ETV Bharat / bharat

করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই প্রধানমন্ত্রীর

author img

By

Published : Apr 4, 2021, 9:20 PM IST

করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই প্রধানমন্ত্রীর ৷ রবিবার উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে পাঁচটি বিষয়ে গুরুত্ব দিতে বলেন নরেন্দ্র মোদি ৷ এগুলি হল, করোনা নির্ণয়ের পরীক্ষা, করোনা রোগীর সন্ধান, তাঁদের চিকিৎসা, কোভিডের উপযোগী আচরণ এবং টিকাকরণ ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রের শীর্ষস্তরের আমলা এবং নীতি আয়োগের প্রতিনিধিরা ৷

Avoid Covid related deaths at any cost: PM
করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 4 এপ্রিল : করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি ৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রের শীর্ষস্তরের আমলারা ৷ ছিলেন নীতি আয়োগের প্রতিনিধিরাও ৷ আলোচনার টেবিলে মোদি তাঁদের বলেন, করোনাকে বাগে আনতে পাঁচটি পর্যায়ে কাজ করতে হবে ৷ কী সেই পাঁচটি পর্যায় ? এগুলি হল, করোনা নির্ণয়ের পরীক্ষা, করোনা রোগীর সন্ধান, তাঁদের চিকিৎসা, কোভিডের উপযোগী আচরণ এবং টিকাকরণ ৷ প্রধানমন্ত্রীর আশা, এই বিষয়গুলি মেনে চললেই কাবু হবে ভয়ঙ্কর ভাইরাস ৷

এর পাশাপাশি, করোনা সম্পর্কে মানুষকে সচেতন করেত সপ্তাহব্যাপী একটি বিশেষ প্রচারপর্বও শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ যা শুরু হবে আগামী 6 এপ্রিল ৷ চলবে 14 এপ্রিল পর্যন্ত ৷ একইসঙ্গে, স্য়ানিটাইজেশনের বিষয়টিও সামগ্রিকভাবে নিশ্চিত করতে হবে ৷

গত 1 মার্চের রিপোর্ট বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দৈনিক করোনা সংক্রমণের গড় ছিল 10 থেকে 11 হাজার ৷ আর 1 মার্চ নতুন করে খোঁজ মিলেছিল 11 হাজার 563 জন কোভিড রোগীর ৷ ফেব্রুয়ারিতে করোনা রোগীদের দৈনিক মৃত্যুর গড় সংখ্যাও ছিল 100-এর নীচে ৷

আরও পড়ুন : করোনা বাগে আনতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু

অবস্থার যে ভয়ঙ্কর অবনতি হয়েছে, তার প্রমাণ দিচ্ছে এপ্রিলের শুরুর দিনগুলির পরিসংখ্যানই ৷ শনিবার (3 এপ্রিল) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 93 হাজার মানুষ ৷ 2 এপ্রিল দৈনিক মৃত্য়ুর সংখ্যা বেড়ে হয়েছে 713 ৷

এদিকে, করোনার দাপট বাগে আনতে ইতিমধ্যে 45 বছরের বেশি বয়সী, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সকলকেই করোনার টিকা দেওয়ার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ তার মধ্যেই ফের একবার ফ্রন্টফুটে খেলা শুরু করেছে কোভিড-19 ভাইরাস ৷

নয়াদিল্লি, 4 এপ্রিল : করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি ৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রের শীর্ষস্তরের আমলারা ৷ ছিলেন নীতি আয়োগের প্রতিনিধিরাও ৷ আলোচনার টেবিলে মোদি তাঁদের বলেন, করোনাকে বাগে আনতে পাঁচটি পর্যায়ে কাজ করতে হবে ৷ কী সেই পাঁচটি পর্যায় ? এগুলি হল, করোনা নির্ণয়ের পরীক্ষা, করোনা রোগীর সন্ধান, তাঁদের চিকিৎসা, কোভিডের উপযোগী আচরণ এবং টিকাকরণ ৷ প্রধানমন্ত্রীর আশা, এই বিষয়গুলি মেনে চললেই কাবু হবে ভয়ঙ্কর ভাইরাস ৷

এর পাশাপাশি, করোনা সম্পর্কে মানুষকে সচেতন করেত সপ্তাহব্যাপী একটি বিশেষ প্রচারপর্বও শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ যা শুরু হবে আগামী 6 এপ্রিল ৷ চলবে 14 এপ্রিল পর্যন্ত ৷ একইসঙ্গে, স্য়ানিটাইজেশনের বিষয়টিও সামগ্রিকভাবে নিশ্চিত করতে হবে ৷

গত 1 মার্চের রিপোর্ট বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দৈনিক করোনা সংক্রমণের গড় ছিল 10 থেকে 11 হাজার ৷ আর 1 মার্চ নতুন করে খোঁজ মিলেছিল 11 হাজার 563 জন কোভিড রোগীর ৷ ফেব্রুয়ারিতে করোনা রোগীদের দৈনিক মৃত্যুর গড় সংখ্যাও ছিল 100-এর নীচে ৷

আরও পড়ুন : করোনা বাগে আনতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু

অবস্থার যে ভয়ঙ্কর অবনতি হয়েছে, তার প্রমাণ দিচ্ছে এপ্রিলের শুরুর দিনগুলির পরিসংখ্যানই ৷ শনিবার (3 এপ্রিল) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 93 হাজার মানুষ ৷ 2 এপ্রিল দৈনিক মৃত্য়ুর সংখ্যা বেড়ে হয়েছে 713 ৷

এদিকে, করোনার দাপট বাগে আনতে ইতিমধ্যে 45 বছরের বেশি বয়সী, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সকলকেই করোনার টিকা দেওয়ার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ তার মধ্যেই ফের একবার ফ্রন্টফুটে খেলা শুরু করেছে কোভিড-19 ভাইরাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.