কলকাতা, 27 অক্টোবর : লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ছে ৷ রাজ্যে পেট্রলের দাম একশো পেরিয়ে গিয়েছে বহুদিন ৷ কয়েকটি জেলায় ডিজ়েলের দামও সেঞ্চুরি করে ফেলেছে ৷ সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে যখন সাধারণ মানুষ আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছে ঠিক তখনই জ্বালানির মূল্যবৃদ্ধির জ্বালা সইতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এই পরিস্থিতিতে মুখে কুলুপ দিয়েছে কেন্দ্র ৷
পেট্রল ও ডিজ়েলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্রের নীতিকে কটাক্ষ করে আগামী 28 অক্টোবর অ্যাপ-ক্যাব মালিক-চালকরা রাসবিহারী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাবে । এমনটাই জানানো হয়েছে কলকাতার ওলা-উবের ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে । করোনাকালে যাত্রীসংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকেছে ৷ তার উপর জ্বালানির অস্বাভাবিক দামে একেবারে জেরবার অবস্থা তাদের, এমনটাই জানিয়েছে তাঁরা ।
আরও পড়ুন : স্কুল খোলা নিয়ে ভিন্নমত পোষণ শিক্ষক থেকে অভিভাবকদের
সংগঠনের সাধারণ সম্পাদক থেকে মহম্মদ মনু বলেন, "আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম অনেকটাই কম, তখন বিজেপি সরকার জ্বালানির দাম কমানোর পরিবর্তে প্রায় প্রতিদিনই বাড়িয়ে চলেছে । ডিজ়েলেরও দাম প্রায় 100 টাকা । তাই অবিলম্বে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে 28 অক্টোবর এই সভার আয়োজন করা হয়েছে । ঐদিন প্রায় 2500 অ্যাপ ক্যাব মালিক-চালক বেলা 12টা নাগাদ শান্তিপূর্ণ ভাবেই রাসবিহারী মোড় অবরোধ করবে ।"