও উদ্ধার করে । সে রেল লাইনের উপর বসে কাঁদছিল ।"
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল । দুর্ঘটনাস্থান থেকে একটি মোবাইলও উদ্ধার করেছে পুলিশ ।
মৃত মহিলার নাম কিরণ । মান্ডওয়ালির বাসিন্দা । প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তি থেকেই দুই মেয়েকে নিয়ে আত্মঘাতী হয়েছেন কিরণ । কিরণের স্বামী পেশায় টোটোচালক । তাঁক এ-বিষয়ে প্রশ্ন করায় তিনি জানিয়েছেন, গতরাতে বাড়ি ফেরার পর থেকে স্ত্রী-ছেল-মেয়ে কাউকেই খুঁজে পাচ্ছিলেন না তিনি ।