ETV Bharat / bharat

বেটি বাঁচাওয়ের সুফল: লিঙ্গ অনুপাতে সমতা বাড়াল ভারত - কন্য়া সন্তান

লিঙ্গ অনুপাতের তালিকায় 16 ধাপ উপরে উঠে এল ভারত৷ এই উন্নতি বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচিরই সুফল বলে দাবি কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির৷ নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্পগুলির অন্য়তম বেটি বাঁচাও, বেটি পড়াও৷ 2015 সালের জানুয়ারিতে হরিয়ানার পানিপথে এর সূচনা করেন তিনি৷

BBBP led to 16 points improvement in sex ratio at birth: Smriti Irani
বেটি বাঁচাওয়ের সুফল: লিঙ্গ অনুপাতে সমতা বাড়াল ভারত
author img

By

Published : Jan 22, 2021, 6:33 PM IST

দিল্লি, 22 জানুয়রি: লিঙ্গ অনুপাতের তালিকায় 16 ধাপ উপরে উঠে এল ভারত৷ এই উন্নতি বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচিরই সুফল বলে দাবি কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির৷ শুক্রবার তিনি বলেন, কন্য়াসন্তান জন্মের অনুপাত যেমন বেড়েছে, তেমনই বেড়েছে উচ্চমাধ্য়মিক স্তরে মেয়েদের ভর্তি হওয়ার সংখ্য়াও৷ যা অত্য়ন্ত আশাব্য়ঞ্জক বলেই মত ইরানির৷ তিনি জানান, এই পরিস্থিতি বজায় রাখতে সদা তৎপর কেন্দ্রের সরকার৷ বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচিকে হাতিয়ার করেই এগিয়ে চলেছে তারা৷ স্বাস্থ্য় ও শিক্ষা মন্ত্রীদের পাশাপাশি আমজনতাকেও এক্ষেত্রে কাজে লাগান হচ্ছে৷

এই প্রসঙ্গে ইরানি টুইট করেন, ‘‘কন্য়া সন্তানের জন্ম ও তার অধিকার সম্পর্কে সমাজের দৃষ্টিভঙ্গিতে বদল আনতেই 2015 সালে বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি৷ গত 6 বছরে এই প্রকল্প দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে৷ লিঙ্গ অনুপাতের তালিকায় 16 ধাপ উপরে উঠে এসেছে ভারত৷‘‘

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্পগুলির অন্য়তম বেটি বাঁচাও, বেটি পড়াও৷ 2015 সালের জানুয়ারিতে হরিয়ানার পানিপথে এর সূচনা করেন তিনি৷ 2011 সালের সুমারি অনুসারে যেসব জেলাগুলিতে লিঙ্গ অনুপাতের হাল সবথেকে বেহাল, সেই জেলাগুলিকে মাথায় রেখেই শুরু করা হয় এই কর্মসূচি৷ কন্য়াসন্তানের জন্ম ও অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে জোর দেওয়া হয় প্রচারে৷ গর্ভবতী মহিলাদের নাম নথিভুক্ত করার পাশাপাশি হাসপাতালে প্রসবের অভ্য়াস বাড়ানো এবং জন্মের আগে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ পুরোপুরি বন্ধ করার উপরেও জোর দেয় প্রশাসন৷

দিল্লি, 22 জানুয়রি: লিঙ্গ অনুপাতের তালিকায় 16 ধাপ উপরে উঠে এল ভারত৷ এই উন্নতি বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচিরই সুফল বলে দাবি কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির৷ শুক্রবার তিনি বলেন, কন্য়াসন্তান জন্মের অনুপাত যেমন বেড়েছে, তেমনই বেড়েছে উচ্চমাধ্য়মিক স্তরে মেয়েদের ভর্তি হওয়ার সংখ্য়াও৷ যা অত্য়ন্ত আশাব্য়ঞ্জক বলেই মত ইরানির৷ তিনি জানান, এই পরিস্থিতি বজায় রাখতে সদা তৎপর কেন্দ্রের সরকার৷ বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচিকে হাতিয়ার করেই এগিয়ে চলেছে তারা৷ স্বাস্থ্য় ও শিক্ষা মন্ত্রীদের পাশাপাশি আমজনতাকেও এক্ষেত্রে কাজে লাগান হচ্ছে৷

এই প্রসঙ্গে ইরানি টুইট করেন, ‘‘কন্য়া সন্তানের জন্ম ও তার অধিকার সম্পর্কে সমাজের দৃষ্টিভঙ্গিতে বদল আনতেই 2015 সালে বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি৷ গত 6 বছরে এই প্রকল্প দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে৷ লিঙ্গ অনুপাতের তালিকায় 16 ধাপ উপরে উঠে এসেছে ভারত৷‘‘

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্পগুলির অন্য়তম বেটি বাঁচাও, বেটি পড়াও৷ 2015 সালের জানুয়ারিতে হরিয়ানার পানিপথে এর সূচনা করেন তিনি৷ 2011 সালের সুমারি অনুসারে যেসব জেলাগুলিতে লিঙ্গ অনুপাতের হাল সবথেকে বেহাল, সেই জেলাগুলিকে মাথায় রেখেই শুরু করা হয় এই কর্মসূচি৷ কন্য়াসন্তানের জন্ম ও অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে জোর দেওয়া হয় প্রচারে৷ গর্ভবতী মহিলাদের নাম নথিভুক্ত করার পাশাপাশি হাসপাতালে প্রসবের অভ্য়াস বাড়ানো এবং জন্মের আগে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ পুরোপুরি বন্ধ করার উপরেও জোর দেয় প্রশাসন৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.