ETV Bharat / bharat

লাইভ : কেরালায় ম্যাজিক ফিগার পার এলডিএফের

author img

By

Published : May 2, 2021, 9:33 AM IST

Updated : May 2, 2021, 5:31 PM IST

Assembly Election Result
ছবি

17:22 May 02

কেরালায় 81টি আসনে জয়ী বামফ্রন্ট ৷ 27টি আসনে জয়ী কংগ্রেস ৷ 

15:03 May 02

কেরালায় ইতিমধ্যে 45টি আসনে জয় তুলে নিয়েছে বামেরা ৷ অন্যদিকে কংগ্রেস এখনও পর্যন্ত জিতেছে 15টি আসন ৷ বামেরা আরও 55টি আসনে এগিয়ে আছে ৷ 

15:02 May 02

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত 144টি আসনে এগিয়ে ডিএমকে ৷ এডিএমকে এগিয়ে আছে 86টি আসনে ৷ 

15:00 May 02

অসমে 3টি আসনে জয়ী বিজেপি ৷ কংগ্রেসও জয়ী 3টি আসনে ৷ এখনও 73টি আসনে এগিয়ে বিজেপি 

12:35 May 02

পুদুচেরিতে 6টি আসনে জয় বিজেপির ৷ একটিতে জয় কংগ্রেসের ৷ 

12:24 May 02

কেরালায় 5টি আসনে জয় বাম প্রার্থীদের ৷ একটিতে জয়ী কংগ্রেস প্রার্থী ৷

12:03 May 02

ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিন কোলাথুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে ৷

11:57 May 02

মাক্কাল নিধি নাইয়ম প্রধান কমল হাসান কোয়াম্বাটুর দক্ষিণে এগিয়ে ৷

11:44 May 02

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 4 হাজার 53ভোটে এগিয়ে ৷

11:37 May 02

হাড্ডাহাড্ডি লড়াই চলছে তামিলনাড়ুতে ৷ এআইএডিএমকে এগিয়ে 99টি আসনে ৷ ডিএমকে এগিয়ে 134টি আসনে ৷ অনান্যরা এগিয়ে 1টি আসনে ৷ 

11:34 May 02

অসমে 78টি আসনে এগিয়ে বিজেপি ৷ কংগ্রেস এগিয়ে 46টি আসনে ৷ অনান্যরা এগিয়ে 2টি আসনে ৷

11:30 May 02

কেরালায় 92টি আসনে এগিয়ে বামেরা ৷ কংগ্রেস এগিয়ে 45টি আসনে ৷ বিজেপি এগিয়ে 4টি আসনে ৷ 

10:47 May 02

পুদুচেরিতে বিজেপি এগিয়ে 12টি আসনে। কংগ্রেস 4টি আসনে এগিয়ে। বিজেপির সরকার গড়ার ইঙ্গিত ৷ যদিও এখনও লড়াই চালাচ্ছে কংগ্রেস ৷  

10:40 May 02

মেট্রো ম্যান ই শ্রীধরন এগিয়ে রয়েছেন 3539 ভোটে ।

10:37 May 02

তামিলনাড়ুতেও লড়াই হাড্ডাহাড্ডি ৷ এআইএডিএমকে এগিয়ে 100টি আসনে ৷ অন্যদিকে ডিএমকে এগিয়ে 133টি আসনে ৷  

10:16 May 02

অসমের গণনা কেন্দ্রের কাছে একটি অব্যবহৃত ইভিএম পাওয়া গেল ৷ যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ৷ 

10:13 May 02

কেরালার বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন দুটি বিধানসভা কেন্দ্র মাঞ্জেস্বরাম ও কোন্নি থেকে পিছিয়ে ৷ 

10:01 May 02

পুদুচেরিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ৷ 7টি আসনে এগিয়ে বিজেপ, অন্যদিকে 6টি আসনে এগিয়ে কংগ্রেস ৷ 

09:52 May 02

পশ্চিমবঙ্গে 123টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি এগিয়ে 92টি আসনে ৷ তবে নন্দীগ্রামে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 

09:49 May 02

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত 106টি আসনে এগিয়ে ডিএমকে ৷ অন্যদিকে 69টি আসনে এগিয়ে এআইএডিএমকে ৷ অনান্যরা এগিয়ে 4টি আসনে ৷ 

09:47 May 02

কেরালায় বামেরা এগিয়ে 83টি আসনে ৷ কংগ্রেস এগিয়ে 54 ও অনান্যরা 4টি আসনে এগিয়ে আছে ৷ 

