ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: 43 শতাংশ ভোট পেয়ে ইতিহাস কংগ্রেসের, ইস্তফা দিলেন বাসবরাজ - Karnataka Election Result

কর্ণাটক এখন হাতের ৷ বিজেপি জিতেছে 65টি আসনে ৷ রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে কংগ্রেস ৷ তারা 135টি আসনে জয়ী হয়েছে ৷ তাই ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন বাসবরাজ বোম্মাই ৷ তিনি অবশ্য শিগগাঁও কেন্দ্র থেকে জিতেছেন ৷

Karnataka Election
বাসবরাজ বোম্মাই
author img

By

Published : May 14, 2023, 9:07 AM IST

বেঙ্গালুরু, 13 মে: ইস্তফা দিলেন বাসবরাজ বোম্মাই ৷ শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় ৷ তারপরই রাতে রাজ্যপালে হাতে ইস্তফাপত্র তুলে দেন বিদায়ী মুখ্যমন্ত্রী ৷ কর্ণাটকে কংগ্রেস ঝড়ে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির ৷ 224 আসনের এই রাজ্যে কংগ্রেসের দখলে গিয়েছে 136টি আসন। বিজেপি পেয়েছে মাত্র 65টি ৷ এবার রাজ্যে 72.86 শতাংশ ভোট পড়েছে ৷ এর মধ্যে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার 43 শতাংশ, যা কর্ণাটকের রাজনীতিতে নয়া ইতিহাস ৷ এর আগে বিধানসভা নির্বাচনগুলিতে কোনও দল এই বিপুল সংখ্যক ভোট পায়নি বলেই জানা গিয়েছে ৷

কর্ণাটকের শিগগাঁও বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন ৷ জয়ের ব্যবধানও প্রায় 35 হাজার। তবে দলের হারে বাসবরাজের জয় ম্লান হয়ে গিয়েছে ৷ বাসবরাজ বোম্মাই শিগগাঁও কেন্দ্রে 54.95 শতাংশ ভোট পেয়েছেন ৷ তাঁর কাছে পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী পাঠান ইয়াসির আহমেদ খান ৷ শনিবার দুপুরেই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দলের একেবারে তৃণমূল স্তরের কর্মী- সবাই প্রচুর পরিশ্রম করেছেন ৷ তাও কর্ণাটকে বিজেপির এই হার ৷ এর দায় তিনি নিজের কাঁধেই নিয়েছেন ৷ তবে তিনি মনে করেন, 2024 সালের লোকসভা নির্বাচনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে গেরুয়া শিবির ৷

  • ಕರ್ನಾಟಕದ ಜನತೆಯ ತೀರ್ಪನ್ನು ಗೌರವಿಸಿ, ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಸ್ಥಾನಕ್ಕೆ ರಾಜೀನಾಮೆ ಸಲ್ಲಿಸಿದೆನು. ನನ್ನ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಅವಧಿಯಲ್ಲಿ ಸಹಕರಿಸಿದ ಪ್ರತಿಯೊಬ್ಬರಿಗೂ ನನ್ನ ಹೃದಯಾಂತರಾಳದಿಂದ ಧನ್ಯವಾದಗಳನ್ನು ಸಲ್ಲಿಸುತ್ತೇನೆ. pic.twitter.com/isREpWJDkM

    — Basavaraj S Bommai (@BSBommai) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাতে কর্ণাটকের রাজ্যপাল থাওয়াচন্দ গেহলতের কাছে গিয়ে নিজের পদত্যাগ জমা দেন বাসবরাজ বোম্মাই ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যপাল ৷ পরে সাংবাদিকদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা শ্রদ্ধার সঙ্গেই মানুষের সিদ্ধান্ত মেনে নিচ্ছি ৷ আমি এই হারের দায় নিচ্ছি ৷" বিজেপির হার নিয়ে বাসবরাজ জানান, রাজ্যে 36 শতাংশেরও বেশি ভোট পাওয়া সত্ত্বেও বিজেপি অনেক কম আসন পেয়েছে ৷ কেন এই পরাজয়, তার বিশ্লেষণ করা হচ্ছে ৷ ভুলগুলি শুধরে নেওয়া হবে ৷

