ETV Bharat / bharat

চার বছরের ছেলেকে খুন, ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা মায়ের

Bengaluru Startup CEO Caught With Dead Body: বেঙ্গালুরু এআই স্টার্টআপ সিইওর ব্যাগ থেকে উদ্ধার 4 বছরের শিশু পুত্রের দেহ ৷ ট্যাক্সি চালকের সহায়তায় পুলিশের জালে অভিযুক্ত সূচনা শেঠ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Bengaluru Startup CEO Caught
পুলিশের জালে মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 1:45 PM IST

Updated : Jan 9, 2024, 8:46 PM IST

চিত্রদুর্গা, 9 জানুয়ারি: চার বছরের সন্তানকে খুন করে দেহ ব্যাগে ভরে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হল না ৷ ট্যাক্সি চালকের তৎপরতায় অবশেষে পুলিশের জালে মা ৷ সোমবার উত্তর গোয়ার ঘটনা ৷ 39 বছরের এই মহিলা বেঙ্গালুরুর এক স্টার্ট আপ সংস্থা মাইন্ডফুল এআই ল্যাবের সিইও ৷ পুলিশ সূত্রে খবর উত্তর গোয়ার ক্যান্ডোলিমের সার্ভিসড অ্যাপার্টমেন্ট থেকে ছেলের মৃত দেহ নিয়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন ৷ অভিযুক্ত সূচনা শেঠের বিরুদ্ধে ছেলেকে খুনের মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার সূচনা শেঠ উত্তর গোয়ার ক্যান্ডোলিমের সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে একটি ট্য়াক্সি নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৷ তার বেরিয়ে যাওয়ার পরই ওই অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে যান হাউসকিপিং কর্মীরা যান ৷ সেখানে গিয়ে দেখেন মেঝেতে রক্তের দাগ লেগে রয়েছে ৷ তাদের বিষয়টি সন্দেহ হওয়ায় হোটেলের অ্যাপার্টমেন্টের কর্তৃপক্ষকে বিষয়টি জানান ৷ এরপর সংশ্লিষ্ট হোটেলের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ হাউসকিপিং কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৷ সেই সিসিটিভি ক্য়ামেরার ফুটেজও খতিয়ে দেখে ৷ ফুটেজে দেখা যায়, শনিবার ওই মহিলা চেক ইন করার সময় তাঁর ছেলে সঙ্গে ছিল ৷ কিন্তু ওই মহিলা বেরিয়ে গেলেও,তাঁর সঙ্গে বাচ্চাটি ছিল না ৷ হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, হোটেল ছাড়ার সময় অভিযুক্ত বারবার ট্যাক্সি ডেকে দেওয়ার কথা বলেন ৷ সেই মতোই তাকে ট্যাক্সিতে তুলে দেওয়া হয় ৷ সমস্ত জিনিসপত্র নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন ৷ এদিকে অভিযুক্তের ফোন নম্বর নিয়ে পুলিশ ওই মহিলা তার সন্তানের কথা জিজ্ঞেস করলে, সে বলে বাচ্চাটি তার এক পরিচিত বন্ধুর কাছে আছে ৷ সেইমতো অভিযুক্ত মহিলরা কাছ থেকে ওই ব্যক্তির ফোন নম্বর নিয়ে যোগাযোগের চেষ্টা করলে সেটি পাওয়া যায় না ৷ পুলিশ বুঝতে পারে সেটি ভুল নম্বর ৷ এর পরই গোয়া পুলিশ ট্যাক্সি চালকের সঙ্গে যোগাযোগ করে ৷

চালক স্থানীয় কোঙ্কানি ভাষায় পুলিশকে জানায় তিনি সূচনা শেঠকে নিয়ে কর্ণাটকের থানায় যাচ্ছেন ৷ পুলিশ যেন তৈরি থাকে ৷ সেই মতোই চালক বেঙ্গালুরু থানায় এই মহিলাকে নিয়ে যান ৷ কর্ণাটক পুলিশ গাড়িটি ও এই মহিলাকে নিয়ে থানায় উপস্থিত হতেই পুলিশ ট্রক্সিটি তল্লাশি করে ৷ ওই মহিলার ব্য়াগ থেকে একটি বছর চারেকের শিশুর দেহ খুঁজে পায় ৷ এরপরই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ গোয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত সূচনা শেঠকে তদন্তের জন্য ট্রানজিট রিমান্ড গোয়ায় ফিরিয়ে আনা হবে ৷ শিশুটিকে কেন খুন হতে হল তা খতিয়ে দেখছে গোয়ার ক্যালাঙ্গুট থানায় পুলিশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে সন্তানের সামনেই পুড়িয়ে মারা হল মহিলাকে
  2. দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
  3. ভুয়ো এনকাউন্টার মামলায় প্রাক্তন মডেলকে গুলি করে খুন

