ETV Bharat / bharat

Mamata Banerjee : মমতার জয়ে উচ্ছ্বসিত অখিলেশ-স্ট্যালিনরা, টুইটারে শুভেচ্ছাবার্তা - অখিলেশ যাদব

ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জয়ে উচ্ছ্বসিত দেশের অবিজেপি নেতারা ৷ টুইটারে মমতাকে শুভেচ্ছা জানালেন তাঁরা ৷ তালিকায় রয়েছেন অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন এবং এইচ ডি কুমারস্বামীর মতো হেভিওয়েটরা ৷

anti-bjp leaders congratulate mamata banerjee for bhabanipur by-poll victory
Mamata Banerjee : মমতার জয়ে উচ্ছ্বসিত অবিজেপি নেতারা, টুইটারে শুভেচ্ছাবার্তা
author img

By

Published : Oct 3, 2021, 7:32 PM IST

কলকাতা, 3 অক্টোবর : ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur Bye-election) নয়া রেকর্ড গড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ 58 হাজারের বেশি ভোটের ব্য়বধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে (Priyanka Tibrewal) ধরাশায়ী করেছেন তিনি ৷ আর তাতেই উচ্ছ্বসিত দেশের অবিজেপি দলগুলি ৷ মমতার এই জয়েই যেন বিজেপি-র শেষের শুরু দেখতে পাচ্ছে তারা ৷ জয়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা ৷ এই তালিকায় রয়েছেন অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন এবং এইচ ডি কুমারস্বামীর মতো হেভিওয়েটরা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

দক্ষিণ ভারতের রাজনীতির অন্যতম জনপ্রিয় নাম এইচ ডি কুমারস্বামী (H D Kumaraswamy) ৷ তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ছেলে এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জয়ের খবর পেতেই তাঁর ছবি-সহ পর পর কয়েকটি টুইট করেন এই জনতা দল (সেকুলার) নেতা ৷ যার মোদ্দা কথা হল, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়ে আসলে ঔদ্ধত্য দেখিয়েছে বিজেপি ৷ জনতার সমর্থন যে মমতার পক্ষেই রয়েছে, তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল ৷ তা সত্ত্বেও বিজেপি তাঁর বিরোধিতার রাস্তা থেকে সরেনি ৷ কুমারস্বামীর পরামর্শ, এখনও সময় আছে ৷ বিজেপি-র উচিত রাজনৈতিক সংঙ্কীর্ণতা দূরে সরিয়ে রেখে মমতার বিরুদ্ধাচরণ বন্ধ করা ৷ তাতে অন্তত বিজেপি-র সম্মানটুকু বাঁচবে ৷

  • The BJP displayed a stubborn attitude by fielding a candidate against her though the people’s mandate was in her favour. In fact, BJP leader Rajiv Banerjee himself had said that she will win by a huge margin. His prediction has now come true.2/3

    — H D Kumaraswamy (@hd_kumaraswamy) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মমতার জয়ে উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও (Akhilesh Yadav) ৷ ভবানীপুরে তৃণমূল নেত্রীর জয়কে ‘সত্যের জয়’ বলে উল্লেখ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, আগামী বছরই ভোট রয়েছে উত্তরপ্রদেশ বিধানসভায় ৷ বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূলের কোনও সমঝোতা হলে তা একেবারেই অস্বাভাবিক নয় ৷ বস্তুত, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় আগ্রহ দেখিয়েছেন ৷ এমনকী, হাথরস গণধর্ষণ কাণ্ডের পর উত্তরপ্রদেশে প্রতিনিধিদলও পাঠিয়েছিলেন মমতা ৷

  • ये जो ‘ममता दीदी जी’ की जीत है
    वही तो ‘सत्यमेव जयते’ की रीत है@MamataOfficial @AITCofficial

