ETV Bharat / bharat

সিআইডি'র তিনটি মামলাতেই চন্দ্রবাবু নাইডুকে জামিন দিল অন্ধ্র হাইকোর্ট - AP High Court

AP High Court grants bail to Chandrababu Naidu: ইনার রিং রোড (আইআরআর), বালি এবং মদ কেলেঙ্কারির অভিযোগে চন্দ্রবাবুর বিরুদ্ধে তিনটি মামলার তদন্ত করছে রাজ্য সিআইডি। চন্দ্রবাবু নাইডু আগাম জামিন চেয়ে হাইকোর্টে তিনটি পৃথক আবেদন করেছিলেন। সব পক্ষের সওয়াল-জবাবের শুনানি শেষে এদিন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 8:47 PM IST

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 10 জানুয়ারি: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন টিডিপি প্রধান তথা অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বুধবার একইসঙ্গে তিনটি মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট চন্দ্রবাবু নাইডুর আগাম জামিন মঞ্জুর করেছে। বুধবার বিচারপতি টি মল্লিকার্জুন রাও-এর বেঞ্চ জামিনের নির্দেশ জারি করেছে। পাশাপাশি তদন্তকে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য না-করার জন্যও টিডিপি প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইনার রিং রোড (আইআরআর), বালি এবং মদ কেলেঙ্কারির অভিযোগে চন্দ্রবাবুর বিরুদ্ধে তিনটি মামলার তদন্ত করছে রাজ্য সিআইডি। চন্দ্রবাবু নাইডু আগাম জামিন চেয়ে হাইকোর্টে তিনটি পৃথক আবেদন করেছিলেন। সব পক্ষের সওয়াল-জবাবের শুনানি শেষে এদিন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। প্রাক্তন মন্ত্রী কোল্লু রবীন্দ্র এবং অবসরপ্রাপ্ত আইএএস শ্রীনরেশকেও মদ কেলেঙ্কারি মামলায় আগাম জামিন দিয়েছে হাইকোর্ট ৷

আবেদনকারী (এ-1) এবং অন্যদের বিরুদ্ধে মামলাটি গত 27 এপ্রিল 2022-এ মঙ্গলাগিরির বিধানসভার সদস্য আল্লা রামা কৃষ্ণ রেড্ডির দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে শুরু হয় ৷ পরে পরবর্তী দুর্নীতি ও বেআইনি অভিযোগের উপর ভিত্তি করে প্রাথমিক তদন্ত শুরু হয় ৷ আবেদনকারী অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর 2014 এবং 2019-এর মধ্যে কার্যকলাপ নিয়েও প্রশ্ন তোলেন।

রাজধানী সিটি এলাকার জন্য মাস্টার প্ল্যানের নকশা, ইনার রিং-রোড এবং এর সঙ্গে যুক্ত সড়কের কাজ সম্পর্কিত আরও কিছু বিষয় নিয়ে সরকারি একাধিক আধিকারিকের বিরুদ্ধেও এই অভিযোগ করা হয়েছিল। অভিযোগকারীর দাবি, সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নির্দিষ্ট ব্যক্তি এবং অন্যায়ভাবে লাভ করা, যা সাধারণ জনগণ এবং রাষ্ট্রীয় কোষাগারের অনুরূপভাবে অন্যায়ভাবে ক্ষতির দিকে পরিচালিত করেছে।

সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে রয়েছে মাস্টার প্ল্যানের প্রস্তুতির জন্য প্রাথমিক কাজ প্রদান করা। সুরবানা ইন্টারন্যাশনাল কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড (পরে মেসার্স সুরবানা জুরং কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড-এ পরিবর্তিত হয়েছে) মনোনয়ন করা হয়েছিল ৷ যা কেন্দ্রীয় কমিশনের নির্ধারিত পদ্ধতি এবং নির্দেশিকাগুলির বিপরীতে হেঁটে করা হয়েছিল।

আরও পড়ুন:

