পূর্ণিয়া (বিহার), 22 ডিসেম্বর: চার হাত ও চার পা নিয়ে জন্ম নিল শিশু (Baby Born With Four Hands and Four Legs in Purnea)৷ 18 ডিসেম্বর বিহারের পূর্ণিয়ার বাইসি মহকুমার অন্তর্গত বাইসা ব্লকের কমিউনিটি হেলথ সেন্টারে শিশুটির জন্ম হয় ৷ চিকিৎসকরা জানান, শিশুটির মাথা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বড় ও শরীরের ভিতরের কিছু অঙ্গ একইরকম ছিল ৷ এক মহিলার প্রি-ম্যাচিওর ডেলিভারিতে এই শিশুর জন্ম হয় ৷ যদিও জন্মের পরই শিশুটির মৃত্যু হয় ৷
এমন অদ্ভুত শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় ৷ এটি অনেকেই অলৌকিক ঘটনা বলেও মনে করেন ৷ এর আগে বিহারের ঔরঙ্গাবাদে একটি প্লাসটিকের শিশুর জন্ম হয়েছিল ৷ যেটি কোলোডিয়ন বেবি নামেও পরিচিত ৷ বিশ্বে জন্মগ্রহণকারী 1.1 মিলিয়ন শিশুর মধ্যে একটি হল কোলোডিয়ন শিশু ৷ এটি একটি জেনেটিক ব্যাধি ৷ এটিও একটি বিরল শিশু ৷
আরও পড়ুন : এক যকৃৎ দুই প্রাণ, এনআরএসে বিরল অস্ত্রোপচারে আলাদা হল যমজ শিশু