ETV Bharat / bharat

Amritpal Singh Address Gurdwara: গ্রেফতারির আগে গুরুদ্বারে ভাষণ, ভিন্দ্রানওয়ালেকে স্মরণ অমৃতপালের - ভিন্দ্রানওয়ালেকে স্মরণ অমৃতপালের

গ্রেফতার হওয়ার আগে গুরুদ্বারায় বক্তব্য পেশ করেন অমৃতপাল সিং ৷ নিজের বক্তব্যে খালিস্তানি নেতা ভিন্দ্রানওয়ালার নামও করেন অমৃতপাল ৷

Etv Bharat
Amritpal Singh
author img

By

Published : Apr 23, 2023, 11:51 AM IST

মোগা (পঞ্জাব), 23 এপ্রিল: ওয়ারিস পাঞ্জাবের প্রধান অমৃতপাল সিংকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও গ্রেফতারের আগে গুরুদ্বারাতে বসে জ্বালাময়ী বক্তৃতা পেশ করেছেন খলিস্তান পন্থি নেতা অমৃতপাল সিং ৷ যার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর অসমের ডিব্রুগড় জেলে পাঠানো হচ্ছে অমৃতপালকে। গুরুদ্বারে ভাষণের পরই আত্মসমপর্ণ করেন অমৃতপাল ।

বক্তব্য দেওয়ার সময়ই তিনি আরেক খালিস্তানি নেতা ভিন্দ্রানওয়ালার নাম করেই কার্যত হুঁশিয়ারি দেন অমৃতপাল ৷ তিনি বলেন, "আপনারা দেখেছেন এক মাস ধরে সরকার শিখ যুবকদের উপর অত্যাচার করছে ৷ ওদের আসল চেহারা বেরিয়ে এসেছে।" অমৃতপাল আরও জানান, প্রশ্ন শুধু গ্রেফতারের নয়, গ্রেফতারের অনেক উপায় আছে। তাঁর মতে, অনেক ভেবেচিন্তে পঞ্জাব পুলিশ এক মাস পর তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে।

গুরুদ্বারাতে বসেই একের পর এক আক্রমণ শানিয়েছেন অমৃতপাল ৷ পাশাপাশি তাঁর এদিনের ভাষণের প্রতিটি ছত্রে ভিন্দ্রানওয়ালার সেই উক্তিগুলিই ঘুরে ফিরে এসেছে বলেও মনে করছেন অনেকে ৷ সেই সঙ্গে, অমৃতপাল যে নিজের সিদ্ধান্ত বা কর্মেও অবিচল, তাও এদিন সে নিজেই বুঝিয়ে দিয়েছেন ৷ তিনি সঙ্গতকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এই সবই সম্ভব হয়েছে সংগতের সহযোগিতায়। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হবে। তবে এই গ্রেফতারই শেষ নয়, এ সবে শুরু।" অন্যদিকে, রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতিও বার্তা দিয়েছেন অমৃতপাল ৷ যুবদের কাছে আবেদন জানাতে গিয়ে তিনি জানান, অমৃত সঞ্চার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে ৷ নিজের কাজ করে যেতে হবে।

আরও পড়ুন: মোগায় পুলিশি অভিযানে গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং

টানা 36 দিন ফেরার থাকার পর গ্রেফতার হলেন অমৃতপাল । দিন তিনেক আগে তাঁর অমৃতসর বিমানবন্দর আটক হন তাঁর স্ত্রী। তিনি লন্ডনে যাওয়ার চেষ্টা করছিলেন । সে সময় তাঁকে আটক করা হয়। আদতে বিলেতের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে মাত্র কয়েক মাস আগে বিয়ে হয় অমৃতপালের । স্ত্রী আটক হওয়ার পর এবার ধরা দিলেন অমৃতপালও ।

মোগা (পঞ্জাব), 23 এপ্রিল: ওয়ারিস পাঞ্জাবের প্রধান অমৃতপাল সিংকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও গ্রেফতারের আগে গুরুদ্বারাতে বসে জ্বালাময়ী বক্তৃতা পেশ করেছেন খলিস্তান পন্থি নেতা অমৃতপাল সিং ৷ যার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর অসমের ডিব্রুগড় জেলে পাঠানো হচ্ছে অমৃতপালকে। গুরুদ্বারে ভাষণের পরই আত্মসমপর্ণ করেন অমৃতপাল ।

বক্তব্য দেওয়ার সময়ই তিনি আরেক খালিস্তানি নেতা ভিন্দ্রানওয়ালার নাম করেই কার্যত হুঁশিয়ারি দেন অমৃতপাল ৷ তিনি বলেন, "আপনারা দেখেছেন এক মাস ধরে সরকার শিখ যুবকদের উপর অত্যাচার করছে ৷ ওদের আসল চেহারা বেরিয়ে এসেছে।" অমৃতপাল আরও জানান, প্রশ্ন শুধু গ্রেফতারের নয়, গ্রেফতারের অনেক উপায় আছে। তাঁর মতে, অনেক ভেবেচিন্তে পঞ্জাব পুলিশ এক মাস পর তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে।

গুরুদ্বারাতে বসেই একের পর এক আক্রমণ শানিয়েছেন অমৃতপাল ৷ পাশাপাশি তাঁর এদিনের ভাষণের প্রতিটি ছত্রে ভিন্দ্রানওয়ালার সেই উক্তিগুলিই ঘুরে ফিরে এসেছে বলেও মনে করছেন অনেকে ৷ সেই সঙ্গে, অমৃতপাল যে নিজের সিদ্ধান্ত বা কর্মেও অবিচল, তাও এদিন সে নিজেই বুঝিয়ে দিয়েছেন ৷ তিনি সঙ্গতকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এই সবই সম্ভব হয়েছে সংগতের সহযোগিতায়। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হবে। তবে এই গ্রেফতারই শেষ নয়, এ সবে শুরু।" অন্যদিকে, রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতিও বার্তা দিয়েছেন অমৃতপাল ৷ যুবদের কাছে আবেদন জানাতে গিয়ে তিনি জানান, অমৃত সঞ্চার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে ৷ নিজের কাজ করে যেতে হবে।

আরও পড়ুন: মোগায় পুলিশি অভিযানে গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং

টানা 36 দিন ফেরার থাকার পর গ্রেফতার হলেন অমৃতপাল । দিন তিনেক আগে তাঁর অমৃতসর বিমানবন্দর আটক হন তাঁর স্ত্রী। তিনি লন্ডনে যাওয়ার চেষ্টা করছিলেন । সে সময় তাঁকে আটক করা হয়। আদতে বিলেতের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে মাত্র কয়েক মাস আগে বিয়ে হয় অমৃতপালের । স্ত্রী আটক হওয়ার পর এবার ধরা দিলেন অমৃতপালও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.