জাজপুর (ওড়িশা), 18 এপ্রিল: কমপক্ষে 8টি বাদুড়ের মৃত্যু হয়েছে ৷ ওড়িশার জাজপুরে এই স্তন্যপায়ী প্রাণীদের মৃতদেহ পাওয়া যায় ৷ প্রচণ্ড গরমেই বাদুড়গুলির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ দেশের উত্তরপূর্বে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ যার প্রভাব পড়েছে পূর্বের রাজ্যগুলিতেও ৷
ওড়িশার জাজপুরের একটি গ্রামে বাদুড়দের বাঁচাতে জল স্প্রে করা হচ্ছে ৷ বন দফতরের এক আধিকারিক এই কথা জানিয়েছেন ৷ তিনি জানান, গত কয়েকদিনে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না-পেরে বাদুড়গুলি প্রাণ হারাচ্ছে ৷ ধরমশালা ব্লকের কবতাবন্ধ গ্রামে এই ঘটনা ঘটেছে ৷ এখানে হাজারে হাজারে বাদুড়ের বাস ৷ যদিও স্থানীয়রা বাদুড়ের মৃত্যুকে সৌভাগ্যের বলে মনে করে ৷
স্থানীয় এক আধিকারিক মহম্মদ সাকির হুসেন বলেন, "অত্যধিক গরমে বাদুড়দের মৃত্যু হচ্ছে ৷ এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ৷ আমরা সেখানে স্প্রিংকলার দিয়ে জল ছিটিয়ে দিচ্ছি৷ গত কয়েকদিন ধরে পারদ চড়ছে ৷" বাদুড়েরা নিশাচর প্রাণী ৷ রাতে তারা ঘুরে বেড়ায় এবং দিনে বিশালাকার গাছই তাদের আশ্রয়৷ তিনি বলেন, "গাছে থাকার ফলে তাদের উপর সোজাসুজি সূর্যের রোদ পড়ে ৷ সেই তাপপ্রবাহে তারা পড়ে যায় এবং তাদের মৃত্যু হয় ৷" তিনি আরও জানান, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত কবতাবন্ধ গ্রামে গাছে গাছে বাদুড়দের গায়ে জল ছেটানোর কাজ চলবে ৷ এই গ্রামটি কলিঙ্গ নগর শিল্পাঞ্চল থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত ৷ সারাদিন ধরেই এখানে বাদুড়দের কিচিরমিচির আওয়াজ শুনতে পাওয়া যায়৷ তারা এখানে সুরক্ষিত থাকে ৷ ব্রাহ্মণী নদীর ধারে তিনটি বড় ও বহু পুরনো গাছে প্রায় 5 হাজার বাদুড়ের বাস ৷
গত দু'দশক ধরে গ্রামবাসীরা এই স্তন্যপায়ী প্রাণীটিকে রক্ষা করে আসছে ৷ এক গ্রামবাসী কেশব চন্দ্র সাহু বলেন, "আমরা ওদের পবিত্র বলে মনে করি ৷ তাই বাঁচিয়ে রাখার চেষ্টা করি৷ বাদুড়দের জন্যই আমাদের গ্রামটি একটি বিরল জায়গা হয়ে উঠেছে ৷" ওড়িশার ময়ূরভঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা 44.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি ৷ আবহাওয়া দফতর জানিয়েছে কটকে তাপমাত্রা 41.6 ডিগ্রি, ভুবনেশ্বরে 39.9 ডিগ্রি ৷
আরও পড়ুন: তীব্র দাবদাহে মরছে একের পর এক মুরগি, মাথায় হাত পোলট্রি ব্যবসায়ীদের