ETV Bharat / bharat

কোভ্য়াকসিনের তৃতীয় দফার ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্ট প্রকাশ

কোভ্য়াকসিনের তৃতীয় দফার ট্রায়ালের অন্তর্বর্তীকালীন বিশ্লেষণমূলক ফলাফল প্রকাশ করল ভারত বায়োটেক ৷ তৃতীয় দফার ট্রায়ালে 25 হাজার 800 জনের নাম নথিভুক্ত করা হয়েছিল ৷ এঁদের বয়স 18 থেকে 98 বছরের মধ্যে ৷ এই ট্রায়ালের জন্য আর্থিক সহযোগিতা করেছে আইসিএমআর ৷

Bharat Biotech annouce interim results from phase 3 trials of COVAXIN
কোভ্য়াক্সিনের তৃতীয় দফার ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্ট প্রকাশ
author img

By

Published : Apr 22, 2021, 6:38 AM IST

হায়দরাবাদ, 21 এপ্রিল : কোভ্য়াকসিনের তৃতীয় দফার ট্রায়ালের অন্তর্বর্তীকালীন বিশ্লেষণমূলক ফলাফল প্রকাশ করল ভারত বায়োটেক ৷ এর আগে দ্বিতীয় দফায় এই রিপোর্ট প্রকাশ্যে আনার আগে 87 জনেরও বেশি সক্রিয় রোগীর উপর তা প্রয়োগ করা হয়েছিল ৷ যাঁদের শরীরে করোনার উপসর্গ ছিল স্পষ্ট ৷

সম্প্রতি দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ এই অবস্থায় 127 জন সক্রিয় রোগীর উপর কোভ্য়াকসিন প্রয়োগ করে তার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে ৷ তাতে দেখা গিয়েছে, মৃদু, মাঝারি ও প্রবল উপসর্গযুক্ত করোনা রোগীদের উপর এই টিকার প্রভাব ও উপকারিতা 78 শতাংশ ৷

সংস্থার তরফে দাবি করা হয়েছে, করোনার বিরুদ্ধে কোভ্য়াকসিনের কার্যকারিতা 100 শতাংশ ৷ যার ফলে রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন কমেছে ৷ এছাড়া, উপসর্গযুক্ত রোগীদের উপর এর কার্যকারিতা 70 শতাংশ ৷

ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, এই টিকা ব্য়বহারের ফলাফল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্টটি প্রকাশ করা হবে আগামী জুন মাসে ৷

আরও পড়ুন : বছরে 70 কোটি এমএন ডোজের কোভ্যাক্সিন, ঘোষণা ভারত বায়োটেকের

সূত্রের খবর, তৃতীয় দফার ট্রায়ালে 25 হাজার 800 জনের নাম নথিভুক্ত করা হয়েছিল ৷ এঁদের বয়স 18 থেকে 98 বছরের মধ্যে ৷ যার মধ্যে আবার 10 শতাংশেরও বেশি আক্রান্তের বয়স 60 বছরের বেশি ৷ কোভ্য়াকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরবর্তী 14 দিনে আক্রান্ত শারীরিক অবস্থা কেমন থাকছে, তা পর্যবেক্ষণ করা হয় এই ট্রায়ালে ৷

প্রসঙ্গত, ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে পাওয়া করোনার ‘সিড স্ট্রেইন’-এর মাধ্যমেই কোভ্য়াকসিন টিকা তৈরি করা হয়েছে ৷ আর তৃতীয় দফার ট্রায়ালের জন্য আর্থিক সহযোগিতা করেছে আইসিএমআর ৷ গোটা প্রক্রিয়াটি চলেছে পিপিপি মডেলে ৷

হায়দরাবাদ, 21 এপ্রিল : কোভ্য়াকসিনের তৃতীয় দফার ট্রায়ালের অন্তর্বর্তীকালীন বিশ্লেষণমূলক ফলাফল প্রকাশ করল ভারত বায়োটেক ৷ এর আগে দ্বিতীয় দফায় এই রিপোর্ট প্রকাশ্যে আনার আগে 87 জনেরও বেশি সক্রিয় রোগীর উপর তা প্রয়োগ করা হয়েছিল ৷ যাঁদের শরীরে করোনার উপসর্গ ছিল স্পষ্ট ৷

সম্প্রতি দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ এই অবস্থায় 127 জন সক্রিয় রোগীর উপর কোভ্য়াকসিন প্রয়োগ করে তার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে ৷ তাতে দেখা গিয়েছে, মৃদু, মাঝারি ও প্রবল উপসর্গযুক্ত করোনা রোগীদের উপর এই টিকার প্রভাব ও উপকারিতা 78 শতাংশ ৷

সংস্থার তরফে দাবি করা হয়েছে, করোনার বিরুদ্ধে কোভ্য়াকসিনের কার্যকারিতা 100 শতাংশ ৷ যার ফলে রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন কমেছে ৷ এছাড়া, উপসর্গযুক্ত রোগীদের উপর এর কার্যকারিতা 70 শতাংশ ৷

ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, এই টিকা ব্য়বহারের ফলাফল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্টটি প্রকাশ করা হবে আগামী জুন মাসে ৷

আরও পড়ুন : বছরে 70 কোটি এমএন ডোজের কোভ্যাক্সিন, ঘোষণা ভারত বায়োটেকের

সূত্রের খবর, তৃতীয় দফার ট্রায়ালে 25 হাজার 800 জনের নাম নথিভুক্ত করা হয়েছিল ৷ এঁদের বয়স 18 থেকে 98 বছরের মধ্যে ৷ যার মধ্যে আবার 10 শতাংশেরও বেশি আক্রান্তের বয়স 60 বছরের বেশি ৷ কোভ্য়াকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরবর্তী 14 দিনে আক্রান্ত শারীরিক অবস্থা কেমন থাকছে, তা পর্যবেক্ষণ করা হয় এই ট্রায়ালে ৷

প্রসঙ্গত, ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে পাওয়া করোনার ‘সিড স্ট্রেইন’-এর মাধ্যমেই কোভ্য়াকসিন টিকা তৈরি করা হয়েছে ৷ আর তৃতীয় দফার ট্রায়ালের জন্য আর্থিক সহযোগিতা করেছে আইসিএমআর ৷ গোটা প্রক্রিয়াটি চলেছে পিপিপি মডেলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.