ETV Bharat / bharat

সাউদার্ন কমান্ড পরিদর্শনে সেনাপ্রধান, উদ্বোধন করলেন হাসপাতাল - সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড

এদিন তিনি পুনে মিলিটারি স্টেশনে একটি কমান্ড হাসপাতালের উদ্বোধন করেন। ওই হাসপাতালে মূলত সেনাবাহিনী বর্তমান ও অবসরপ্রাপ্ত জওয়ান-আধিকারিকদের চিকিৎসা হবে।

Army Chief General Naravane visits Southern Command HQ, discusses operational issues
সাউদার্ন কমান্ড পরিদর্শনে সেনাপ্রধান, উদ্বোধন করলেন হাসপাতাল
author img

By

Published : Jan 8, 2021, 8:46 PM IST

পুনে, 8 জানুয়ারি: প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ে পরিদর্শনের জন্য শুক্রবার পুনেতে অবস্থিত সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডে যান সেনাপ্রধান জেনেরাল এমএম নারাভানে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সেনাপ্রধানকে সাউদার্ন কমান্ডের মানবিক কাজগুলির বিষয়ে অবগত করা হয়েছে। বিভিন্ন বিপর্যয়ের সময়ে যে ত্রাণ ও উদ্ধারকাজ করে সেনা, সেগুলিই এর মধ্যে উল্লিখিত ছিল। স্বাভাবিকভাবেই সেখানে উঠে এসেছে কোভিড-19 সংক্রান্ত কাজের প্রসঙ্গও। সেনাপ্রধানও কোভিড পরিস্থিতিতে ভালো কাজ করার জন্য সাউদার্ন কমান্ডের প্রশংসা করেছেন।

সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের তরফে যে ধরনের উদ্যোগগুলি নেওয়া হয় এবং বাহিনী ও তাদের পরিবারের সদস্যদের পাশে থাকতে যে কাজগুলি করা হয়, তার জন্যও নারাভানের কাছে প্রশংসিত হয়েছে এই কমান্ড।

আরও পড়ুন: 256 জন যাত্রী নিয়ে ইংল্যান্ড থেকে দিল্লি পৌঁছাল এয়ার ইন্ডিয়ার বিমান

এদিকে এদিন তিনি পুনে মিলিটারি স্টেশনে একটি কমান্ড হাসপাতালের উদ্বোধন করেন। ওই হাসপাতালে মূলত সেনাবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত জওয়ান-আধিকারিকদের চিকিৎসা হবে।

পুনে, 8 জানুয়ারি: প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ে পরিদর্শনের জন্য শুক্রবার পুনেতে অবস্থিত সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডে যান সেনাপ্রধান জেনেরাল এমএম নারাভানে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সেনাপ্রধানকে সাউদার্ন কমান্ডের মানবিক কাজগুলির বিষয়ে অবগত করা হয়েছে। বিভিন্ন বিপর্যয়ের সময়ে যে ত্রাণ ও উদ্ধারকাজ করে সেনা, সেগুলিই এর মধ্যে উল্লিখিত ছিল। স্বাভাবিকভাবেই সেখানে উঠে এসেছে কোভিড-19 সংক্রান্ত কাজের প্রসঙ্গও। সেনাপ্রধানও কোভিড পরিস্থিতিতে ভালো কাজ করার জন্য সাউদার্ন কমান্ডের প্রশংসা করেছেন।

সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের তরফে যে ধরনের উদ্যোগগুলি নেওয়া হয় এবং বাহিনী ও তাদের পরিবারের সদস্যদের পাশে থাকতে যে কাজগুলি করা হয়, তার জন্যও নারাভানের কাছে প্রশংসিত হয়েছে এই কমান্ড।

আরও পড়ুন: 256 জন যাত্রী নিয়ে ইংল্যান্ড থেকে দিল্লি পৌঁছাল এয়ার ইন্ডিয়ার বিমান

এদিকে এদিন তিনি পুনে মিলিটারি স্টেশনে একটি কমান্ড হাসপাতালের উদ্বোধন করেন। ওই হাসপাতালে মূলত সেনাবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত জওয়ান-আধিকারিকদের চিকিৎসা হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.