ETV Bharat / bharat

বাইক মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের

author img

By

Published : Mar 22, 2021, 3:46 PM IST

Updated : Mar 22, 2021, 4:03 PM IST

এবার বাইক মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন ৷ তাদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে নির্বাচনের 72 ঘণ্টা আগে থেকে বাইক মিছিল করা যাবে না ৷

বাইক মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের
বাইক মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, 22 মার্চ : বাইক মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন ৷ সোমবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নির্বাচনের 72 ঘণ্টা আগে থেকে বাইক মিছিল করা যাবে না ৷

এদিন নির্বাচন কমিশনের তরফে যে নোটিস দেওয়া হয়েছে, তাতে যে ক’টি রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে, সবক’টিতেই বাইক মিছিলের নিষেধাজ্ঞা সংক্রান্ত এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ কমিশন জানিয়েছে যে যেদিন যেখানে নির্বাচন হবে, সেই এলাকায় ভোটের দিনের 72 ঘণ্টা আগে থেকে ভোটের দিন পর্যন্ত কোনও বাইক মিছিল করা যাবে না ৷

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি

কেন এই নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে, তার ব্যাখ্যাও রয়েছে ওই নোটিসে ৷ নোটিসের একেবারে প্রথম প্যারাগ্রাফেই লেখা হয়েছে যে কমিশনের নজরে এসেছে যে ভোটের আগে বা ভোটের দিন ভোটারদের প্রভাবিত করার জন্য সমাজবিরোধীদের ব্যবহার করা হয় ৷

আরও পড়ুন : সূর্যাস্তের পর নারায়ণগড়ে কতটা আলো দিতে পারলেন প্রদ্যোৎ ?

প্রসঙ্গত, এবার নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই নানা ব্যবস্থা গ্রহণ করছে কমিশন ৷ বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য ৷ কয়েকদিন আগেই পুরসভার প্রশাসক পদ থেকে রাজনৈতিক নেতাদের সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন ৷ তার পর আবার এই নির্দেশ ৷

নয়াদিল্লি, 22 মার্চ : বাইক মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন ৷ সোমবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নির্বাচনের 72 ঘণ্টা আগে থেকে বাইক মিছিল করা যাবে না ৷

এদিন নির্বাচন কমিশনের তরফে যে নোটিস দেওয়া হয়েছে, তাতে যে ক’টি রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে, সবক’টিতেই বাইক মিছিলের নিষেধাজ্ঞা সংক্রান্ত এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ কমিশন জানিয়েছে যে যেদিন যেখানে নির্বাচন হবে, সেই এলাকায় ভোটের দিনের 72 ঘণ্টা আগে থেকে ভোটের দিন পর্যন্ত কোনও বাইক মিছিল করা যাবে না ৷

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি

কেন এই নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে, তার ব্যাখ্যাও রয়েছে ওই নোটিসে ৷ নোটিসের একেবারে প্রথম প্যারাগ্রাফেই লেখা হয়েছে যে কমিশনের নজরে এসেছে যে ভোটের আগে বা ভোটের দিন ভোটারদের প্রভাবিত করার জন্য সমাজবিরোধীদের ব্যবহার করা হয় ৷

আরও পড়ুন : সূর্যাস্তের পর নারায়ণগড়ে কতটা আলো দিতে পারলেন প্রদ্যোৎ ?

প্রসঙ্গত, এবার নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই নানা ব্যবস্থা গ্রহণ করছে কমিশন ৷ বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য ৷ কয়েকদিন আগেই পুরসভার প্রশাসক পদ থেকে রাজনৈতিক নেতাদের সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন ৷ তার পর আবার এই নির্দেশ ৷

Last Updated : Mar 22, 2021, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.