ETV Bharat / bharat

দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে

Jawan kills wife: বিহারের জেহানাবাদে জওয়ানের বিরুদ্ধে প্রথম পক্ষের স্ত্রীকে রাস্তার মধ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠল । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, তিনি নিহতের ভাইয়ের বন্ধু ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 1:41 PM IST

জেহানাবাদ, 5 জানুয়ারি: প্রথম পক্ষের স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল জওয়ানের বিরুদ্ধে ৷ বিহারের ঘোসি জেহানাবাদ সড়কের কদারুয়া ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতের কাজ সেরে স্কুটিতে চড়ে ফিরছিলেন রুচি কুমারী, তাঁর ভাইয়ের বন্ধু উদয় কুমার এবং মা প্রতিমা দেবী ৷ কদারুয়া ব্রিজের কাছে পৌঁছতেই অভিযুক্ত জওয়ান গৌরব কুমার ও তার পরিচিত আরও 3 জন তাঁদের পথ আটকান বলে অভিযোগ ৷ এরপর গৌরব কুমার তিনজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন ৷ জানা যায়, গৌরব কুমার রুচির স্বামী ৷

কাকো থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা অজিত কুমার জানান, একটি মহিলাকে খুন করা হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷" তিনি আরও জানান, রুচি কুমারী গুলিবিদ্ধ হয়েছেন ৷ অভিযুক্ত গৌরবের বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

গুলিতে মহিলার মৃত্যু: চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই তাঁর মৃত্য়ু হয়েছে । উদয় কুমার গুরুতর আহত হন । অভিযোগ, ঘটনার পর বাইকে করে পালিয়ে যান অভিযুক্ত জওয়ান । রাস্তায় গুলি চালানোর ঘটনা ঘটেছে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ গুরুতর জখম অবস্থায় চিকিৎসকরা উদয় কুমারকে পিএমসিএইচে স্থানান্তরিত করেন ৷

এই ঘটনা প্রসঙ্গে মৃত রুচি কুমারীর মা প্রতিমা দেবী বলেন, "আমার মেয়েকে গৌরব কুমার গুলি করেছে ৷ 2022 সালে আমার মেয়ের সঙ্গে গৌরব কুমারের বিয়ে হয় ৷ সম্প্রতি গৌরব আরও একটি বিয়ে করে ৷ সেই থেকে অশান্তি শুরু হয় ৷"

তিনি আরও জানান, ওই সেনা জওয়ান আগেও কয়েকবার রুচি কুমারীকে খুনের হুমকি দিয়েছিল ৷ তাই তাঁরা গ্রাম ছেড়ে ইসলামপুরে গিয়ে বসবাস করছিলেন ৷

2022 সালে বিয়ে হয়েছিল: জানা গিয়েছে, হুলাসগঞ্জ থানা এলাকার কোকারসা গ্রামের বাসিন্দা রুচি কুমারী ৷ 2022 সালে তিরওয়া গ্রামের বাসিন্দা গৌরব কুমারের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ বিয়ের পর প্রথম দিকে দু’জনে ভালোই ছিলেন ৷ তবে সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি হতে শুরু করে ৷ মাঝে মাঝেই তাঁরা আলাদা থাকতেন ৷ এর মধ্যে গৌরব কুমার দ্বিতীয়বার বিয়ে করেন ৷ এরপর প্রথম স্ত্রী রুচিরা এই নিয়ে গৌরবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ৷ এমনকি তিনি সেনা বিভাগেও অভিযোগ করেন ৷ এরপর রুচি কুমারীকে টাকা দেওয়ার জন্য ওই জওয়ানকে নির্দেশ দেয় আদালত ৷ অনুমান, সেই কারণেই প্রথম স্ত্রী রুচিরার উপর ক্ষোভ ছিল গৌরবের ৷ হয়তো সেই কারণেই স্ত্রীর উপর হামলা চালান তিনি ৷

আরও পড়ুন :

  1. দাদাকে স্কুলবাসে তুলতে গিয়ে চাকায় পিষ্ট, মৃত্যু দেড় বছরের শিশুর
  2. আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগ, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যোগিন্দারের নামে এফআইআর
  3. ভুয়ো এনকাউন্টার মামলায় প্রাক্তন মডেলকে গুলি করে খুন

