ETV Bharat / bharat

Salman Rushdie ভেন্টিলেশনে রুশদি, চোখ নষ্ট হওয়ার আশঙ্কা

ভেন্টিলেশনে সলমন রুশদি । শুধু তাই নয় বুকারজয়ী লেখকের একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা (Salman Rushdie is in Ventiation) । অন্যদিকে রুশদির আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন তসলিমা নাসরিন (Taslima Nasreen reacts about the attack on Salman Rushdie ) ।

Salman Rushdie
ভেন্টিলেশনে সলমন রুশদি
author img

By

Published : Aug 13, 2022, 7:17 AM IST

Updated : Aug 13, 2022, 4:56 PM IST

নিউইর্য়ক, 13 অগস্ট: ভেন্টিলেশনে সলমন রুশদি । নিয়ইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার আগে বুকারজয়ী লেখককে ছুরি নিয়ে আক্রমণ করে এক ব্যক্তি (Salman Rushdie is in Ventiation) । রুশদির সঙ্গে পরিচয়ের অছিলায় কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় 10 থেকে 15 বার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে সে । সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে লেখকের চোখে গুরুতর আঘাত লেগেছে । শুধু তাই নয় একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা । পাশাপাশি তাঁর মুখ থেকে শুরু করে পেটের বিভিন্ন অংশেও গুরুতর চোট লেগেছে । লিভারের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে কিছুটা আশার কথাও শুনিয়েছেন চিকিৎসকরা । তাঁরা মনে করেন রুশদির আঘাত গুরুতর হলেও নিরাময়যোগ্য ।

  • Author Salman Rushdie is on a ventilator following hours of surgery after being stabbed in the neck and torso at a lecture. He will likely lose one eye, reports Reuters quoting his book agent. https://t.co/AnpC6r45pF

    — ANI (@ANI) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আক্রমণকারীকে প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল । এবার তাঁর পরিচয় প্রকাশ্যে এল । জানা গেল হাদি মাতার নামে ওই ব্যক্তির বয়স 24 বছর । বাড়ি নিউজার্সিতে । তবে পুলিশের তরফে এর থেকে বেশি কোনও তথ্য দেওয়া হয়নি । তাছাড়া সে রুশদিকে আক্রমণই বা করল কেন তাও স্পষ্ট নয় ।

1988 সালে দ্য 'স্যাটানিক ভার্সেস' লিখে সাড়া ফেলে দিয়েছিলেন লেখক। তবে কিছু ধর্মীয় সংগঠন ভালোভাবে মেনে নিতে পারেনি তাঁর এই সাহিত্যকর্মকে । প্রায় নিয়ম করে তাঁর মাথার দাম ধার্য হত সে সময় । ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনির হাত ধরেই শুরু হয় বিষয়টি । তারপর প্রতিবছরই মাথার দাম বেড়েছে রুশদির। সে যাই হোক, বিতর্ক যত বেড়েথে সাহিত্যকর্ম তাঁকে ঠিক ততটাই জনপ্রিয় করেছে বিশ্বের পাঠক-পাঠিকাদের মধ্যে।

  • The truth is, 'true Muslims' follow their holy script religiously. And they attack the critics of Islam. Fake Muslims believe in humanity and they are against violence. We want fake Muslims to grow.

    — taslima nasreen (@taslimanasreen) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রুশদির আক্রান্ত হওয়ার খবরে ভারাক্রান্ত বিশ্ব। সব মহল থেকেই প্রতিক্রিয়া ভেসে আসছে। প্রতিক্রিয়া দিয়েছেন তসলিমা নাসরিনও। একাধিক টুইটে ঘটনা সম্পর্কে নিজের তীব্র প্রতিবাদ তুলে ধরেছেন 'বিতর্কিত'র লেখিকা ।

তিনি লিখেছেন, "কেউ কেউ বলছেন কেন রুশদি আক্রান্ত হলেন সেই কারণ জেনে নিয়ে মন্তব্য করবেন । আমার তাঁদের কাছে প্রশ্ন, তাঁকে আক্রমণের নেপথ্য যে ইসলামপন্থীরাই আছে তা বোঝা কি খুব শক্ত? কারণ রুশদি দীর্ঘদিন ধরেই তাদের নিশানায় ছিলেন ।

  • Ppl r saying let's see what ws the motive bhind the attack on Rushdie b4 making comment. Is it very hard to speculate tht an Islamist tried to kill him as he ws a target of Islamists?What wd they say if it comes out tht the attacker was an Islamist?'Oh no,he's not a true Muslim'?

    — taslima nasreen (@taslimanasreen) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "তাঁর আক্রান্ত হওয়ার ঘটনায় আমি বাকরুদ্ধ । এরকম কিছু যে হতে পারে তা আমার ধারনাতেই ছিল না ।1989 সাল থেকেই তাঁকে সুরক্ষার মধ্যে রাখা হয়েছিল । তিনি থাকতেনও পাশ্চাত্যে । যদি তিনি আক্রান্ত হন তাহলে ইসলামের কোনও সমালোচকই সুরক্ষিত নন । "

  • I just learned that Salman Rushdie was attacked in New York. I am really shocked. I never thought it would happen. He has been living in the West, and he has been protected since 1989. If he is attacked, anyone who is critical of Islam can be attacked. I am worried.