চিত্রদুর্গা, 9 জানুয়ারি: চার বছরের সন্তানকে খুন করে দেহ ব্যাগে ভরে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হল না ৷ ট্যাক্সি চালকের তৎপরতায় অবশেষে পুলিশের জালে মা ৷ সোমবার উত্তর গোয়ার ঘটনা ৷ 39 বছরের এই মহিলা বেঙ্গালুরুর এক স্টার্ট আপ সংস্থা মাইন্ডফুল এআই ল্যাবের সিইও ৷ পুলিশ সূত্রে খবর উত্তর গোয়ার ক্যান্ডোলিমের সার্ভিসড অ্যাপার্টমেন্ট থেকে ছেলের মৃত দেহ নিয়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন ৷ অভিযুক্ত সূচনা শেঠের বিরুদ্ধে ছেলেকে খুনের মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার সূচনা শেঠ উত্তর গোয়ার ক্যান্ডোলিমের সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে একটি ট্য়াক্সি নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৷ তার বেরিয়ে যাওয়ার পরই ওই অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে যান হাউসকিপিং কর্মীরা যান ৷ সেখানে গিয়ে দেখেন মেঝেতে রক্তের দাগ লেগে রয়েছে ৷ তাদের বিষয়টি সন্দেহ হওয়ায় হোটেলের অ্যাপার্টমেন্টের কর্তৃপক্ষকে বিষয়টি জানান ৷ এরপর সংশ্লিষ্ট হোটেলের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ হাউসকিপিং কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৷ সেই সিসিটিভি ক্য়ামেরার ফুটেজও খতিয়ে দেখে ৷ ফুটেজে দেখা যায়, শনিবার ওই মহিলা চেক ইন করার সময় তাঁর ছেলে সঙ্গে ছিল ৷ কিন্তু ওই মহিলা বেরিয়ে গেলেও,তাঁর সঙ্গে বাচ্চাটি ছিল না ৷ হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, হোটেল ছাড়ার সময় অভিযুক্ত বারবার ট্যাক্সি ডেকে দেওয়ার কথা বলেন ৷ সেই মতোই তাকে ট্যাক্সিতে তুলে দেওয়া হয় ৷ সমস্ত জিনিসপত্র নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন ৷ এদিকে অভিযুক্তের ফোন নম্বর নিয়ে পুলিশ ওই মহিলা তার সন্তানের কথা জিজ্ঞেস করলে, সে বলে বাচ্চাটি তার এক পরিচিত বন্ধুর কাছে আছে ৷ সেইমতো অভিযুক্ত মহিলরা কাছ থেকে ওই ব্যক্তির ফোন নম্বর নিয়ে যোগাযোগের চেষ্টা করলে সেটি পাওয়া যায় না ৷ পুলিশ বুঝতে পারে সেটি ভুল নম্বর ৷ এর পরই গোয়া পুলিশ ট্যাক্সি চালকের সঙ্গে যোগাযোগ করে ৷

চালক স্থানীয় কোঙ্কানি ভাষায় পুলিশকে জানায় তিনি সূচনা শেঠকে নিয়ে কর্ণাটকের থানায় যাচ্ছেন ৷ পুলিশ যেন তৈরি থাকে ৷ সেই মতোই চালক বেঙ্গালুরু থানায় এই মহিলাকে নিয়ে যান ৷ কর্ণাটক পুলিশ গাড়িটি ও এই মহিলাকে নিয়ে থানায় উপস্থিত হতেই পুলিশ ট্রক্সিটি তল্লাশি করে ৷ ওই মহিলার ব্য়াগ থেকে একটি বছর চারেকের শিশুর দেহ খুঁজে পায় ৷ এরপরই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ গোয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত সূচনা শেঠকে তদন্তের জন্য ট্রানজিট রিমান্ড গোয়ায় ফিরিয়ে আনা হবে ৷ শিশুটিকে কেন খুন হতে হল তা খতিয়ে দেখছে গোয়ার ক্যালাঙ্গুট থানায় পুলিশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে সন্তানের সামনেই পুড়িয়ে মারা হল মহিলাকে
  2. দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
  3. ভুয়ো এনকাউন্টার মামলায় প্রাক্তন মডেলকে গুলি করে খুন
Last Updated : Jan 9, 2024, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.