ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশে জিলেটিন বোঝাই গাড়িতে বিস্ফোরণ, মৃত 9

author img

By

Published : May 8, 2021, 1:51 PM IST

অন্ধ্রপ্রদেশের মামিল্লাপল্লি গ্রামের কাছে জিলেটিন বোঝাই গাড়িতে বিস্ফোরণ ৷ মারা গিয়েছেন অন্ততপক্ষে ন'জন শ্রমিক ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পার বলে আশঙ্কা করা হচ্ছে ৷

জিলেটিন বিস্ফোরণে মৃত কমপক্ষে 9
জিলেটিন বিস্ফোরণে মৃত কমপক্ষে 9

অন্ধ্রপ্রদেশ, 8 মে : এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ন'জন মারা গিয়েছেন জিলেটিন বিস্ফোরণে ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় ৷

মামিল্লাপালের প্রত্যন্ত এই অঞ্চলে জিলেটিন বোঝাই বোলেরো গাড়িতে এই বিস্ফোরণ হয় ৷ সেই সময় এখানে শ্রমিকরা একটি লাইমস্টোন খনিতে কাজ করছিলেন ৷ বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই মারা যান ন'জন ৷ গাড়িটি বাদওয়েল থেকে মুগ্গুরাল্লায় যাচ্ছিল ৷

আরো পড়ুন: কোভিড ভ্যাকসিনে বাজেটের সামান্য ব্যবহার

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ বিস্ফোরণে মৃত শ্রমিকদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ৷ আর আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এখনও বেশ কিছু শ্রমিক গাড়ির তলায় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

তাই মৃতের সংখ্যা বাড়বার সম্ভাবনা রয়েছে ৷

অন্ধ্রপ্রদেশ, 8 মে : এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ন'জন মারা গিয়েছেন জিলেটিন বিস্ফোরণে ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় ৷

মামিল্লাপালের প্রত্যন্ত এই অঞ্চলে জিলেটিন বোঝাই বোলেরো গাড়িতে এই বিস্ফোরণ হয় ৷ সেই সময় এখানে শ্রমিকরা একটি লাইমস্টোন খনিতে কাজ করছিলেন ৷ বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই মারা যান ন'জন ৷ গাড়িটি বাদওয়েল থেকে মুগ্গুরাল্লায় যাচ্ছিল ৷

আরো পড়ুন: কোভিড ভ্যাকসিনে বাজেটের সামান্য ব্যবহার

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ বিস্ফোরণে মৃত শ্রমিকদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ৷ আর আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এখনও বেশ কিছু শ্রমিক গাড়ির তলায় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

তাই মৃতের সংখ্যা বাড়বার সম্ভাবনা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.