09:39 May 02

অসমে এগিয়ে বিজেপি, পিছিয়ে পড়ল কংগ্রেস ৷ এখনও পর্যন্ত বিজেপি 35টি আসনে এগিয়ে ৷ অন্যদিকে কংগ্রেস এগিয়ে 14টিতে ৷ অনান্যরা এগিয়ে 4টি আসনে ৷ 

09:29 May 02

বাংলার সঙ্গে অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও বিধানসভা নির্বাচনের গণনাপর্ব চলছে । প্রাথমিক ট্রেন্ডে অসমে এগিয়ে রয়েছে বিজেপি । কেরালায় এখনও পর্যন্ত বামেরা এগিয়ে ।

কেরালার আলাপুজ্জায় 12 টি আসনের মধ্যে মাত্র একটিতে এগিয়ে রয়েছে ইউডিএফ ।

09:28 May 02

মেট্রো ম্যান ই শ্রীধরন এগিয়ে রয়েছেন 2200 ভোটে ।

09:27 May 02

তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী ও পান্নেরসেলভাম বোদিনাইক্কানুর এগিয়ে রয়েছেন 363 ভোটে ।

09:26 May 02

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এগিয়ে রয়েছেন মাত্তানুর বিধানসভা কেন্দ্র থেকে ।

09:24 May 02

পালাক্কাড জেলার তিরথালায় এগিয়ে গেলেন এলডিএফ প্রার্থী এম বি রাজেশ । এতক্ষণ সেখানে এগিয়ে ছিলেন বিদায়ি বিধায়ক ভি টি বলরাম ।

09:20 May 02

তামিলনাড়ুর থোন্ডামুথুর বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনাকে কেন্দ্র করে গণনাকর্মী ও দলীয় এজেন্টদের মধ্যে বাদানুবাদ । বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় ভোটগণনা । পরে কোয়েম্বাটোর জেলার নির্বাচন আধিকারিকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । 

09:19 May 02

কেরালায় 19 টি আসনে এগিয়ে বাম জোট । ইউডিএফ এগিয়ে 8 টি আসনে ।

09:18 May 02

পুদুচেরিতে একটি করে আসনে এগিয়ে রয়েছে এলডিএফ এবং ইউপিএ ।

09:10 May 02

কেরালার পালাক্কাড থেকে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন মেট্রো ম্যান ই শ্রীধরন । তিনি এবার কেরালায় বিজেপির তারকা প্রার্থী ।

17:22 May 02

কেরালায় 81টি আসনে জয়ী বামফ্রন্ট ৷ 27টি আসনে জয়ী কংগ্রেস ৷ 

15:03 May 02

কেরালায় ইতিমধ্যে 45টি আসনে জয় তুলে নিয়েছে বামেরা ৷ অন্যদিকে কংগ্রেস এখনও পর্যন্ত জিতেছে 15টি আসন ৷ বামেরা আরও 55টি আসনে এগিয়ে আছে ৷ 

15:02 May 02

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত 144টি আসনে এগিয়ে ডিএমকে ৷ এডিএমকে এগিয়ে আছে 86টি আসনে ৷ 

15:00 May 02

অসমে 3টি আসনে জয়ী বিজেপি ৷ কংগ্রেসও জয়ী 3টি আসনে ৷ এখনও 73টি আসনে এগিয়ে বিজেপি 

12:35 May 02

পুদুচেরিতে 6টি আসনে জয় বিজেপির ৷ একটিতে জয় কংগ্রেসের ৷ 

12:24 May 02

কেরালায় 5টি আসনে জয় বাম প্রার্থীদের ৷ একটিতে জয়ী কংগ্রেস প্রার্থী ৷

12:03 May 02

ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিন কোলাথুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে ৷

11:57 May 02

মাক্কাল নিধি নাইয়ম প্রধান কমল হাসান কোয়াম্বাটুর দক্ষিণে এগিয়ে ৷

11:44 May 02

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 4 হাজার 53ভোটে এগিয়ে ৷

11:37 May 02

হাড্ডাহাড্ডি লড়াই চলছে তামিলনাড়ুতে ৷ এআইএডিএমকে এগিয়ে 99টি আসনে ৷ ডিএমকে এগিয়ে 134টি আসনে ৷ অনান্যরা এগিয়ে 1টি আসনে ৷ 

11:34 May 02

অসমে 78টি আসনে এগিয়ে বিজেপি ৷ কংগ্রেস এগিয়ে 46টি আসনে ৷ অনান্যরা এগিয়ে 2টি আসনে ৷

