ETV Bharat / bharat

Caste Certificate for Canine: আধার-সহ টমির জাতি শংসাপত্রের আবেদন ! গয়ার ঘটনায় চোখ কপালে আধিকারিকদের - Caste Certificate for Canine

বিহারের গয়ায় কুকুরের জাতি শংসাপত্রের আবেদন জমা পড়ল অনলাইনে (Cast Certificate for Canine) ৷ বিহারে জাতি ভিত্তিক জনগণনা শুরু হওয়ার পর এমনই একটি আবেদনপত্র ঘিরে হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে ৷

Caste Certificate for Canine ETV BHARAT
Caste Certificate for Canine
author img

By

Published : Feb 4, 2023, 11:28 AM IST

Updated : Feb 4, 2023, 1:29 PM IST

গয়া (বিহার), 4 ফেব্রুয়ারি: কুকুরের জাতি শংসাপত্র চেয়ে আবেদন ! পরিচয়ের প্রমাণ হিসেবে দেওয়া হল আধার কার্ডও ৷ এমনই আজব অভিজ্ঞতা হল বিহারের গয়া জেলার গুরারু ব্লক অফিসেরা আধিকারিকদের ৷ এক ব্যক্তি তাঁর পোষ্যের জাতি শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন করেছেন (Application for Canine Cast Certificate with Aadhaar Attachment) ৷ সেই আবেদনপত্র দেখে চোখ কপালে উঠেছে সরকারি আধিকারিকদের ৷ ‘টমি’ নামে এক কুকুর তাঁর জাতি শংসাপত্র চেয়ে নাকি অনলাইনে আবেদন করেছেন ৷ আর পরিচয়পত্র হিসেবে জমা দেওয়া হয়েছে সেই পোষ্যের আধার কার্ড ৷

গয়া জেলার গুরারু ব্লক অফিসের আধিকারিকরা সেই আবেদনপত্র খারিজ করে দিয়েছেন ৷ পাশাপাশি, যে ব্যক্তি এই আবেদনটি করেছেন তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, ওই আধার কার্ডটির সঙ্গে একটি মোবাইল নম্বর সংযুক্ত ছিল ৷ সরকারি আধিকারিকরা ট্রু কলার অ্যাপলিকেশনের সাহায্যে জেনেছেন ফোন নম্বরটি রাজা বাবু নামে এক ব্যক্তির ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

গুরারুের সার্কেল অফিসার সঞ্জীব কুমার ত্রিবেদী বলেন, "রাজ্যে জাতি ভিত্তিক জনগণনা শুরু হয়েছে ৷ তারপরেই টমি নামে এক কুকুরের আধার কার্ড-সহ জাতি শংসাপত্রের অনলাইন আবেদনপত্র জমা পড়ে গুরারু জোনাল অফিসে ৷ ওই আধার কার্ডে একটি কুকুরের ছবি দেওয়া ছিল ৷ আর নামের জায়গায় লেখা টমি ৷ আর তার বাবার নাম শেরু এবং মা জিনি ৷ ঠিকানা দেওয়া রয়েছে পান্ডে পোখার গ্রাম, রোনা পঞ্চায়েত, ওয়ার্ড নম্বর 13, গুরারু সার্কেল ৷"

আরও পড়ুন: জাতি ভিত্তিক জনগণনা শুরু হল বিহারে

এখানেই শেষ নয় ৷ ওই জাতি শংসাপত্রের পেশা সংক্রান্ত কলামে লেখা, কুকুরটি এই মুহূর্তে একজন পড়ুয়া এবং সে 2022 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেছে ৷ এই খবর ছড়িয়ে পড়তেই গুরারু শহর এলাকায় হইচই পড়ে যায় ৷ সার্কেল অফিসার জানিয়েছেন, ওই আবেদনপত্রটিকে বাতিল করা হয়েছে ৷ আর যে এই আবেদনটি করেছে, তাঁর খোংজ শুরু করেছে পুলিশ ৷ তিনি আরও জানান, ওই আবেনপত্রে দেওয়া মোবাইল নম্বরটি ট্রু কলার অ্যাপে রাজা বাবু নামে দেখাচ্ছে ৷ এমনকী আধার কার্ডও জাল ৷ পুরো বিষয়টিতে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

