ETV Bharat / bharat

Andhra Pradesh Brutality: ফোন না ধরায় মহিলার গলায় ব্লেড চালাল যুবক! - andhra pradesh man cut throat of a woman for not answering calls

ফোন না ধরায় মহিলার গলায় ব্লেড চালিয়ে দিল এক যুবক ৷ এদিকে মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Maniac who cut woman throat) ৷

Andhra Pradesh Brutality
ধ্যযুগীর বর্বরতার সাক্ষী রইল অন্ধ্রপ্রদেশ
author img

By

Published : Jul 21, 2022, 2:21 PM IST

নেল্লোর (অন্ধ্রপ্রদেশ), 21 জুলাই: মধ্যযুগীর বর্বরতার সাক্ষী রইল অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh witnessed medieval barbarism) ৷ ফোন না ধরায় মহিলার গলায় ব্লেড চালিয়ে দিল এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে নেল্লোর জেলার রেবালা এলাকায় ৷ সূত্রের খবর, ভেঙ্কট নামে ওই যুবকের সঙ্গে নির্যাতিতা মহিলার বিবাহ-বহির্ভুত সম্পর্ক ছিল ৷ কিন্তু কিছুদিন ধরে তিনি ভেঙ্কটের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন ৷ ফোন ধরতেন না ৷ আর সেই কারণেই এই হামলা ৷

হামলার পরে পালাবার সময় স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় ভেঙ্কট ৷ তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়ে ৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে ৷ এদিকে মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন: সোনিয়াকে তলব ইডির, গণনা চলাকালীনই টুইটে কেন্দ্রকে বিঁধলেন যশবন্ত

জানা গিয়েছে, নির্যাতিতার বাড়ি রেবালা এলাকার একটি গ্রামে ৷ কিছুদিন আগে কোভরু এলাকার বাসিন্দা ভেঙ্কটের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা ৷ তবে কয়েকটি কারণে সম্প্রতি তিনি ভেঙ্কটের সঙ্গে যোগাযোগ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন ৷ ফোন ধরতেন না ৷ বারবার এ ধরনের ঘটনা ঘটায় ক্ষুব্ধ হয় অভিযুক্ত যুবক ৷ পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন নির্যাতিতার বাড়ি যাওয়ার আগে রবি নামে তার এক বন্ধুর বাড়িতে যায় ভেঙ্কট ৷ তাকে সঙ্গে নিয়েই নির্যাতিতার বাড়ি যায় ৷

স্থানীয়রা জানিয়েছেন, মহিলার বাড়ি গিয়ে তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ভেঙ্কট ৷ দীর্ঘক্ষণ ধরেই দু'পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয় ৷ তার মধ্যেই আচমকা মহিলার গলায় ব্লেড চালিয়ে দেয় সে ৷ ধরা পড়ার ভয় বাড়ি ছেড়ে পালাবার চেষ্টা করে ভেঙ্কট ৷ কিন্তু স্থানীয়দের তৎপরতায় তার সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ পরে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে ৷ অন্যদিকে আপাতত স্থানীয় একটি হাসপাতালে নির্যাতিতার চিকিৎসা চলছে ৷

নেল্লোর (অন্ধ্রপ্রদেশ), 21 জুলাই: মধ্যযুগীর বর্বরতার সাক্ষী রইল অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh witnessed medieval barbarism) ৷ ফোন না ধরায় মহিলার গলায় ব্লেড চালিয়ে দিল এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে নেল্লোর জেলার রেবালা এলাকায় ৷ সূত্রের খবর, ভেঙ্কট নামে ওই যুবকের সঙ্গে নির্যাতিতা মহিলার বিবাহ-বহির্ভুত সম্পর্ক ছিল ৷ কিন্তু কিছুদিন ধরে তিনি ভেঙ্কটের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন ৷ ফোন ধরতেন না ৷ আর সেই কারণেই এই হামলা ৷

হামলার পরে পালাবার সময় স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় ভেঙ্কট ৷ তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়ে ৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে ৷ এদিকে মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন: সোনিয়াকে তলব ইডির, গণনা চলাকালীনই টুইটে কেন্দ্রকে বিঁধলেন যশবন্ত

জানা গিয়েছে, নির্যাতিতার বাড়ি রেবালা এলাকার একটি গ্রামে ৷ কিছুদিন আগে কোভরু এলাকার বাসিন্দা ভেঙ্কটের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা ৷ তবে কয়েকটি কারণে সম্প্রতি তিনি ভেঙ্কটের সঙ্গে যোগাযোগ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন ৷ ফোন ধরতেন না ৷ বারবার এ ধরনের ঘটনা ঘটায় ক্ষুব্ধ হয় অভিযুক্ত যুবক ৷ পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন নির্যাতিতার বাড়ি যাওয়ার আগে রবি নামে তার এক বন্ধুর বাড়িতে যায় ভেঙ্কট ৷ তাকে সঙ্গে নিয়েই নির্যাতিতার বাড়ি যায় ৷

স্থানীয়রা জানিয়েছেন, মহিলার বাড়ি গিয়ে তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ভেঙ্কট ৷ দীর্ঘক্ষণ ধরেই দু'পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয় ৷ তার মধ্যেই আচমকা মহিলার গলায় ব্লেড চালিয়ে দেয় সে ৷ ধরা পড়ার ভয় বাড়ি ছেড়ে পালাবার চেষ্টা করে ভেঙ্কট ৷ কিন্তু স্থানীয়দের তৎপরতায় তার সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ পরে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে ৷ অন্যদিকে আপাতত স্থানীয় একটি হাসপাতালে নির্যাতিতার চিকিৎসা চলছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.