লখনউ, 18 ডিসেম্বর: 'স্মার্ট সিটি অফ নলেজ' পাবে যোগী-রাজ্য ৷ রবিবার উত্তরপ্রদেশ সরকার এবং অস্টিন ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ৷ স্মার্ট সিটি অফ নলেজ গড়তে 42 বিলিয়ন মার্কিন ডলার (4 হাজার 200 কোটি মার্কিন ডলার) বিনিয়োগ হবে ৷
এই অনুষ্ঠানে ছিলেন অস্টিন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আশরফ আর মুসতাফা, উত্তরপ্রদেশের মন্ত্রী সুরেশ খান্না, প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং, শিল্পোন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত মুখ্যসচিব অরবিন্দ কুমার ও অন্যরা ৷ আশরফ আর মুস্তাফা বলেন, "উত্তরপ্রদেশে 5 হাজার একর জমির উপর তৈরি হবে, 42 বিলিয়ন মার্কিন ডলারের প্রজেক্ট ৷ এই প্রজেক্টে সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলি অন্তর্ভুক্ত হবে ৷ আশা করি, ভারত এবং অন্য জায়গাগুলিতে উচ্চশিক্ষার ধারণাটা বদলে দেবে ৷"
আরও পড়ুন: হিমাচলে মোদি-যোগীর প্রচার করা আসনগুলিতে খারাপ ফল বিজেপির
এছাড়া উত্তরপ্রদেশের সঙ্গে সানফ্রান্সিসকোর সালোনি হার্ট ফাউন্ডেশনের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ নভেম্বর মাসে উত্তরপ্রদেশে গ্লোবাল ইনভেস্টরস সামিট অনুষ্ঠিত হয় ৷ এতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বহু বিখ্যাত ব্যক্তিত্বরা এসেছিলেন ৷ আগামী বছর 10-12 ফেব্রুয়ারি লখনউতে এই সম্মেলন হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