ETV Bharat / bharat

Arjun Kapoor Insta Post: মা সোনমকে নিয়ে আদুরে পোস্ট ভাই অর্জুনের, পালটা কী বললেন অভিনেত্রী - অর্জুন কাপুর

সদ্য মা-বাবা হয়েছেন সোনম কাপুর (New Mommy Sonam Kapoor) ও আনন্দ আহুজা ৷ 20 অগস্ট পুত্র সন্তানের জন্ম দেন সোনম ৷ এরপরেই মা সোনমের সঙ্গে নিজের ছবি দিয়ে জানালেন অর্জুন (Arjun Kapoor) তাঁর বোন বড় হয়ে গিয়েছে ৷

Arjun Kapoor posts an adorable picture with new mommy Sonam Kapoor
Arjun Kapoor posts an adorable picture with new mommy Sonam Kapoor
author img

By

Published : Sep 4, 2022, 10:12 PM IST

মুম্বই, 4 সেপ্টেম্বর: বোন সোনমকে নিয়ে মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করলেন তুতো-ভাই অর্জুন কাপুর (Arjun Kapoor) ৷ সদ্য মা হয়েছেন এই বলিউড অভিনেত্রী ৷ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনিল-কন্যা, আর সেটা যেন বিশ্বাসই করতে পারছেন না ভাই অর্জুন। অভিনেতার মনেই হয় না যে, তাঁর বোন এত বড় হয়ে গিয়েছে ৷

এদিন অর্জুন কাপুর তাঁর সোশ্যাল মিডিয়ায় সোনমকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "দেখ কে বড় হয়ে গিয়েছে এবং এক সন্তানের মা হয়ে গিয়েছে ৷ আর সেটা তুমি সোনম ৷ আমি ভাবতেই পাড়ছি না এটা তুমি ৷"

সম্ভবত ছবিটি কফি উইথ করণের সেটে তোলা হয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, গর্ভবতী সোনম ভাই অর্জুন কাপুরের সঙ্গে বসে হাসছেন ৷ যেখানে সোনমকে একটি কালো রঙের পোশাকে অসাধারণ সুন্দরী লাগছে ৷ পাশে বসে অর্জুনও বোনকে কম টেক্কা দিচ্ছেন না ৷ খয়েরি রঙের স্যুটে পুরো জেন্টলমেন্ট লুকে এক ভিলেন-2 অভিনেতা ৷ আর ভাই'য়ের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করা থেকে কি বিরত থাকতে পারেন সোনম (Sonam Kapoor) ? তিনি লেখেন, খুব সুন্দর ৷ আমার খুব পছন্দ হয়েছে ৷

Arjun Sonam Picture
মা সোনমকে নিয়ে আদুরে পোস্ট ভাই অর্জুনের

আরও পড়ুন: কবে আসছে রশ্মিকা-বিগ বি'র গুডবাই ? জানালেন নায়িকা

প্রসঙ্গত, সদ্য মা-বাবা হয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা ৷ 20 অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ৷ সদ্যজাতর মুখ ঢেকে সেই ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন সোনমের বোন রিয়া কাপুর ৷

মুম্বই, 4 সেপ্টেম্বর: বোন সোনমকে নিয়ে মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করলেন তুতো-ভাই অর্জুন কাপুর (Arjun Kapoor) ৷ সদ্য মা হয়েছেন এই বলিউড অভিনেত্রী ৷ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনিল-কন্যা, আর সেটা যেন বিশ্বাসই করতে পারছেন না ভাই অর্জুন। অভিনেতার মনেই হয় না যে, তাঁর বোন এত বড় হয়ে গিয়েছে ৷

এদিন অর্জুন কাপুর তাঁর সোশ্যাল মিডিয়ায় সোনমকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "দেখ কে বড় হয়ে গিয়েছে এবং এক সন্তানের মা হয়ে গিয়েছে ৷ আর সেটা তুমি সোনম ৷ আমি ভাবতেই পাড়ছি না এটা তুমি ৷"

সম্ভবত ছবিটি কফি উইথ করণের সেটে তোলা হয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, গর্ভবতী সোনম ভাই অর্জুন কাপুরের সঙ্গে বসে হাসছেন ৷ যেখানে সোনমকে একটি কালো রঙের পোশাকে অসাধারণ সুন্দরী লাগছে ৷ পাশে বসে অর্জুনও বোনকে কম টেক্কা দিচ্ছেন না ৷ খয়েরি রঙের স্যুটে পুরো জেন্টলমেন্ট লুকে এক ভিলেন-2 অভিনেতা ৷ আর ভাই'য়ের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করা থেকে কি বিরত থাকতে পারেন সোনম (Sonam Kapoor) ? তিনি লেখেন, খুব সুন্দর ৷ আমার খুব পছন্দ হয়েছে ৷

Arjun Sonam Picture
মা সোনমকে নিয়ে আদুরে পোস্ট ভাই অর্জুনের

আরও পড়ুন: কবে আসছে রশ্মিকা-বিগ বি'র গুডবাই ? জানালেন নায়িকা

প্রসঙ্গত, সদ্য মা-বাবা হয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা ৷ 20 অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ৷ সদ্যজাতর মুখ ঢেকে সেই ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন সোনমের বোন রিয়া কাপুর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.