আরও পড়ুন: 19 সাল বাদ ! ইন্দিরা সরণিতে হেঁটে 'হাতের মুঠোয়' চিকমাগালুর

বেঙ্গালুরু, 13 মে: ইস্তফা দিলেন বাসবরাজ বোম্মাই ৷ শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় ৷ তারপরই রাতে রাজ্যপালে হাতে ইস্তফাপত্র তুলে দেন বিদায়ী মুখ্যমন্ত্রী ৷ কর্ণাটকে কংগ্রেস ঝড়ে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির ৷ 224 আসনের এই রাজ্যে কংগ্রেসের দখলে গিয়েছে 136টি আসন। বিজেপি পেয়েছে মাত্র 65টি ৷ এবার রাজ্যে 72.86 শতাংশ ভোট পড়েছে ৷ এর মধ্যে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার 43 শতাংশ, যা কর্ণাটকের রাজনীতিতে নয়া ইতিহাস ৷ এর আগে বিধানসভা নির্বাচনগুলিতে কোনও দল এই বিপুল সংখ্যক ভোট পায়নি বলেই জানা গিয়েছে ৷

কর্ণাটকের শিগগাঁও বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন ৷ জয়ের ব্যবধানও প্রায় 35 হাজার। তবে দলের হারে বাসবরাজের জয় ম্লান হয়ে গিয়েছে ৷ বাসবরাজ বোম্মাই শিগগাঁও কেন্দ্রে 54.95 শতাংশ ভোট পেয়েছেন ৷ তাঁর কাছে পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী পাঠান ইয়াসির আহমেদ খান ৷ শনিবার দুপুরেই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দলের একেবারে তৃণমূল স্তরের কর্মী- সবাই প্রচুর পরিশ্রম করেছেন ৷ তাও কর্ণাটকে বিজেপির এই হার ৷ এর দায় তিনি নিজের কাঁধেই নিয়েছেন ৷ তবে তিনি মনে করেন, 2024 সালের লোকসভা নির্বাচনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে গেরুয়া শিবির ৷

  • ಕರ್ನಾಟಕದ ಜನತೆಯ ತೀರ್ಪನ್ನು ಗೌರವಿಸಿ, ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಸ್ಥಾನಕ್ಕೆ ರಾಜೀನಾಮೆ ಸಲ್ಲಿಸಿದೆನು. ನನ್ನ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಅವಧಿಯಲ್ಲಿ ಸಹಕರಿಸಿದ ಪ್ರತಿಯೊಬ್ಬರಿಗೂ ನನ್ನ ಹೃದಯಾಂತರಾಳದಿಂದ ಧನ್ಯವಾದಗಳನ್ನು ಸಲ್ಲಿಸುತ್ತೇನೆ. pic.twitter.com/isREpWJDkM

    — Basavaraj S Bommai (@BSBommai) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাতে কর্ণাটকের রাজ্যপাল থাওয়াচন্দ গেহলতের কাছে গিয়ে নিজের পদত্যাগ জমা দেন বাসবরাজ বোম্মাই ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যপাল ৷ পরে সাংবাদিকদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা শ্রদ্ধার সঙ্গেই মানুষের সিদ্ধান্ত মেনে নিচ্ছি ৷ আমি এই হারের দায় নিচ্ছি ৷" বিজেপির হার নিয়ে বাসবরাজ জানান, রাজ্যে 36 শতাংশেরও বেশি ভোট পাওয়া সত্ত্বেও বিজেপি অনেক কম আসন পেয়েছে ৷ কেন এই পরাজয়, তার বিশ্লেষণ করা হচ্ছে ৷ ভুলগুলি শুধরে নেওয়া হবে ৷

আরও পড়ুন: 19 সাল বাদ ! ইন্দিরা সরণিতে হেঁটে 'হাতের মুঠোয়' চিকমাগালুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.