ETV Bharat / bharat

Bus Accident in Uttarakhand: উলটে গেল তীর্থযাত্রী বোঝাই বাস, আহত 29

উত্তরাখণ্ডে তীর্থযাত্রী বোঝাই বাস উলটে গেল ৷ আহত হয়েছে কমপক্ষে 29 জন তীর্থযাত্রী । পূর্ণগিরি ধাম দর্শনের পথে এই দুর্ঘটনা ঘটে ৷ সকলে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক ৷

author img

By

Published : Apr 18, 2023, 3:12 PM IST

Bus Accident in Uttarakhand
তীর্থযাত্রী বোঝাই বাস

খাটিমা (উত্তরাখণ্ড), 18 এপ্রিল: মঙ্গলবার ভোররাতে উত্তরাখণ্ডে উলটে গেল তীর্থযাত্রী বোঝাই বাস ৷ এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 29 জন ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রুদ্রপুর জেলার চাকরপুর বাইপাসে ৷ সকল তীর্থযাত্রীরা বাসে করে টনকপুর পূর্ণগিরি ধাম দর্শন করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে । আহত সকলকে খাটিমা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ তাদের মধ্যে একজন দর্শনার্থীর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্য হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা । জানা গিয়েছে, বাসে মোট 57 জন যাত্রী ছিল ৷ যার মধ্যে 50 জন প্রাপ্তবয়স্ক এবং 7 জন শিশু ।

সূত্রের খবর, সিতারগঞ্জ থেকে বাসটি পূর্ণগিরি ধামের দিকে যাচ্ছিল ৷ তীর্থযাত্রী বোঝাই ওই বাস চাকরপুর বাইপাসের কাছে দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় আহত 29 জনকে স্থানীয় লোকজন খাটিমা মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা । চালকের বিরুদ্ধে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ করেছেন বাসে থাকা যাত্রীরা ।

তীর্থযাত্রীরা জানান, মাতা পূর্ণগিরি দর্শন করতে সিতারগঞ্জ থেকে টনকপুর যাচ্ছিলেন সবাই । খাটিমা পার হওয়ার সময় চাকরপুর বাইপাসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । দুর্ঘটনার পর বাসে হৈ চৈ পড়ে যায় । ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে আহতদের হাসপাতালে ভরতি করে । আজ ভোর রাতে এই ঘটনা ঘটে বলে তারা জানান ।

এই বিষয়ে উপজেলা হাসপাতাল খাটিমার চিকিৎসক বিপি সিং জানিয়েছেন, আহতদের মধ্যে শিশু, বৃদ্ধ ও মহিলারা রয়েছেন । যাদের চোট লাগা অবস্থায় হাসপাতালে আনা হয়েছে । সবার চিকিৎসা চলছে । পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার ৷ দুর্ঘটনার পর থেকে চালক পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: মহিলা খনি পরিদর্শককে বেধড়ক মারধর মাফিয়াদের, ভয়ে পালাল পটনা পুলিশ

খাটিমা (উত্তরাখণ্ড), 18 এপ্রিল: মঙ্গলবার ভোররাতে উত্তরাখণ্ডে উলটে গেল তীর্থযাত্রী বোঝাই বাস ৷ এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 29 জন ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রুদ্রপুর জেলার চাকরপুর বাইপাসে ৷ সকল তীর্থযাত্রীরা বাসে করে টনকপুর পূর্ণগিরি ধাম দর্শন করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে । আহত সকলকে খাটিমা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ তাদের মধ্যে একজন দর্শনার্থীর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্য হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা । জানা গিয়েছে, বাসে মোট 57 জন যাত্রী ছিল ৷ যার মধ্যে 50 জন প্রাপ্তবয়স্ক এবং 7 জন শিশু ।

সূত্রের খবর, সিতারগঞ্জ থেকে বাসটি পূর্ণগিরি ধামের দিকে যাচ্ছিল ৷ তীর্থযাত্রী বোঝাই ওই বাস চাকরপুর বাইপাসের কাছে দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় আহত 29 জনকে স্থানীয় লোকজন খাটিমা মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা । চালকের বিরুদ্ধে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ করেছেন বাসে থাকা যাত্রীরা ।

তীর্থযাত্রীরা জানান, মাতা পূর্ণগিরি দর্শন করতে সিতারগঞ্জ থেকে টনকপুর যাচ্ছিলেন সবাই । খাটিমা পার হওয়ার সময় চাকরপুর বাইপাসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । দুর্ঘটনার পর বাসে হৈ চৈ পড়ে যায় । ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে আহতদের হাসপাতালে ভরতি করে । আজ ভোর রাতে এই ঘটনা ঘটে বলে তারা জানান ।

এই বিষয়ে উপজেলা হাসপাতাল খাটিমার চিকিৎসক বিপি সিং জানিয়েছেন, আহতদের মধ্যে শিশু, বৃদ্ধ ও মহিলারা রয়েছেন । যাদের চোট লাগা অবস্থায় হাসপাতালে আনা হয়েছে । সবার চিকিৎসা চলছে । পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার ৷ দুর্ঘটনার পর থেকে চালক পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: মহিলা খনি পরিদর্শককে বেধড়ক মারধর মাফিয়াদের, ভয়ে পালাল পটনা পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.