সুরাত, 3 অক্টোবর: সুরাতের একটি হোটেল থেকে উদ্ধার হল এক যুবতীর ঝুলন্ত দেহ ৷ শহরের পাল এলাকায় কাসা ফ্লোরনেশিয়া ওয়ো হোটেলের কক্ষে ওই যুবতী আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে ৷ পুলিশের অনুমান, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরেই যুবতী আত্মঘাতী হয়েছেন । তবে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে ।
পাল থানার সাব-ইনস্পেক্টর ডিএল পারগী বলেন, "ঘটনাটি আমাদের থানার সীমানায় কাসা ফ্লোরনেশিয়া ওয়ো হোটেলের 405 নম্বর কক্ষে ঘটেছে । মৃতার নাম রিম্যা আশুতোষ দাস ৷ তাঁর বয়স 28 বছর । তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা । জুনায়েদ হুসেন নামে সুরাতের এক ওলা চালকের সঙ্গে তাঁর মাস ছয়েক আগে বন্ধুত্ব হয় সোশাল মিডিয়ার মাধ্যমে ৷ এরপর 6 সেপ্টেম্বর রিম্যা আশুতোষ দাস সুরাতে গিয়ে একটি হোটেলে থাকা শুরু করেন । কিন্তু গতকাল নিজের ঘরেই তিনি আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা রিম্যার সঙ্গে সুরাত শহরের রুস্তমপুরা মসজিদের পাশে বসবাসকারী জুনায়েদ হোসেনের যোগাযোগ হয় সোশাল মিডিয়ায় ৷ 6 মাস আগে সেখান থেকেই তাঁদের আলাপ ৷ তারপর কথাবার্তা বাড়তে বাড়তে হয় বন্ধুত্ব, আর সেই সম্পর্কই ক্রমে ঘনিষ্ঠ হয়ে ওঠে ৷ এরপর গত 6 সেপ্টেম্বর সুরাতে গিয়ে একটি হোটেলে থাকা শুরু করেন রিম্যা ৷ এখান থেকেই তিনি জুনায়েদের সঙ্গে বহুবার বাইরে বেরিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ জানা গিয়েছে, রিম্যা আরেকটা চাবি দিয়ে হোটেলের দরজা খুলে দেন জুয়ানেদকে ।
আরও পড়ুন: প্রতিবেশী বৃদ্ধের লালসার শিকার নাবালিকা ! গ্রেফতার অভিযুক্ত
পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে ৷ রিম্যা আত্মহত্যাই করেছেন, নাকি তাঁর মৃৃত্যুর পেছনে প্রেমে আঘাত পাওয়া বা অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ওই হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের ৷