ETV Bharat / bharat

অসমে বিজেপি, তামিলনাড়ুতে স্ট্যালিন, বামেদের হাতে কেরল - বিধানসভা নির্বাচন 2021

পুদুচেরিতে এন রঙ্গাস্বামীর এআইএনআরসি জোট 30টি আসনের মধ্যে 11টিতে এগিয়ে বিজেপি ৷ কংগ্রেস এগিয়ে 6টি আসনে ৷ তামিলনাড়ুর ফলাফল বলছে শাসক শিবির এআইএডিএমকে-র থেকে এগিয়ে রয়েছে ডিএমকে ৷

election
election
author img

By

Published : May 2, 2021, 3:16 PM IST

নয়াদিল্লি, 2 মে : পশ্চিমবঙ্গের পাশাপাশি বাকি চার রাজ্য অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালার নির্বাচনের ফলাফলে দিকেও গোটা দেশের নজর রয়েছে ৷ প্রথমেই আসা যাক কেরলে ৷ সেখানে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ জোট 140টি আসনের মধ্যে 90টিতে এগিয়ে ৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট 46টি আসনে এগিয়ে ৷

পুদুচেরিতে এন রঙ্গাস্বামীর এআইএনআরসি জোট 30টি আসনের মধ্যে 11টিতে এগিয়ে বিজেপি ৷ কংগ্রেস এগিয়ে 6টি আসনে ৷ তামিলনাড়ুর ফলাফল বলছে শাসক শিবির এআইএডিএমকে-র থেকে এগিয়ে রয়েছে ডিএমকে ৷ তারা ইতিমধ্যেই অর্ধেক আসনে এগিয়ে গিয়েছে ৷ এমকে স্ট্যালিনের ডিএমকে এবং তাদের জোটসঙ্গীরা 147টি আসনে এগিয়ে ৷ সেখানে এআইএডিএমকে এগিয়ে 97টি আসনে ৷ 10 বছর ধরে ক্ষমতায় নেই ডিএমকে ৷ জয়ললিতা এবং এম করুণানিধির মতো নেতাদের মৃত্যুর পর তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপটে এই ফলাফল খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : টুইটারে মমতাকে অভিনন্দন শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়ালের

সবশেষে আসা যাক অসমে ৷ পশ্চিমবঙ্গের মতোই ভোটের আগে অসমে বারবার গিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা ৷ সেখানে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ৷ 126টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 78টি আসনে ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে ৷

নয়াদিল্লি, 2 মে : পশ্চিমবঙ্গের পাশাপাশি বাকি চার রাজ্য অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালার নির্বাচনের ফলাফলে দিকেও গোটা দেশের নজর রয়েছে ৷ প্রথমেই আসা যাক কেরলে ৷ সেখানে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ জোট 140টি আসনের মধ্যে 90টিতে এগিয়ে ৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট 46টি আসনে এগিয়ে ৷

পুদুচেরিতে এন রঙ্গাস্বামীর এআইএনআরসি জোট 30টি আসনের মধ্যে 11টিতে এগিয়ে বিজেপি ৷ কংগ্রেস এগিয়ে 6টি আসনে ৷ তামিলনাড়ুর ফলাফল বলছে শাসক শিবির এআইএডিএমকে-র থেকে এগিয়ে রয়েছে ডিএমকে ৷ তারা ইতিমধ্যেই অর্ধেক আসনে এগিয়ে গিয়েছে ৷ এমকে স্ট্যালিনের ডিএমকে এবং তাদের জোটসঙ্গীরা 147টি আসনে এগিয়ে ৷ সেখানে এআইএডিএমকে এগিয়ে 97টি আসনে ৷ 10 বছর ধরে ক্ষমতায় নেই ডিএমকে ৷ জয়ললিতা এবং এম করুণানিধির মতো নেতাদের মৃত্যুর পর তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপটে এই ফলাফল খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : টুইটারে মমতাকে অভিনন্দন শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়ালের

সবশেষে আসা যাক অসমে ৷ পশ্চিমবঙ্গের মতোই ভোটের আগে অসমে বারবার গিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা ৷ সেখানে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ৷ 126টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 78টি আসনে ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.