11:30 May 02

কেরালায় 92টি আসনে এগিয়ে বামেরা ৷ কংগ্রেস এগিয়ে 45টি আসনে ৷ বিজেপি এগিয়ে 4টি আসনে ৷ 

10:47 May 02

পুদুচেরিতে বিজেপি এগিয়ে 12টি আসনে। কংগ্রেস 4টি আসনে এগিয়ে। বিজেপির সরকার গড়ার ইঙ্গিত ৷ যদিও এখনও লড়াই চালাচ্ছে কংগ্রেস ৷  

10:40 May 02

মেট্রো ম্যান ই শ্রীধরন এগিয়ে রয়েছেন 3539 ভোটে ।

10:37 May 02

তামিলনাড়ুতেও লড়াই হাড্ডাহাড্ডি ৷ এআইএডিএমকে এগিয়ে 100টি আসনে ৷ অন্যদিকে ডিএমকে এগিয়ে 133টি আসনে ৷  

10:16 May 02

অসমের গণনা কেন্দ্রের কাছে একটি অব্যবহৃত ইভিএম পাওয়া গেল ৷ যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ৷ 

10:13 May 02

কেরালার বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন দুটি বিধানসভা কেন্দ্র মাঞ্জেস্বরাম ও কোন্নি থেকে পিছিয়ে ৷ 

10:01 May 02

পুদুচেরিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ৷ 7টি আসনে এগিয়ে বিজেপ, অন্যদিকে 6টি আসনে এগিয়ে কংগ্রেস ৷ 

09:52 May 02

পশ্চিমবঙ্গে 123টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি এগিয়ে 92টি আসনে ৷ তবে নন্দীগ্রামে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 

09:49 May 02

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত 106টি আসনে এগিয়ে ডিএমকে ৷ অন্যদিকে 69টি আসনে এগিয়ে এআইএডিএমকে ৷ অনান্যরা এগিয়ে 4টি আসনে ৷ 

09:47 May 02

কেরালায় বামেরা এগিয়ে 83টি আসনে ৷ কংগ্রেস এগিয়ে 54 ও অনান্যরা 4টি আসনে এগিয়ে আছে ৷ 

09:39 May 02

অসমে এগিয়ে বিজেপি, পিছিয়ে পড়ল কংগ্রেস ৷ এখনও পর্যন্ত বিজেপি 35টি আসনে এগিয়ে ৷ অন্যদিকে কংগ্রেস এগিয়ে 14টিতে ৷ অনান্যরা এগিয়ে 4টি আসনে ৷ 

09:29 May 02

বাংলার সঙ্গে অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও বিধানসভা নির্বাচনের গণনাপর্ব চলছে । প্রাথমিক ট্রেন্ডে অসমে এগিয়ে রয়েছে বিজেপি । কেরালায় এখনও পর্যন্ত বামেরা এগিয়ে ।

কেরালার আলাপুজ্জায় 12 টি আসনের মধ্যে মাত্র একটিতে এগিয়ে রয়েছে ইউডিএফ ।

09:28 May 02

মেট্রো ম্যান ই শ্রীধরন এগিয়ে রয়েছেন 2200 ভোটে ।

09:27 May 02

তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী ও পান্নেরসেলভাম বোদিনাইক্কানুর এগিয়ে রয়েছেন 363 ভোটে ।

09:26 May 02

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এগিয়ে রয়েছেন মাত্তানুর বিধানসভা কেন্দ্র থেকে ।

09:24 May 02

পালাক্কাড জেলার তিরথালায় এগিয়ে গেলেন এলডিএফ প্রার্থী এম বি রাজেশ । এতক্ষণ সেখানে এগিয়ে ছিলেন বিদায়ি বিধায়ক ভি টি বলরাম ।

09:20 May 02

তামিলনাড়ুর থোন্ডামুথুর বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনাকে কেন্দ্র করে গণনাকর্মী ও দলীয় এজেন্টদের মধ্যে বাদানুবাদ । বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় ভোটগণনা । পরে কোয়েম্বাটোর জেলার নির্বাচন আধিকারিকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । 

09:19 May 02

কেরালায় 19 টি আসনে এগিয়ে বাম জোট । ইউডিএফ এগিয়ে 8 টি আসনে ।

09:18 May 02

পুদুচেরিতে একটি করে আসনে এগিয়ে রয়েছে এলডিএফ এবং ইউপিএ ।

09:10 May 02

কেরালার পালাক্কাড থেকে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন মেট্রো ম্যান ই শ্রীধরন । তিনি এবার কেরালায় বিজেপির তারকা প্রার্থী ।

Last Updated : May 2, 2021, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.