জেহানাবাদ, 5 জানুয়ারি: প্রথম পক্ষের স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল জওয়ানের বিরুদ্ধে ৷ বিহারের ঘোসি জেহানাবাদ সড়কের কদারুয়া ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতের কাজ সেরে স্কুটিতে চড়ে ফিরছিলেন রুচি কুমারী, তাঁর ভাইয়ের বন্ধু উদয় কুমার এবং মা প্রতিমা দেবী ৷ কদারুয়া ব্রিজের কাছে পৌঁছতেই অভিযুক্ত জওয়ান গৌরব কুমার ও তার পরিচিত আরও 3 জন তাঁদের পথ আটকান বলে অভিযোগ ৷ এরপর গৌরব কুমার তিনজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন ৷ জানা যায়, গৌরব কুমার রুচির স্বামী ৷

কাকো থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা অজিত কুমার জানান, একটি মহিলাকে খুন করা হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷" তিনি আরও জানান, রুচি কুমারী গুলিবিদ্ধ হয়েছেন ৷ অভিযুক্ত গৌরবের বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

গুলিতে মহিলার মৃত্যু: চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই তাঁর মৃত্য়ু হয়েছে । উদয় কুমার গুরুতর আহত হন । অভিযোগ, ঘটনার পর বাইকে করে পালিয়ে যান অভিযুক্ত জওয়ান । রাস্তায় গুলি চালানোর ঘটনা ঘটেছে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ গুরুতর জখম অবস্থায় চিকিৎসকরা উদয় কুমারকে পিএমসিএইচে স্থানান্তরিত করেন ৷

এই ঘটনা প্রসঙ্গে মৃত রুচি কুমারীর মা প্রতিমা দেবী বলেন, "আমার মেয়েকে গৌরব কুমার গুলি করেছে ৷ 2022 সালে আমার মেয়ের সঙ্গে গৌরব কুমারের বিয়ে হয় ৷ সম্প্রতি গৌরব আরও একটি বিয়ে করে ৷ সেই থেকে অশান্তি শুরু হয় ৷"

তিনি আরও জানান, ওই সেনা জওয়ান আগেও কয়েকবার রুচি কুমারীকে খুনের হুমকি দিয়েছিল ৷ তাই তাঁরা গ্রাম ছেড়ে ইসলামপুরে গিয়ে বসবাস করছিলেন ৷

2022 সালে বিয়ে হয়েছিল: জানা গিয়েছে, হুলাসগঞ্জ থানা এলাকার কোকারসা গ্রামের বাসিন্দা রুচি কুমারী ৷ 2022 সালে তিরওয়া গ্রামের বাসিন্দা গৌরব কুমারের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ বিয়ের পর প্রথম দিকে দু’জনে ভালোই ছিলেন ৷ তবে সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি হতে শুরু করে ৷ মাঝে মাঝেই তাঁরা আলাদা থাকতেন ৷ এর মধ্যে গৌরব কুমার দ্বিতীয়বার বিয়ে করেন ৷ এরপর প্রথম স্ত্রী রুচিরা এই নিয়ে গৌরবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ৷ এমনকি তিনি সেনা বিভাগেও অভিযোগ করেন ৷ এরপর রুচি কুমারীকে টাকা দেওয়ার জন্য ওই জওয়ানকে নির্দেশ দেয় আদালত ৷ অনুমান, সেই কারণেই প্রথম স্ত্রী রুচিরার উপর ক্ষোভ ছিল গৌরবের ৷ হয়তো সেই কারণেই স্ত্রীর উপর হামলা চালান তিনি ৷

আরও পড়ুন :

  1. দাদাকে স্কুলবাসে তুলতে গিয়ে চাকায় পিষ্ট, মৃত্যু দেড় বছরের শিশুর
  2. আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগ, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যোগিন্দারের নামে এফআইআর
  3. ভুয়ো এনকাউন্টার মামলায় প্রাক্তন মডেলকে গুলি করে খুন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.