ETV Bharat / bharat

BF7 Variant: ভারতে ভয়াবহ হবে না ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ 7, আশ্বাস বিশেষজ্ঞের - Coronavirus

ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ 7 (BF7 Variant) নিয়ে ভারতে ভয়ের কিছু নেই বলে জানালেন টাটা ইন্সটিটিউট অফ জেনেটিক্স অ্যান্ড সোসাইটি (Tata Institute for Genetics and Society)-র ডিরেক্টর রাকেশ মিশ্র (Rakesh Mishra) ৷ ভারতে করোনার একাধিক ভ্যারিয়েন্ট ও সাব-ভ্যারিয়েন্টের (Sub-Variant of Omicron Strain) সংক্রমণ হওয়ার কারণেই এই আশ্বাসবাণী দিচ্ছেন তিনি ৷

BF7 Variant of Coronavirus ETV Bharat File Image
ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.7
author img

By

Published : Dec 24, 2022, 10:55 AM IST

Updated : Dec 24, 2022, 1:57 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যারিয়েন্ট বিএফ 7 (BF7 Variant) নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলে জানালেন টাটা ইন্সটিটিউট অফ জেনেটিক্স অ্যান্ড সোসাইটি (Tata Institute for Genetics and Society)-র ডিরেক্টর রাকেশ মিশ্র (Rakesh Mishra) ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিএফ 7 আসলে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট (Sub-Variant of Omicron Strain) ৷ তাই জনজীবনে এই ভাইরাসের প্রভাব তেমন পড়বে না বলে দাবি করেছেন ওই গবেষক ৷

সংবাদ সংস্থাকে ড. রাকেশ মিশ্র জানিয়েছেন, বিএফ7 সাব-ভ্যারিয়েন্ট ভয়ানক না হলেও মাস্ক পরা এবং প্রয়োজন ছাড়া ভিড় এড়িয়ে চলাই শ্রেয় ৷ সিএসআইআর-সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির প্রাক্তন এই ডিরেক্টর আরও জানান, চিনে এই সাব-ভ্যারিয়েমন্টের ভয়াবহতার একটা অন্যতম কারণ, তারা এর আগে করোনার কোনও সাব-ভ্যারিয়েন্টের শিকার হয়নি ৷ ফলে প্রতিবেশী দেশের করোনার এই সাব-ভ্যারিয়েন্টের ভয়াবহতা অনেক বেশি বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক ৷

সেখানে ভারতে করোনার একাধিক ভ্যারিয়েন্ট ও সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়েছে গত তিনটি ওয়েভে ৷ এমনকী ওমিক্রনের একাধিক সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণও হয়েছে ৷ তাই একাধিকবার মিউটেশনের ফলে তৈরি হওয়া বিএফ 7 ভয়াবহ রূপ ধারণ করবে না বলে মত টাটা ইন্সটিটিউট অফ জেনেটিক্স অ্যান্ড সোসাইটির ডিরেক্টরের ৷

তিনি বলেন, "এটা ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট ৷ যার মূল গঠনতন্ত্র পুরোপুরি ওমিক্রনের মতোই ৷ শুধুমাত্র কয়েকটি ছোট পরিবর্তন রয়েছে ৷ তবে, সেখানে তেমন কোনও বড় পরিবর্তন আসেনি ৷ আমরা ওমিক্রন ওয়েভের মধ্যে দিয়ে গিয়েছি ৷ তাই আমাদের এটা নিয়ে চিন্তার কারণ নেই ৷ মূলত এটা একই ভাইরাস ৷’’

আরও পড়ুন: করোনার বিএফ 7 ভ্যারিয়্যান্ট নিয়ে কেন ভারত এত সতর্ক ?

প্রসঙ্গত, ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্টে চিনে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়েছে ৷ আর এর জন্য দায়ী করা হচ্ছে চিনের 'জিরো-কোভিড পলিসি'-কে ৷ আর এই সংক্রমণের ফলে চিনের প্রশাসন সংক্রমণ রোধ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে ৷ সেখানে কোনও বহুতলে সংক্রমণ ধরা পড়লে, সেটিকে পুরোপুরি সিল করে আইসোলেট করে দেওয়া হচ্ছে ৷ এমনকি প্রতিবেশীদের বাড়িঘরও ঘিরে ফেলা হচ্ছে ৷ ড. রাকেশ মিশ্র জানিয়েছেন, চিনের নাগরিকদের মধ্যে সচেতনতার অভাব এই পরিস্থিতির মূল কারণ ৷

ড. রাকেশ মিশ্র আরও জানিয়েছেন, চিনের যে জনসংখ্যা, তা কখনই ব্যাপকভাবে সংক্রমণের শিকার হয়নি ৷ আর তারা সঠিক সময়ে বয়স্কদের টিকাকরণ করেনি ৷ ফলে যেসব লোকজন টিকা নেননি, তারাই এই সাব-ভ্যারিয়েন্টের ভয়াবহতার শিকার হচ্ছেন ৷ তুলনায় চিনে যুবসমাজে এই বিএফ 7 সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ ও তার প্রভাব খুবই কম বলে জানাচ্ছেন রাকেশ মিশ্র ৷