  1. 'বিজেপি-আরএসএসে'র অনুষ্ঠান বলে কটাক্ষ, রামমন্দির উদ্বোধনে নেই কংগ্রেস
  2. বিধানসভায় জয় একনাথেরই, 'শিন্ডের শিবসেনাই আসল রাজনৈতিক দল'; রায়ে জানালেন অধ্যক্ষ
  3. ভারত বিরোধী মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়া উচিত মুইজু সরকারের, দাবি মলদ্বীপের সাংসদের

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 10 জানুয়ারি: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন টিডিপি প্রধান তথা অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বুধবার একইসঙ্গে তিনটি মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট চন্দ্রবাবু নাইডুর আগাম জামিন মঞ্জুর করেছে। বুধবার বিচারপতি টি মল্লিকার্জুন রাও-এর বেঞ্চ জামিনের নির্দেশ জারি করেছে। পাশাপাশি তদন্তকে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য না-করার জন্যও টিডিপি প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইনার রিং রোড (আইআরআর), বালি এবং মদ কেলেঙ্কারির অভিযোগে চন্দ্রবাবুর বিরুদ্ধে তিনটি মামলার তদন্ত করছে রাজ্য সিআইডি। চন্দ্রবাবু নাইডু আগাম জামিন চেয়ে হাইকোর্টে তিনটি পৃথক আবেদন করেছিলেন। সব পক্ষের সওয়াল-জবাবের শুনানি শেষে এদিন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। প্রাক্তন মন্ত্রী কোল্লু রবীন্দ্র এবং অবসরপ্রাপ্ত আইএএস শ্রীনরেশকেও মদ কেলেঙ্কারি মামলায় আগাম জামিন দিয়েছে হাইকোর্ট ৷

আবেদনকারী (এ-1) এবং অন্যদের বিরুদ্ধে মামলাটি গত 27 এপ্রিল 2022-এ মঙ্গলাগিরির বিধানসভার সদস্য আল্লা রামা কৃষ্ণ রেড্ডির দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে শুরু হয় ৷ পরে পরবর্তী দুর্নীতি ও বেআইনি অভিযোগের উপর ভিত্তি করে প্রাথমিক তদন্ত শুরু হয় ৷ আবেদনকারী অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর 2014 এবং 2019-এর মধ্যে কার্যকলাপ নিয়েও প্রশ্ন তোলেন।

রাজধানী সিটি এলাকার জন্য মাস্টার প্ল্যানের নকশা, ইনার রিং-রোড এবং এর সঙ্গে যুক্ত সড়কের কাজ সম্পর্কিত আরও কিছু বিষয় নিয়ে সরকারি একাধিক আধিকারিকের বিরুদ্ধেও এই অভিযোগ করা হয়েছিল। অভিযোগকারীর দাবি, সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নির্দিষ্ট ব্যক্তি এবং অন্যায়ভাবে লাভ করা, যা সাধারণ জনগণ এবং রাষ্ট্রীয় কোষাগারের অনুরূপভাবে অন্যায়ভাবে ক্ষতির দিকে পরিচালিত করেছে।

সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে রয়েছে মাস্টার প্ল্যানের প্রস্তুতির জন্য প্রাথমিক কাজ প্রদান করা। সুরবানা ইন্টারন্যাশনাল কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড (পরে মেসার্স সুরবানা জুরং কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড-এ পরিবর্তিত হয়েছে) মনোনয়ন করা হয়েছিল ৷ যা কেন্দ্রীয় কমিশনের নির্ধারিত পদ্ধতি এবং নির্দেশিকাগুলির বিপরীতে হেঁটে করা হয়েছিল।

আরও পড়ুন:

  1. 'বিজেপি-আরএসএসে'র অনুষ্ঠান বলে কটাক্ষ, রামমন্দির উদ্বোধনে নেই কংগ্রেস
  2. বিধানসভায় জয় একনাথেরই, 'শিন্ডের শিবসেনাই আসল রাজনৈতিক দল'; রায়ে জানালেন অধ্যক্ষ
  3. ভারত বিরোধী মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়া উচিত মুইজু সরকারের, দাবি মলদ্বীপের সাংসদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.