ETV Bharat / bharat

Konijeti Rosaiah passes away : প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রোসাইয়া

হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনিজেতি রোসাইয়া (Konijeti Rosaiah passes away) ৷

Konijeti Rosaiah passes away
প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রোসাইয়া
author img

By

Published : Dec 4, 2021, 11:33 AM IST

Updated : Dec 4, 2021, 12:45 PM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর : বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৷ হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনিজেতি রোসাইয়া (Konijeti Rosaiah passes away) ৷ বয়স হয়েছিল 88 বছর ৷ 2009 সালের 3 সেপ্টেম্বর থেকে 2010 সালের 24 নভেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি ৷ এরপর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে কাজ করেছেন 2011 সালের 31 অগস্ট থেকে 2016 সালের 30 অগস্ট পর্যন্ত ৷

স্বাধীনতার পূর্বে 1933 সালের 4 জুলাই অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ভেমুরে জন্ম কোনিজেতি রোসাইয়ার ৷ সেখানেই বড় হওয়া ৷ বাণিজ্য বিভাগ নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেন গুন্টুরের হিন্দু কলেজ থেকে ৷ রাজনীতিতে রোসাইয়ার প্রবেশ স্বতন্ত্র পার্টির লিডার এনজি রাঙ্গার হাত ধরে ৷ 1979 সালে সম্পূর্ণভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি ৷ সেবছর অন্ধ্রপ্রদেশের টি আনজাইয়া সরকারের মন্ত্রী হন ৷

1982 সালে অন্ধ্রে কোটলা বিজয়ভাস্কর রেড্ডির শাসনকালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন ৷ এরপর 1989 সালে মারি চান্নারেড্ডি সরকারের অধীনে অর্থ দফতর, পরিবহন এবং বিদ্যুৎ দফতরের মতো গুরুত্বপূর্ণ বিভাগ সামলেছেন ৷ এর পাশাপাশি 1988 সালে নারাসারাওপেট থেকে সাংসদ নির্বাচিত হন ৷ এছাড়া 1995 এবং 1997 সালে অন্ধ্রপ্রদেশের যুগ্ম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে কাজ করেছেন ৷ 2007 সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হয় তাঁকে ৷ 2018 সালের 11 ফেব্রুয়ারি তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও পান ৷

আরও পড়ুন : Choreographer Shiva Shankar passes away: কোভিডে প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফার, শোকাহত তারকারা

হায়দরাবাদ, 4 ডিসেম্বর : বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৷ হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনিজেতি রোসাইয়া (Konijeti Rosaiah passes away) ৷ বয়স হয়েছিল 88 বছর ৷ 2009 সালের 3 সেপ্টেম্বর থেকে 2010 সালের 24 নভেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি ৷ এরপর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে কাজ করেছেন 2011 সালের 31 অগস্ট থেকে 2016 সালের 30 অগস্ট পর্যন্ত ৷

স্বাধীনতার পূর্বে 1933 সালের 4 জুলাই অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ভেমুরে জন্ম কোনিজেতি রোসাইয়ার ৷ সেখানেই বড় হওয়া ৷ বাণিজ্য বিভাগ নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেন গুন্টুরের হিন্দু কলেজ থেকে ৷ রাজনীতিতে রোসাইয়ার প্রবেশ স্বতন্ত্র পার্টির লিডার এনজি রাঙ্গার হাত ধরে ৷ 1979 সালে সম্পূর্ণভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি ৷ সেবছর অন্ধ্রপ্রদেশের টি আনজাইয়া সরকারের মন্ত্রী হন ৷

1982 সালে অন্ধ্রে কোটলা বিজয়ভাস্কর রেড্ডির শাসনকালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন ৷ এরপর 1989 সালে মারি চান্নারেড্ডি সরকারের অধীনে অর্থ দফতর, পরিবহন এবং বিদ্যুৎ দফতরের মতো গুরুত্বপূর্ণ বিভাগ সামলেছেন ৷ এর পাশাপাশি 1988 সালে নারাসারাওপেট থেকে সাংসদ নির্বাচিত হন ৷ এছাড়া 1995 এবং 1997 সালে অন্ধ্রপ্রদেশের যুগ্ম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে কাজ করেছেন ৷ 2007 সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হয় তাঁকে ৷ 2018 সালের 11 ফেব্রুয়ারি তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও পান ৷

আরও পড়ুন : Choreographer Shiva Shankar passes away: কোভিডে প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফার, শোকাহত তারকারা

Last Updated : Dec 4, 2021, 12:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.