ETV Bharat / bharat

Ashok Gehlot: 'ঈদে ছাগল কেনার মতো বিরোধী বিধায়ক কিনছে বিজেপি', দাবি গেহলতের - Gehlot accused BJP of poaching opposition MLAS

তিনি বলেন, "বিজেপির আচরণে গণতন্ত্রাতিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে । নির্বাচনী বন্ডের সাহায্যে বিধায়ক কিনে একের পর এক সরকার ফেলে দিচ্ছে বিজেপি । লোকে যেভাবে ঈদের সময় ছাগল কেনে সেভাবে বিজেপি বিধায়ক কিনছে । (Gehlot accused BJP of poaching opposition MLAS)"

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 31, 2022, 8:58 AM IST

Updated : Oct 31, 2022, 9:19 AM IST

আমেদাবাদ,31 অক্টোবর: গুজরাতের দলীয় সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা অশোক গেহলত । রাজস্থানের মুখ্যমন্ত্রীর দাবি, যেভাবে ঈদের সময় ছাগল কেনা হয় বিজেপি সেভাবে বিধায়ক কিনে নির্বাচিত সরকার ফেলতে চায় । তাঁর দাবি, টাকা দিয়ে বিজেপি অরুণাচল প্রদেশ থেকে শুরু করে কর্নাটক এবং মধ্যপ্রদেশ-সহ কয়েকটি জায়গায় সরকার ফেলে দিয়েছে । রাজস্থানেও তারা একই চেষ্টা করেছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে (Gehlot accused BJP of poaching opposition MLAS) ।

সবরকণ্ঠ জেলার ওই সভা থেকে তিনি বলেন,"বিজেপির আচরণে গণতন্ত্রাতিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে । নির্বাচনী বন্ডের সাহায্যে বিধায়ক কিনে একের পর এক সরকার ফেলে দিচ্ছে । লোকে যেভাবে ঈদের সময় ছাগল কেনে সেভাবে বিজেপি বিধায়ক কিনছে ।" মুখ্যমন্ত্রীর আরও দাবি বিভিন্ন রাজ্যে সরকার ফেলতে বিরোধী বিধায়কদের 35 কোটি টাকা করে দিয়েছি বিজেপি । রাজস্থানেও একই চেষ্টা হয়েছিল কিন্তু বিধায়করা একজোট থাকায় তা সম্ভব হয়নি ।

অতি সম্প্রতি জাতীয় রাজনীতিতে নতুন করে শিরোনামে এসেছিলেন অশোক । কংগ্রেস সভাপতি হওয়ার খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন । কিন্তু শেষমেশ সভাপতি হওযা হয়নি । মূলত তাঁর বদলে কে রাজস্থানের মুখ্যমন্ত্রী হবেন এই প্রশ্ন ঘিরেই জটিলতা তৈরি হয় । মরুরাজ্যে এখন অশোকের ডেপুটি সচিন পাইলট । কিন্তু তাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চাননি বেশিরভাগ বিধায়ক । এ নিয়েই জটিলতা দেখা যায় । 'এক নেতা, এক পদ' নীতির কারণে কংগ্রেস সভাপতি হলে রাজস্থানের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তেই হত । কিন্তু অশোকের পরে কে ? এই প্রশ্নের কোনও সর্বসম্মত উত্তর পাওয়া যায়নি । আর তাছাড়া কংগ্রেস বিধায়কদের এই আচরণ মানতে পারেননি দলের শীর্ষনেতারা । আর তাই শেষমেশ লড়াই থেকে সরে যান অশোক ।

আরও পড়ুন: সেতু বিপর্যয়ের ঘটনা মৃত বেড়ে শতাধিক, সিট গঠন সরকারের, কর্মসূচিতে বদল মোদির

আমেদাবাদ,31 অক্টোবর: গুজরাতের দলীয় সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা অশোক গেহলত । রাজস্থানের মুখ্যমন্ত্রীর দাবি, যেভাবে ঈদের সময় ছাগল কেনা হয় বিজেপি সেভাবে বিধায়ক কিনে নির্বাচিত সরকার ফেলতে চায় । তাঁর দাবি, টাকা দিয়ে বিজেপি অরুণাচল প্রদেশ থেকে শুরু করে কর্নাটক এবং মধ্যপ্রদেশ-সহ কয়েকটি জায়গায় সরকার ফেলে দিয়েছে । রাজস্থানেও তারা একই চেষ্টা করেছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে (Gehlot accused BJP of poaching opposition MLAS) ।

সবরকণ্ঠ জেলার ওই সভা থেকে তিনি বলেন,"বিজেপির আচরণে গণতন্ত্রাতিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে । নির্বাচনী বন্ডের সাহায্যে বিধায়ক কিনে একের পর এক সরকার ফেলে দিচ্ছে । লোকে যেভাবে ঈদের সময় ছাগল কেনে সেভাবে বিজেপি বিধায়ক কিনছে ।" মুখ্যমন্ত্রীর আরও দাবি বিভিন্ন রাজ্যে সরকার ফেলতে বিরোধী বিধায়কদের 35 কোটি টাকা করে দিয়েছি বিজেপি । রাজস্থানেও একই চেষ্টা হয়েছিল কিন্তু বিধায়করা একজোট থাকায় তা সম্ভব হয়নি ।

অতি সম্প্রতি জাতীয় রাজনীতিতে নতুন করে শিরোনামে এসেছিলেন অশোক । কংগ্রেস সভাপতি হওয়ার খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন । কিন্তু শেষমেশ সভাপতি হওযা হয়নি । মূলত তাঁর বদলে কে রাজস্থানের মুখ্যমন্ত্রী হবেন এই প্রশ্ন ঘিরেই জটিলতা তৈরি হয় । মরুরাজ্যে এখন অশোকের ডেপুটি সচিন পাইলট । কিন্তু তাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চাননি বেশিরভাগ বিধায়ক । এ নিয়েই জটিলতা দেখা যায় । 'এক নেতা, এক পদ' নীতির কারণে কংগ্রেস সভাপতি হলে রাজস্থানের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তেই হত । কিন্তু অশোকের পরে কে ? এই প্রশ্নের কোনও সর্বসম্মত উত্তর পাওয়া যায়নি । আর তাছাড়া কংগ্রেস বিধায়কদের এই আচরণ মানতে পারেননি দলের শীর্ষনেতারা । আর তাই শেষমেশ লড়াই থেকে সরে যান অশোক ।

আরও পড়ুন: সেতু বিপর্যয়ের ঘটনা মৃত বেড়ে শতাধিক, সিট গঠন সরকারের, কর্মসূচিতে বদল মোদির

Last Updated : Oct 31, 2022, 9:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.