নয়াদিল্লি, 30 অক্টোবর : আজ উপনির্বাচন চলছে সারা দেশজুড়ে ৷ দেশের 3টি লোকসভা কেন্দ্র (Parliamentary Constituency) এবং 30টি রাজ্য বিধানসভা কেন্দ্রে (Assembly Constituency) ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির দাদরা ও নগর হাভেলি (Dadra and Nagar Haveli), মধ্যপ্রদেশের খান্ডোয়া (Khandwa) এবং হিমাচলপ্রদেশের মান্ডি (Mandi) লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷ পশ্চিমবঙ্গ-সহ 14টি রাজ্যের 30টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে ৷ ভোটগণনা 2 নভেম্বর হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India, ECI) ৷ বুধবার বিকেলে সব কেন্দ্রে নির্বাচনী প্রচার শেষ হয়েছে ৷
দাদরা ও নগর হাভেলির নির্দল সাংসদ মোহন দেলকরের (Mohanbhai Sanjibhai Delkar) মৃত্যুতে এই কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷ এই কেন্দ্রে লড়াই শিবসেনা (Shiv Sena), কংগ্রেস (Congress) এবং বিজেপির (BJP) মধ্যে ৷ এ বছর মার্চে হিমাচলপ্রদেশের মান্ডির বিজেপি সাংসদ রামস্বরূপ শর্মা (Ram Swaroop Sharma) মারা যান ৷ এই কেন্দ্রের শূন্যস্থান পূরণে উপনির্বাচন হচ্ছে এখানে ৷ একই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডোয়ায় (Khandwa) ৷ সেখানে বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহান (Nand Kumar Singh Chauhan) মারা যাওয়ায় উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
অসমের গোঁসাইগাঁও (Gossaigaon), ভবানীপুর (Bhabanipur), তামুলপুর (Tamulpur), মারিয়ানি (Mariani), থাওড়া (Thowra) বিধানসভা কেন্দ্রে ভোট চলছে ৷ বিহারের কুশেশ্বর আস্থান (Kusheshwar Asthan), তারাপুর (Tarapur) বিধানসভা কেন্দ্রে ভোট শুরু হয়েছে ৷ এখানে দু‘টো আসনে 17 জন প্রার্থীর দাঁড়িয়েছেন ৷ জোরদার লড়াই লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) আরজেডি (Rashtriya Janata Dal, RJD) আর নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড)-এর (JD(U)) মধ্যে ৷
আরও পড়ুন : WB ByPolls : শান্তিপুরের মানুষ শান্তি চায়, তাই বিজেপিই জিতবে ; বলছেন পদ্মপ্রার্থী নিরঞ্জন বিশ্বাস
হরিয়ানার এলিনাবাদ বিধানসভা কেন্দ্রে (Ellenabad Assembly Constituency) ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল 7 টায় ৷ 19 জন প্রার্থী দাঁড়িয়েছেন এই কেন্দ্রে ৷ এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে রয়েছে আইএনএলডি (INLD), বিজেপি-জেজেপি জোট (BJP-JJP Alliance) আর কংগ্রেস (Congress) ৷ হিমাচল প্রদেশের সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে মান্ডি লোকসভা কেন্দ্র-সহ ফতেপুর (Fatehpur), আরকি (Arki), জুব্বাল-কোটখাই (Jubbal-Kotkhai) বিধানসভা কেন্দ্রে ৷ জুব্বাল-কোটখাই ছাড়া বাকি কেন্দ্রগুলিতে ভোটযুদ্ধে মুখোমুখি বিজেপি-কংগ্রেস ৷ রাজস্থানের ধাড়িয়াওয়াড় (Dhariyawad) আর বল্লভনগর (Vallabhnagar) বিধানসভা কেন্দ্রে ভোট চলছে ৷ ধাড়িয়াওয়াড়ের বিজেপি বিধায়ক গৌতমলাল মিনা (Gautam Lal Meena) এবং বল্লভনগরের কংগ্রেস বিধায়ক গজেন্দ্র সিং শক্তাওয়াত (Gajendra Singh Shaktawat) মারা যাওয়ায় এই কেন্দ্র দু'টিতে উপনির্বাচন চলছে ৷
মধ্যপ্রদেশের খান্ডোয়া (Khandwa) লোকসভা কেন্দ্রে উপনির্বাচন-সহ সতনার রায়গাঁও (Raigaon), আলিরাজপুরের জোবাট (Jobat) এবং নিওয়ারি জেলার পৃথ্বীপুর (Prithvipur) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে ৷ এখানেও সম্মুখ সমরে বিজেপি ও কংগ্রেস ৷ মহারাষ্ট্রে শুধুমাত্র দেগলুর (Deglur) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷ এখানেও বিজেপি ও কংগ্রেসের মধ্যো লড়াই জোরদার ৷ অন্ধ্রপ্রদেশের বাদভেল (Badvel) বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র উপনির্বাচন চলছে ৷ কর্নাটকের সিন্দগি (Sindgi) আর হাঙ্গাল (Hangal) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷ তেলেঙ্গানার হুজুরাবাদ (Huzurabad) বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই টিআরএস (TRS), বিজেপি (BJP) আর কংগ্রেসের (Congress) মধ্যে ৷ মেঘালয়ের মাওরিংনেঙ্গ (Mawryngkneng), মাওফালাং (Mawphlang) এবং রাজবালা (Rajabala) বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ৷ মিজোরামের তপশিলি উপজাতির (Scheduled Tribe) জন্য সংরক্ষিত তুইরিয়াল (Tuirial) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে ৷
নাগাল্যান্ডে শুধুমাত্র শামতোর-চেশোরে (Shamtorr-Chessore) উপনির্বাচন হচ্ছে ৷
আরও পড়ুন : WB ByPolls : ভোট শুরু হতেই একাধিক অভিযোগে সরব দিনহাটার বিজেপি প্রার্থী
এরাজ্যে কোচবিহারের দিনহাটা (Dinhata), নদিয়ার শান্তিপুর (Shantipur), উত্তর 24 পরগনার খড়দা (Khardah) এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা (Gosaba), 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েছে ৷ সব ক'টি কেন্দ্রেই লড়াই বিজেপি, তৃণমূলের মধ্যে ৷