    — Akhilesh Yadav (@yadavakhilesh) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণী রাজনীতির আর এক সুপারস্টার এম কে স্ট্যালিনও (M K Stalin) ৷ বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ডিএমকে সভাপতি স্ট্যালিন ৷ এদিকে, ভারত জয়ের স্বপ্ন সত্যি করতে দক্ষিণের রাজ্যগুলিতেও সংগঠন শুরুর সম্ভাবনা খুঁজতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ ইতিমধ্যেই কেরালায় সেই কাজ শুরু করে দিয়েছে দলীয় নেতৃত্ব ৷ সেখানে স্ট্যালিনের মতো নেতারা যদি মমতার পাশে থাকেন, তাহলে আগামী দিনে বিজেপি-র লড়াই আরও কঠিন হবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ স্ট্য়ালিনের মতে, বাংলার মানুষ যে মমতাতেই আস্থা রাখছেন, উপনির্বাচনের ফল আরও একবার তা প্রমাণ করল ৷

  • Congratulations to @MamataOfficial on her resounding victory in the Bhabanipur by-election. The massive mandate reconfirms the unassailable confidence that the people of West Bengal have reposed on you.#MamataBanerjee

    — M.K.Stalin (@mkstalin) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

2014 সালে মূলত মোদি হাওয়ায় ভর করেই কেন্দ্রের মসনদ দখল করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৷ মাঝে অনেক ঘটনা ঘটে গেলেও মোদি ম্যাজিক যে একেবারে ফিকে হয়ে গিয়েছে, একথা এখনও বলা যায় না ৷ তবে দেশে মোদি বিরোধিতার স্বর থাকলেও মোদিবিরোধী কোনও মুখ এখনও পর্যন্ত জাতীয়স্তরের কোনও রাজনৈতিক দল থেকে উঠে আসেনি ৷ এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্য়ায় কার্যত নিজের একার ক্যারিশমায় বাংলায় মোদি তথা বিজেপি-র বিজয় রথ রুখে দিয়েছেন ৷ এখন তাঁর লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচন ৷ তার আগে দেশের যেখানে যেখানে সম্ভব তৃণমূলের সংগঠন তৈরি করছেন মমতা ৷ বস্তুত, এই মুহূর্তে তিনিই মোদি বিরোধিতার সবথেকে বড় মুখ ৷ এক্ষেত্রে ভবানীপুরে তাঁর বিপুল জয় এবং দেশের নানা প্রান্তের রাজনৈতিক নেতাদের তাঁকে সমর্থন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

কলকাতা, 3 অক্টোবর : ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur Bye-election) নয়া রেকর্ড গড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ 58 হাজারের বেশি ভোটের ব্য়বধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে (Priyanka Tibrewal) ধরাশায়ী করেছেন তিনি ৷ আর তাতেই উচ্ছ্বসিত দেশের অবিজেপি দলগুলি ৷ মমতার এই জয়েই যেন বিজেপি-র শেষের শুরু দেখতে পাচ্ছে তারা ৷ জয়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা ৷ এই তালিকায় রয়েছেন অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন এবং এইচ ডি কুমারস্বামীর মতো হেভিওয়েটরা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

দক্ষিণ ভারতের রাজনীতির অন্যতম জনপ্রিয় নাম এইচ ডি কুমারস্বামী (H D Kumaraswamy) ৷ তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ছেলে এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জয়ের খবর পেতেই তাঁর ছবি-সহ পর পর কয়েকটি টুইট করেন এই জনতা দল (সেকুলার) নেতা ৷ যার মোদ্দা কথা হল, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়ে আসলে ঔদ্ধত্য দেখিয়েছে বিজেপি ৷ জনতার সমর্থন যে মমতার পক্ষেই রয়েছে, তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল ৷ তা সত্ত্বেও বিজেপি তাঁর বিরোধিতার রাস্তা থেকে সরেনি ৷ কুমারস্বামীর পরামর্শ, এখনও সময় আছে ৷ বিজেপি-র উচিত রাজনৈতিক সংঙ্কীর্ণতা দূরে সরিয়ে রেখে মমতার বিরুদ্ধাচরণ বন্ধ করা ৷ তাতে অন্তত বিজেপি-র সম্মানটুকু বাঁচবে ৷

