ETV Bharat / bharat

Heavy rains in Kerala : প্রবল বৃষ্টিতে কেরালায় মৃত 5, নিখোঁজ 10 - 5 dead

লাল সতর্কতা জারি করা হয়েছে পত্থনমথিট্টা, এর্নাকুলাম, কোট্টায়াম, ইদুক্কি, ত্রিচূড়, পলক্কড় জেলায়। এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, মলপ্পুরম, কোঝিকোড়, কোল্লাম, আলপ্পুঝা, পালাক্কড় ও ওয়ানাড়ে। জেলায় জেলায় একাধিক ত্রাণ শিবির তৈরি হয়েছে।

Heavy rains in Kerala
প্রবল বৃষ্টিতে কেরালায় মৃত 5, নিখোঁজ 10
author img

By

Published : Oct 16, 2021, 9:59 PM IST

তিরুঅন্তপুরম, 16 অক্টোবর : প্রবল বৃষ্টিতে এখন পর্যন্ত কেরালায় পাঁচ জন প্রাণ হারিয়েছেন ৷ ইদুক্কির কঞ্জারে হঠাৎ বন্যায় গাড়ি ভেসে যাওয়ার পর এক শিশু-সহ দু'জনের মৃত্যু হয়েছে ৷ জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, কোট্টায়ামে ভূমি ধসে আটকা পড়া 13 জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷

এখন পর্যন্ত 10 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ সরকারিভাবে পাঁচ জনের মৃত্যু, 10 জন নিখোঁজ হওয়ার খবর জানানো হয়েছে ৷ প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বাকি নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে ৷ উদ্ধারকাজে সেনা ও বিমান বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। ইদুক্কির কঞ্জারে বন্যায় তাদের গাড়ি ভেসে যাওয়ার পর একটি শিশু-সহ দুই বাসিন্দা নিহত হয়েছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে, মানুষকে আগামী 24 ঘণ্টার জন্য অতিরিক্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে ৷ আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে এই ভারী বৃষ্টিপাত। দক্ষিণ ও মধ্য কেরালায় এখন ভারী বৃষ্টি হচ্ছে ৷ এছাড়াও উত্তর কেরালার জেলায়ও আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

আরও পড়ুন : টিপু সুলতান সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছিলেন এই পুকুরের জল খেয়ে ?

ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে পত্থনমথিট্টা, এর্নাকুলাম, কোট্টায়াম, ইদুক্কি, ত্রিচূড়, পলক্কড় জেলায়। এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, মলপ্পুরম, কোঝিকোড়, কোল্লাম, আলপ্পুঝা, পালাক্কড় ও ওয়ানাড়ে। জেলায় জেলায় একাধিক ত্রাণ শিবির তৈরি হয়েছে। রাজ্যের অনেকগুলি নদীতেই জল বইছে বিপদসীমার উপর দিয়ে । এর মধ্যে জলাধারগুলির জলের পরিমাণ অত্যাধিক বাড়তে থাকায় চিন্তা আরও বেড়েছে। বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

তিরুঅন্তপুরম, 16 অক্টোবর : প্রবল বৃষ্টিতে এখন পর্যন্ত কেরালায় পাঁচ জন প্রাণ হারিয়েছেন ৷ ইদুক্কির কঞ্জারে হঠাৎ বন্যায় গাড়ি ভেসে যাওয়ার পর এক শিশু-সহ দু'জনের মৃত্যু হয়েছে ৷ জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, কোট্টায়ামে ভূমি ধসে আটকা পড়া 13 জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷

এখন পর্যন্ত 10 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ সরকারিভাবে পাঁচ জনের মৃত্যু, 10 জন নিখোঁজ হওয়ার খবর জানানো হয়েছে ৷ প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বাকি নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে ৷ উদ্ধারকাজে সেনা ও বিমান বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। ইদুক্কির কঞ্জারে বন্যায় তাদের গাড়ি ভেসে যাওয়ার পর একটি শিশু-সহ দুই বাসিন্দা নিহত হয়েছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে, মানুষকে আগামী 24 ঘণ্টার জন্য অতিরিক্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে ৷ আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে এই ভারী বৃষ্টিপাত। দক্ষিণ ও মধ্য কেরালায় এখন ভারী বৃষ্টি হচ্ছে ৷ এছাড়াও উত্তর কেরালার জেলায়ও আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

আরও পড়ুন : টিপু সুলতান সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছিলেন এই পুকুরের জল খেয়ে ?

ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে পত্থনমথিট্টা, এর্নাকুলাম, কোট্টায়াম, ইদুক্কি, ত্রিচূড়, পলক্কড় জেলায়। এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, মলপ্পুরম, কোঝিকোড়, কোল্লাম, আলপ্পুঝা, পালাক্কড় ও ওয়ানাড়ে। জেলায় জেলায় একাধিক ত্রাণ শিবির তৈরি হয়েছে। রাজ্যের অনেকগুলি নদীতেই জল বইছে বিপদসীমার উপর দিয়ে । এর মধ্যে জলাধারগুলির জলের পরিমাণ অত্যাধিক বাড়তে থাকায় চিন্তা আরও বেড়েছে। বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.