ETV Bharat / bharat

Anushka Sharma Appeals: সেলস ট্যাক্স বিভাগের নোটিশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন অনুষ্কার - Anushka Sharma plea in Bombay HC

মহারাষ্ট্র সরকারের সেলস ট্যাক্স বিভাগের পাঠানো নোটিশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ 6 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি (Anushka Sharma plea in Bombay HC) ৷

ETV Bharat
অভিনেত্রী অনুষ্কা শর্মা
author img

By

Published : Jan 12, 2023, 8:23 PM IST

মুম্বই, 12 জানুয়ারি: সেলস ট্যাক্স বিভাগের নোটিশের বিরুদ্ধে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ সংবাদসংস্থা জানিয়েছে অনুষ্কার আবেদনটি শুনতে রাজি হয়েছে আদালত ৷ 6 ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি হবে ৷ জানা গিয়েছে, অনুষ্কার আবেদনের প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকেও তাদের জবাব দিতে বলেছে (Anushka Sharma appeals to Bombay HC) ৷

উল্লেখ্য, মুম্বইয়ের মাজগাঁওয়ের সেলস ট্যাক্স বা বিক্রয় কর বিভাগ থেকে নোটিশ পাঠানো হয়েছে অনুষ্কাকে ৷ সেখানে বলা হয়েছে 2012-13 ও 2013-14 অর্থবর্ষে ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্যযুক্ত কর) বাবদ কর বকেয়া রয়েছে এই অভিনেত্রীর ৷ যদিও অনুষ্কা শর্মার আইনজীবীর দাবি, বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করে ও অনুষ্ঠান সঞ্চালনা করে তাঁর যে আয় হয়েছিল তার ভুল হিসেব করে এই নোটিশ পাঠানো হয়েছে সেলস ট্যাক্স বিভাগের তরফ থেকে ৷ 2012-13 অর্থবর্ষের জন্য অভিনেত্রীকে সুদ সমেত 1.2 কোটি টাকার ও 2013-14 সালের জন্য 1.6 কোটি টাকা বকেয়ার নোটিশ পাঠানো হয়েছে (sales tax dept proceedings against Anushka Sharma) ৷

আরও পড়ুন: আরআরআরের সাফল্যে প্রাদেশিক টুইট, অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে তুলোধনা আদনানের

আবেদনে অনুষ্কার তরফে বলা হয়েছে, কপি রাইট বা সত্ত্বাধিকার বাবদ তাঁর আয় হয়েছে বলে সেলস ট্যাক্স বিভাগ যে দাবি করছে তা ঠিক নয় ৷ কারণ এক্ষেত্রে কপি রাইট থাকে প্রযোজকের কাছে (Anushka Sharma legal move against sales tax dept) ৷ আগামী 6 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ৷ তার আগে সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব করেছে বম্বে হাইকোর্ট ৷

গতকালই মেয়ে ভামিকার দ্বিতীয় জন্মদিন পালন করেছেন অভিনেত্রী ৷ খুদের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে বিরাট-ঘরণি ইনস্টায় লেখেন, "আমার হৃদয় উন্মুক্ত হওয়ার দু'বছর পরিপূর্ণ হল ৷" দিনকয়েক আগে তাঁর আসন্ন ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর শ্যুটিং শেষ করেছেন অনুষ্কা ৷ যা ভারতের সর্বকালের সেরা মহিলা পেসার ঝুলন গোস্বামীর বায়োপিক ৷

মুম্বই, 12 জানুয়ারি: সেলস ট্যাক্স বিভাগের নোটিশের বিরুদ্ধে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ সংবাদসংস্থা জানিয়েছে অনুষ্কার আবেদনটি শুনতে রাজি হয়েছে আদালত ৷ 6 ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি হবে ৷ জানা গিয়েছে, অনুষ্কার আবেদনের প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকেও তাদের জবাব দিতে বলেছে (Anushka Sharma appeals to Bombay HC) ৷

উল্লেখ্য, মুম্বইয়ের মাজগাঁওয়ের সেলস ট্যাক্স বা বিক্রয় কর বিভাগ থেকে নোটিশ পাঠানো হয়েছে অনুষ্কাকে ৷ সেখানে বলা হয়েছে 2012-13 ও 2013-14 অর্থবর্ষে ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্যযুক্ত কর) বাবদ কর বকেয়া রয়েছে এই অভিনেত্রীর ৷ যদিও অনুষ্কা শর্মার আইনজীবীর দাবি, বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করে ও অনুষ্ঠান সঞ্চালনা করে তাঁর যে আয় হয়েছিল তার ভুল হিসেব করে এই নোটিশ পাঠানো হয়েছে সেলস ট্যাক্স বিভাগের তরফ থেকে ৷ 2012-13 অর্থবর্ষের জন্য অভিনেত্রীকে সুদ সমেত 1.2 কোটি টাকার ও 2013-14 সালের জন্য 1.6 কোটি টাকা বকেয়ার নোটিশ পাঠানো হয়েছে (sales tax dept proceedings against Anushka Sharma) ৷

আরও পড়ুন: আরআরআরের সাফল্যে প্রাদেশিক টুইট, অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে তুলোধনা আদনানের

আবেদনে অনুষ্কার তরফে বলা হয়েছে, কপি রাইট বা সত্ত্বাধিকার বাবদ তাঁর আয় হয়েছে বলে সেলস ট্যাক্স বিভাগ যে দাবি করছে তা ঠিক নয় ৷ কারণ এক্ষেত্রে কপি রাইট থাকে প্রযোজকের কাছে (Anushka Sharma legal move against sales tax dept) ৷ আগামী 6 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ৷ তার আগে সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব করেছে বম্বে হাইকোর্ট ৷

গতকালই মেয়ে ভামিকার দ্বিতীয় জন্মদিন পালন করেছেন অভিনেত্রী ৷ খুদের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে বিরাট-ঘরণি ইনস্টায় লেখেন, "আমার হৃদয় উন্মুক্ত হওয়ার দু'বছর পরিপূর্ণ হল ৷" দিনকয়েক আগে তাঁর আসন্ন ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর শ্যুটিং শেষ করেছেন অনুষ্কা ৷ যা ভারতের সর্বকালের সেরা মহিলা পেসার ঝুলন গোস্বামীর বায়োপিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.