  • The BJP displayed a stubborn attitude by fielding a candidate against her though the people’s mandate was in her favour. In fact, BJP leader Rajiv Banerjee himself had said that she will win by a huge margin. His prediction has now come true.2/3

    — H D Kumaraswamy (@hd_kumaraswamy) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মমতার জয়ে উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও (Akhilesh Yadav) ৷ ভবানীপুরে তৃণমূল নেত্রীর জয়কে ‘সত্যের জয়’ বলে উল্লেখ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, আগামী বছরই ভোট রয়েছে উত্তরপ্রদেশ বিধানসভায় ৷ বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূলের কোনও সমঝোতা হলে তা একেবারেই অস্বাভাবিক নয় ৷ বস্তুত, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় আগ্রহ দেখিয়েছেন ৷ এমনকী, হাথরস গণধর্ষণ কাণ্ডের পর উত্তরপ্রদেশে প্রতিনিধিদলও পাঠিয়েছিলেন মমতা ৷

  • ये जो ‘ममता दीदी जी’ की जीत है
    वही तो ‘सत्यमेव जयते’ की रीत है@MamataOfficial @AITCofficial

    — Akhilesh Yadav (@yadavakhilesh) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণী রাজনীতির আর এক সুপারস্টার এম কে স্ট্যালিনও (M K Stalin) ৷ বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ডিএমকে সভাপতি স্ট্যালিন ৷ এদিকে, ভারত জয়ের স্বপ্ন সত্যি করতে দক্ষিণের রাজ্যগুলিতেও সংগঠন শুরুর সম্ভাবনা খুঁজতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ ইতিমধ্যেই কেরালায় সেই কাজ শুরু করে দিয়েছে দলীয় নেতৃত্ব ৷ সেখানে স্ট্যালিনের মতো নেতারা যদি মমতার পাশে থাকেন, তাহলে আগামী দিনে বিজেপি-র লড়াই আরও কঠিন হবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ স্ট্য়ালিনের মতে, বাংলার মানুষ যে মমতাতেই আস্থা রাখছেন, উপনির্বাচনের ফল আরও একবার তা প্রমাণ করল ৷

  • Congratulations to @MamataOfficial on her resounding victory in the Bhabanipur by-election. The massive mandate reconfirms the unassailable confidence that the people of West Bengal have reposed on you.#MamataBanerjee

    — M.K.Stalin (@mkstalin) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

2014 সালে মূলত মোদি হাওয়ায় ভর করেই কেন্দ্রের মসনদ দখল করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৷ মাঝে অনেক ঘটনা ঘটে গেলেও মোদি ম্যাজিক যে একেবারে ফিকে হয়ে গিয়েছে, একথা এখনও বলা যায় না ৷ তবে দেশে মোদি বিরোধিতার স্বর থাকলেও মোদিবিরোধী কোনও মুখ এখনও পর্যন্ত জাতীয়স্তরের কোনও রাজনৈতিক দল থেকে উঠে আসেনি ৷ এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্য়ায় কার্যত নিজের একার ক্যারিশমায় বাংলায় মোদি তথা বিজেপি-র বিজয় রথ রুখে দিয়েছেন ৷ এখন তাঁর লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচন ৷ তার আগে দেশের যেখানে যেখানে সম্ভব তৃণমূলের সংগঠন তৈরি করছেন মমতা ৷ বস্তুত, এই মুহূর্তে তিনিই মোদি বিরোধিতার সবথেকে বড় মুখ ৷ এক্ষেত্রে ভবানীপুরে তাঁর বিপুল জয় এবং দেশের নানা প্রান্তের রাজনৈতিক নেতাদের তাঁকে সমর্থন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.