ETV Bharat / bharat

Basavaraj Somappa Bommai : কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ইয়েদুরাপ্পার অনুগামী বাসবরাজ - Lingayat Community MLA

বি এস ইয়েদুরাপ্পা কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ৷ তারপর দলের শীর্ষ নেতৃত্ব বেছে নেয় বাসবরাও সোমাপ্পা বোম্মাইকে ৷ একসময় তাঁর বাবাও মুখ্যমন্ত্রী ছিলেন ৷

বাসবরাও সোমাপ্পা বোম্মাই
বাসবরাও সোমাপ্পা বোম্মাই
author img

By

Published : Jul 28, 2021, 5:14 PM IST

বেঙ্গালুরু, 28 জুলাই : কর্নাটকের মুখ্যমন্ত্রী হলেন বিজেপি (Bharatiya Janata Party, BJP) নেতা বাসবরাও সোমাপ্পা বোম্মাই (Basavaraj Somappa Bommai) ৷ আজ রাজভবনে রাজ্যপাল (Governor) থাভর চাঁদ গেহলটের (Thawar Chand Gehlot) কাছে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "বিধানসভা আর প্রশাসনিক কাজকর্মে তিনি যথেষ্ট অভিজ্ঞ ৷ এ বিষয়ে আমি নিশ্চিত যে, আমাদের সরকারের তরফে রাজ্যে তিনি ভাল কাজ করবেন ৷ তাঁর মেয়াদ ফলপ্রসূ হোক, এই শুভেচ্ছা রইল ৷"

তবে বোম্মানির প্রশংসার পাশাপাশি প্রধানমন্ত্রী সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে ভুলে যাননি ৷ টুইটে তিনি প্রবীণ নেতা ইয়েদুরাপ্পার সম্পর্কে জানিয়েছেন, "বিজেপির অগ্রগতিতে তাঁর 'বিশাল অবদান'-কে কোনও শব্দ দিয়ে বিচার করা যাবে না ৷ তিনি কর্নাটকের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন ৷ মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ সমাজের কল্যাণের জন্য তিনি সদাসর্বদা দায়বদ্ধ ৷ এই জন্য তিনি সবার প্রিয় ৷"

আরও পড়ুন : B. S. Yediyurappa : পদত্যাগ করলেন ইয়েদি

লিঙ্গায়ত সম্প্রদায়ের (Lingayat Community) বিধায়ক বাসবরাজ মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৷ প্রাক্তন জনতা দল (ইউনাইটেড) (Janata Dal United, JD(U)) নেতাকে মঙ্গলবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব ৷ মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলেন, "আমার উপর বড় দায়িত্ব দেওয়া হয়েছে ৷ গরিবদের কল্যাণের জন্য আমি কাজ করব ৷ এই সরকার মানুষের জন্য, গরিব মানুষের সরকার ৷ কোভিড-19 আর বন্যার মোকাবিলায় সব দিক দিয়ে ব্যবস্থ নেওয়া হবে ৷"

  • No words will ever do justice to the monumental contribution of Shri @BSYBJP Ji towards our Party and for Karnataka’s growth. For decades, he toiled hard, travelled across all parts of Karnataka and struck a chord with people. He is admired for his commitment to social welfare.

    — Narendra Modi (@narendramodi) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রবীণ বিজেপি নেতা বোম্মাই কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ এছাড়া ইয়েদুরাপ্পার চতুর্থ বারের মন্ত্রিসভায় তিনি জলসেচ, আইন, সাংবিধানিক আর বিধানসভার নানা বিষয়ে সামলেছেন ৷ হাভেরি (Haveri) আর আর উদুপি (Udupi) জেলার ডিস্ট্রিক্ট ইনচার্জ মন্ত্রীর (District Incharge Minister) পদেও ছিলেন তিনি ৷ 2008-এ জলসম্পদ (Minister for Water Resources) আর 2013-য় কো-অপারেশন (Cooperation) মন্ত্রকের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই ৷ বি এস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ ও অনুগামী হিসেবে পরিচিত বছর 61-র বোম্মাই ৷ বিজেপির অনেক নেতাই মনে করেন যে এটা ইয়েদুরাপ্পারই জয় ৷ এ ছাড়া একদিকে যেমন দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক রয়েছে, তেমনই দলের বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে ৷

  • Congratulations to Shri @BSBommai Ji on taking oath as Karnataka’s CM. He brings with him rich legislative and administrative experience. I am confident he will build on the exceptional work done by our Government in the state. Best wishes for a fruitful tenure.

