বেঙ্গালুরু, 3 ফেব্রুয়ারি : এরোস্পেস জায়েন্ট হিন্দুস্থান এরোনটিকস লিমিটেডের সঙ্গে 48,000 কোটি টাকার চুক্তি সম্পন্ন করল ভারতীয় বায়ুসেনা। বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া শো-তে এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন, সম্ভবত এটি এখনও পর্যন্ত মেক ইন ইন্ডিয়ায় প্রতিরক্ষা দপ্তরের সবচেয়ে বড় চুক্তি।
বুধবার এশিয়ার এরোনটিকস ও প্রতিরক্ষা দপ্তরের প্রদর্শনী এরো ইন্ডিয়া শো-এর ত্রয়োদশতম সংস্করণের উদ্বোধন হয় বেঙ্গালুরুতে। কোভিড পরিস্থিতিতে এই প্রথম শুরু হওয়া এই শো চলবে তিনদিন। আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার ধ্বজা তুলে ধরে দেশের স্বশাসিত প্রতিরক্ষা সম্পদকে প্রদর্শন করা হয় এই শো-তে।
আরও পড়ুন: শক্তি বাড়ছে, বায়ুসেনার নজরে 1.3 কোটি টাকার 114 যুদ্ধবিমানের চুক্তি
এরো ইন্ডিয়া শোয়ের উদ্বোধনের দিনই সম্পাদিত হয় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ চুক্তি। এই চুক্তির মাধ্যমে দেশ পেতে চলেছে দেশে তৈরি 83টি যুদ্ধবিমান এলসিএ তেজস। এ বিষয়ে রাজনাথ জানিয়েছেন, ''তেজস শুধু দেশে তৈরি তাই নয়, এটি তার সমকক্ষ বিদেশি যুদ্ধবিমানগুলির থেকে অনেক এগিয়ে। এবং ওগুলির থেকে অনেক সস্তা। বিভিন্ন দেশ এই তেজসের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে।'' প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য দেশ আর অন্য দেশের উপর নির্ভরশীল থাকবে না বলেও জানান রাজনাথ।