গয়া (বিহার), 4 ফেব্রুয়ারি: কুকুরের জাতি শংসাপত্র চেয়ে আবেদন ! পরিচয়ের প্রমাণ হিসেবে দেওয়া হল আধার কার্ডও ৷ এমনই আজব অভিজ্ঞতা হল বিহারের গয়া জেলার গুরারু ব্লক অফিসেরা আধিকারিকদের ৷ এক ব্যক্তি তাঁর পোষ্যের জাতি শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন করেছেন (Application for Canine Cast Certificate with Aadhaar Attachment) ৷ সেই আবেদনপত্র দেখে চোখ কপালে উঠেছে সরকারি আধিকারিকদের ৷ ‘টমি’ নামে এক কুকুর তাঁর জাতি শংসাপত্র চেয়ে নাকি অনলাইনে আবেদন করেছেন ৷ আর পরিচয়পত্র হিসেবে জমা দেওয়া হয়েছে সেই পোষ্যের আধার কার্ড ৷

গয়া জেলার গুরারু ব্লক অফিসের আধিকারিকরা সেই আবেদনপত্র খারিজ করে দিয়েছেন ৷ পাশাপাশি, যে ব্যক্তি এই আবেদনটি করেছেন তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, ওই আধার কার্ডটির সঙ্গে একটি মোবাইল নম্বর সংযুক্ত ছিল ৷ সরকারি আধিকারিকরা ট্রু কলার অ্যাপলিকেশনের সাহায্যে জেনেছেন ফোন নম্বরটি রাজা বাবু নামে এক ব্যক্তির ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

গুরারুের সার্কেল অফিসার সঞ্জীব কুমার ত্রিবেদী বলেন, "রাজ্যে জাতি ভিত্তিক জনগণনা শুরু হয়েছে ৷ তারপরেই টমি নামে এক কুকুরের আধার কার্ড-সহ জাতি শংসাপত্রের অনলাইন আবেদনপত্র জমা পড়ে গুরারু জোনাল অফিসে ৷ ওই আধার কার্ডে একটি কুকুরের ছবি দেওয়া ছিল ৷ আর নামের জায়গায় লেখা টমি ৷ আর তার বাবার নাম শেরু এবং মা জিনি ৷ ঠিকানা দেওয়া রয়েছে পান্ডে পোখার গ্রাম, রোনা পঞ্চায়েত, ওয়ার্ড নম্বর 13, গুরারু সার্কেল ৷"

আরও পড়ুন: জাতি ভিত্তিক জনগণনা শুরু হল বিহারে

এখানেই শেষ নয় ৷ ওই জাতি শংসাপত্রের পেশা সংক্রান্ত কলামে লেখা, কুকুরটি এই মুহূর্তে একজন পড়ুয়া এবং সে 2022 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেছে ৷ এই খবর ছড়িয়ে পড়তেই গুরারু শহর এলাকায় হইচই পড়ে যায় ৷ সার্কেল অফিসার জানিয়েছেন, ওই আবেদনপত্রটিকে বাতিল করা হয়েছে ৷ আর যে এই আবেদনটি করেছে, তাঁর খোংজ শুরু করেছে পুলিশ ৷ তিনি আরও জানান, ওই আবেনপত্রে দেওয়া মোবাইল নম্বরটি ট্রু কলার অ্যাপে রাজা বাবু নামে দেখাচ্ছে ৷ এমনকী আধার কার্ডও জাল ৷ পুরো বিষয়টিতে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

Last Updated : Feb 4, 2023, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.