    — Narendra Modi (@narendramodi) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, উত্তর কর্নাটকের এই লিঙ্গায়ত বিধায়কের (Lingayat MLA) বাবা এস আর বোম্মাই (SR Bommai) 1988-1989 পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন ৷

বেঙ্গালুরু, 28 জুলাই : কর্নাটকের মুখ্যমন্ত্রী হলেন বিজেপি (Bharatiya Janata Party, BJP) নেতা বাসবরাও সোমাপ্পা বোম্মাই (Basavaraj Somappa Bommai) ৷ আজ রাজভবনে রাজ্যপাল (Governor) থাভর চাঁদ গেহলটের (Thawar Chand Gehlot) কাছে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "বিধানসভা আর প্রশাসনিক কাজকর্মে তিনি যথেষ্ট অভিজ্ঞ ৷ এ বিষয়ে আমি নিশ্চিত যে, আমাদের সরকারের তরফে রাজ্যে তিনি ভাল কাজ করবেন ৷ তাঁর মেয়াদ ফলপ্রসূ হোক, এই শুভেচ্ছা রইল ৷"

তবে বোম্মানির প্রশংসার পাশাপাশি প্রধানমন্ত্রী সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে ভুলে যাননি ৷ টুইটে তিনি প্রবীণ নেতা ইয়েদুরাপ্পার সম্পর্কে জানিয়েছেন, "বিজেপির অগ্রগতিতে তাঁর 'বিশাল অবদান'-কে কোনও শব্দ দিয়ে বিচার করা যাবে না ৷ তিনি কর্নাটকের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন ৷ মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ সমাজের কল্যাণের জন্য তিনি সদাসর্বদা দায়বদ্ধ ৷ এই জন্য তিনি সবার প্রিয় ৷"

আরও পড়ুন : B. S. Yediyurappa : পদত্যাগ করলেন ইয়েদি

লিঙ্গায়ত সম্প্রদায়ের (Lingayat Community) বিধায়ক বাসবরাজ মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৷ প্রাক্তন জনতা দল (ইউনাইটেড) (Janata Dal United, JD(U)) নেতাকে মঙ্গলবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব ৷ মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলেন, "আমার উপর বড় দায়িত্ব দেওয়া হয়েছে ৷ গরিবদের কল্যাণের জন্য আমি কাজ করব ৷ এই সরকার মানুষের জন্য, গরিব মানুষের সরকার ৷ কোভিড-19 আর বন্যার মোকাবিলায় সব দিক দিয়ে ব্যবস্থ নেওয়া হবে ৷"

  • No words will ever do justice to the monumental contribution of Shri @BSYBJP Ji towards our Party and for Karnataka’s growth. For decades, he toiled hard, travelled across all parts of Karnataka and struck a chord with people. He is admired for his commitment to social welfare.

    — Narendra Modi (@narendramodi) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রবীণ বিজেপি নেতা বোম্মাই কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ এছাড়া ইয়েদুরাপ্পার চতুর্থ বারের মন্ত্রিসভায় তিনি জলসেচ, আইন, সাংবিধানিক আর বিধানসভার নানা বিষয়ে সামলেছেন ৷ হাভেরি (Haveri) আর আর উদুপি (Udupi) জেলার ডিস্ট্রিক্ট ইনচার্জ মন্ত্রীর (District Incharge Minister) পদেও ছিলেন তিনি ৷ 2008-এ জলসম্পদ (Minister for Water Resources) আর 2013-য় কো-অপারেশন (Cooperation) মন্ত্রকের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই ৷ বি এস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ ও অনুগামী হিসেবে পরিচিত বছর 61-র বোম্মাই ৷ বিজেপির অনেক নেতাই মনে করেন যে এটা ইয়েদুরাপ্পারই জয় ৷ এ ছাড়া একদিকে যেমন দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক রয়েছে, তেমনই দলের বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে ৷

  • Congratulations to Shri @BSBommai Ji on taking oath as Karnataka’s CM. He brings with him rich legislative and administrative experience. I am confident he will build on the exceptional work done by our Government in the state. Best wishes for a fruitful tenure.

    — Narendra Modi (@narendramodi) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, উত্তর কর্নাটকের এই লিঙ্গায়ত বিধায়কের (Lingayat MLA) বাবা এস আর বোম্মাই (SR Bommai) 1988-1989 পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.