    — taslima nasreen (@taslimanasreen) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে একটি সূত্রের দাবি যে মঞ্চে রুশদির ভাষণ দেওয়ার কথা ছিল সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না । সেই সুযোগেই এই ঘটনা ঘটেছে । এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন: মঞ্চে ভাষণ দিতে গিয়ে ছুরিকাহত সলমন রুশদি, গ্রেফতার আততায়ী

নিউইর্য়ক, 13 অগস্ট: ভেন্টিলেশনে সলমন রুশদি । নিয়ইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার আগে বুকারজয়ী লেখককে ছুরি নিয়ে আক্রমণ করে এক ব্যক্তি (Salman Rushdie is in Ventiation) । রুশদির সঙ্গে পরিচয়ের অছিলায় কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় 10 থেকে 15 বার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে সে । সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে লেখকের চোখে গুরুতর আঘাত লেগেছে । শুধু তাই নয় একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা । পাশাপাশি তাঁর মুখ থেকে শুরু করে পেটের বিভিন্ন অংশেও গুরুতর চোট লেগেছে । লিভারের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে কিছুটা আশার কথাও শুনিয়েছেন চিকিৎসকরা । তাঁরা মনে করেন রুশদির আঘাত গুরুতর হলেও নিরাময়যোগ্য ।

  • Author Salman Rushdie is on a ventilator following hours of surgery after being stabbed in the neck and torso at a lecture. He will likely lose one eye, reports Reuters quoting his book agent. https://t.co/AnpC6r45pF

    — ANI (@ANI) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আক্রমণকারীকে প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল । এবার তাঁর পরিচয় প্রকাশ্যে এল । জানা গেল হাদি মাতার নামে ওই ব্যক্তির বয়স 24 বছর । বাড়ি নিউজার্সিতে । তবে পুলিশের তরফে এর থেকে বেশি কোনও তথ্য দেওয়া হয়নি । তাছাড়া সে রুশদিকে আক্রমণই বা করল কেন তাও স্পষ্ট নয় ।

1988 সালে দ্য 'স্যাটানিক ভার্সেস' লিখে সাড়া ফেলে দিয়েছিলেন লেখক। তবে কিছু ধর্মীয় সংগঠন ভালোভাবে মেনে নিতে পারেনি তাঁর এই সাহিত্যকর্মকে । প্রায় নিয়ম করে তাঁর মাথার দাম ধার্য হত সে সময় । ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনির হাত ধরেই শুরু হয় বিষয়টি । তারপর প্রতিবছরই মাথার দাম বেড়েছে রুশদির। সে যাই হোক, বিতর্ক যত বেড়েথে সাহিত্যকর্ম তাঁকে ঠিক ততটাই জনপ্রিয় করেছে বিশ্বের পাঠক-পাঠিকাদের মধ্যে।

  • The truth is, 'true Muslims' follow their holy script religiously. And they attack the critics of Islam. Fake Muslims believe in humanity and they are against violence. We want fake Muslims to grow.

    — taslima nasreen (@taslimanasreen) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রুশদির আক্রান্ত হওয়ার খবরে ভারাক্রান্ত বিশ্ব। সব মহল থেকেই প্রতিক্রিয়া ভেসে আসছে। প্রতিক্রিয়া দিয়েছেন তসলিমা নাসরিনও। একাধিক টুইটে ঘটনা সম্পর্কে নিজের তীব্র প্রতিবাদ তুলে ধরেছেন 'বিতর্কিত'র লেখিকা ।

তিনি লিখেছেন, "কেউ কেউ বলছেন কেন রুশদি আক্রান্ত হলেন সেই কারণ জেনে নিয়ে মন্তব্য করবেন । আমার তাঁদের কাছে প্রশ্ন, তাঁকে আক্রমণের নেপথ্য যে ইসলামপন্থীরাই আছে তা বোঝা কি খুব শক্ত? কারণ রুশদি দীর্ঘদিন ধরেই তাদের নিশানায় ছিলেন ।

  • Ppl r saying let's see what ws the motive bhind the attack on Rushdie b4 making comment. Is it very hard to speculate tht an Islamist tried to kill him as he ws a target of Islamists?What wd they say if it comes out tht the attacker was an Islamist?'Oh no,he's not a true Muslim'?

    — taslima nasreen (@taslimanasreen) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "তাঁর আক্রান্ত হওয়ার ঘটনায় আমি বাকরুদ্ধ । এরকম কিছু যে হতে পারে তা আমার ধারনাতেই ছিল না ।1989 সাল থেকেই তাঁকে সুরক্ষার মধ্যে রাখা হয়েছিল । তিনি থাকতেনও পাশ্চাত্যে । যদি তিনি আক্রান্ত হন তাহলে ইসলামের কোনও সমালোচকই সুরক্ষিত নন । "

  • I just learned that Salman Rushdie was attacked in New York. I am really shocked. I never thought it would happen. He has been living in the West, and he has been protected since 1989. If he is attacked, anyone who is critical of Islam can be attacked. I am worried.

    — taslima nasreen (@taslimanasreen) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে একটি সূত্রের দাবি যে মঞ্চে রুশদির ভাষণ দেওয়ার কথা ছিল সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না । সেই সুযোগেই এই ঘটনা ঘটেছে । এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন: মঞ্চে ভাষণ দিতে গিয়ে ছুরিকাহত সলমন রুশদি, গ্রেফতার আততায়ী

Last Updated : Aug 13, 2022, 4:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.