আর সেখানেই ভারতে সময়ে সব বয়সে টিকাকরণ এবং তৃতীয় ওয়েভের সময় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৷ ফলে ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্ট ভারতের জনগণের শরীরে তেমন ভয়াবহ প্রভাব ফেলতে পারবে না ৷ তবে, এক্ষেত্রে মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শও দিচ্ছেন টাটা ইন্সটিটিউট অফ জেনেটিক্স অ্যান্ড সোসাইটির ডিরেক্টর রাকেশ মিশ্র ৷

কলকাতা, 24 ডিসেম্বর: করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যারিয়েন্ট বিএফ 7 (BF7 Variant) নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলে জানালেন টাটা ইন্সটিটিউট অফ জেনেটিক্স অ্যান্ড সোসাইটি (Tata Institute for Genetics and Society)-র ডিরেক্টর রাকেশ মিশ্র (Rakesh Mishra) ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিএফ 7 আসলে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট (Sub-Variant of Omicron Strain) ৷ তাই জনজীবনে এই ভাইরাসের প্রভাব তেমন পড়বে না বলে দাবি করেছেন ওই গবেষক ৷

সংবাদ সংস্থাকে ড. রাকেশ মিশ্র জানিয়েছেন, বিএফ7 সাব-ভ্যারিয়েন্ট ভয়ানক না হলেও মাস্ক পরা এবং প্রয়োজন ছাড়া ভিড় এড়িয়ে চলাই শ্রেয় ৷ সিএসআইআর-সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির প্রাক্তন এই ডিরেক্টর আরও জানান, চিনে এই সাব-ভ্যারিয়েমন্টের ভয়াবহতার একটা অন্যতম কারণ, তারা এর আগে করোনার কোনও সাব-ভ্যারিয়েন্টের শিকার হয়নি ৷ ফলে প্রতিবেশী দেশের করোনার এই সাব-ভ্যারিয়েন্টের ভয়াবহতা অনেক বেশি বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক ৷

সেখানে ভারতে করোনার একাধিক ভ্যারিয়েন্ট ও সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়েছে গত তিনটি ওয়েভে ৷ এমনকী ওমিক্রনের একাধিক সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণও হয়েছে ৷ তাই একাধিকবার মিউটেশনের ফলে তৈরি হওয়া বিএফ 7 ভয়াবহ রূপ ধারণ করবে না বলে মত টাটা ইন্সটিটিউট অফ জেনেটিক্স অ্যান্ড সোসাইটির ডিরেক্টরের ৷

তিনি বলেন, "এটা ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট ৷ যার মূল গঠনতন্ত্র পুরোপুরি ওমিক্রনের মতোই ৷ শুধুমাত্র কয়েকটি ছোট পরিবর্তন রয়েছে ৷ তবে, সেখানে তেমন কোনও বড় পরিবর্তন আসেনি ৷ আমরা ওমিক্রন ওয়েভের মধ্যে দিয়ে গিয়েছি ৷ তাই আমাদের এটা নিয়ে চিন্তার কারণ নেই ৷ মূলত এটা একই ভাইরাস ৷’’

আরও পড়ুন: করোনার বিএফ 7 ভ্যারিয়্যান্ট নিয়ে কেন ভারত এত সতর্ক ?

প্রসঙ্গত, ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্টে চিনে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়েছে ৷ আর এর জন্য দায়ী করা হচ্ছে চিনের 'জিরো-কোভিড পলিসি'-কে ৷ আর এই সংক্রমণের ফলে চিনের প্রশাসন সংক্রমণ রোধ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে ৷ সেখানে কোনও বহুতলে সংক্রমণ ধরা পড়লে, সেটিকে পুরোপুরি সিল করে আইসোলেট করে দেওয়া হচ্ছে ৷ এমনকি প্রতিবেশীদের বাড়িঘরও ঘিরে ফেলা হচ্ছে ৷ ড. রাকেশ মিশ্র জানিয়েছেন, চিনের নাগরিকদের মধ্যে সচেতনতার অভাব এই পরিস্থিতির মূল কারণ ৷

ড. রাকেশ মিশ্র আরও জানিয়েছেন, চিনের যে জনসংখ্যা, তা কখনই ব্যাপকভাবে সংক্রমণের শিকার হয়নি ৷ আর তারা সঠিক সময়ে বয়স্কদের টিকাকরণ করেনি ৷ ফলে যেসব লোকজন টিকা নেননি, তারাই এই সাব-ভ্যারিয়েন্টের ভয়াবহতার শিকার হচ্ছেন ৷ তুলনায় চিনে যুবসমাজে এই বিএফ 7 সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ ও তার প্রভাব খুবই কম বলে জানাচ্ছেন রাকেশ মিশ্র ৷

আর সেখানেই ভারতে সময়ে সব বয়সে টিকাকরণ এবং তৃতীয় ওয়েভের সময় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৷ ফলে ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্ট ভারতের জনগণের শরীরে তেমন ভয়াবহ প্রভাব ফেলতে পারবে না ৷ তবে, এক্ষেত্রে মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শও দিচ্ছেন টাটা ইন্সটিটিউট অফ জেনেটিক্স অ্যান্ড সোসাইটির ডিরেক্টর রাকেশ মিশ্র ৷

Last Updated : Dec 24, 2022, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.