ETV Bharat / bharat

মার্গদর্শী চিটফান্ডের 1,050 কোটির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ খারিজ করল অন্ধ্রের আদালত - সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ খারিজ

Seizure Orders of Margadarsi Assets Rs 1,050 Cr as Invalid: অন্ধ্রপ্রদেশ সিআইডির আবেদন খারিজ করে দিল আদালত ৷ মার্গদর্শী চিটফান্ড সংস্থার 1,050 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশকে অবৈধ বলে রায় দিয়েছে আদালত ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 12:39 PM IST

অমরাবতী, 12 ডিসেম্বর: গুন্টুরের মুখ্য জেলা আদালতে বড়সড় স্বস্তি মার্গদর্শী চিটফান্ড সংস্থার ৷ সোমবার অন্ধ্রপ্রদেশ সিআইডি-র মার্গদর্শী চিটফান্ডের 1,050 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদনে দাখিল করা তিনটি পিটিশন বাতিল করেছে ৷ যেখান বলা হয়েছে, রাজ্য সরকারের তরফে জারি করা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ অবৈধ ৷

অন্ধ্রপ্রদেশ সিআইডির এডিজি’র তরফে দায়ের করা এই মামলাগুলি এ দিন খারিজ করে দিয়েছে আদালত ৷ বিচারক মামলাগুলি খারিজ করার সময় স্পষ্ট উল্লেখ করেন, ‘‘সিআইডি প্রমাণ করতে ব্যর্থ যে, মার্গদর্শী কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের ম্যাচিওরিটির টাকা মেটাতে ব্যর্থ হয়েছে ৷’’ গুন্টুর মুখ্য জেলা আদালতের বিচারক ওয়াইভিবিজি পার্থসারথী সরকারের তিনটি নির্দেশ বাতিল করেছে ৷

গত 29 মে জারি করা জিও 104, 15 জুনের জিও 116 এবং 27 জুলাইয়ের জিও 134, এই তিনটি নির্দেশে মার্গদর্শীর মোট 1 হাজার 50 কোটি টাকার সম্পত্তি সিআইডি-কে বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছিল ৷ সিনিয়র আইনজীবী পোসানি ভেঙ্কটেশ্বরলু এবং আইনজীবী পি রাজারাও মার্গদর্শীর পক্ষে আদালতে সওয়াল করেন ৷ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশের বিরুদ্ধে আদালতে তাঁরা সওয়াল করেন, ‘‘কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রশ্নই ওঠে না ৷ কারণ মার্গদর্শীর কোনও গ্রাহকই ম্যাচিওরিটির টাকা না পাওয়ার অভিযোগ করেননি ৷’’

মার্গদর্শীর আইনজীবীরা সরকার এবং সিআইডির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘‘গ্রাহকদের সুরক্ষা ছদ্মবেশে সরকার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে ৷’’ তাঁরা এমনটাও উল্লেখ করেছেন যে, মার্গদর্শীর ব্যবসায়িক কার্যক্রম চিটফান্ডের নিয়ম মেনেই করা হয় ৷ আইনজীবী বলেন, ‘‘"চিটফান্ড পরিচালনায় কোনও গাফিলতি থাকলে, ‘চিটফান্ড আইন’ অনুযায়ী সরকারের মোকাবিলা করা উচিত ছিল ৷ পরিবর্তে, সিআইডি আর্থিক সংস্থাপন আইন (এপি আমানতকারী আইন-1999) এর আড়ালে আমানতকারীদের আগাম সুরক্ষা দেওয়ার কথা বলছে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ৷’’

মার্গদর্শীর আইনজীবীরা আদালতে জানান, সম্পত্তি বাজেয়াপ্ত করা কখনই মার্গদর্শীর গ্রাহকদের জন্য কল্যাণকর হবে না ৷ বরং তা গ্রাহকদের বিপদ ডেকে আনবে ৷ এমনকি কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ পরিশোধ না করার কোনও অভিযোগ নেই ৷

উল্লেখ্য, চারটি রাজ্যে মার্গদর্শীর ব্যবসায়িক কার্যকলাপ চলে ৷ আর অন্ধ্রপ্রদেশ সিআইডি যে অভিযোগ আনছে, তার পিছনে খারাপ উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেছেন আইনজীবীরা ৷ মার্গদর্শীর কৌঁসুলি নিজের যুক্তির স্বপক্ষে বলেছেন, ‘‘আদালত তাদের নির্দেশ দিলেও সিআইডি আদালতের সামনে কোনও তথ্য পেশ করেনি ৷ যে সব গ্রাহক তাদের টাকা পাননি, তাদের সংখ্যা, নাম এবং বকেয়া টাকার পরিমাণের বিবরণ জমা দিক আদালতে ৷’’

আরও পড়ুন:

  1. মার্গদর্শী চিটফান্ড মামলায় অন্ধ্র হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
  2. নিষেধ থাকা সত্ত্বেও কীভাবে লুকআউট নোটিশ, মার্গদর্শী চিটফান্ড মামলায় সিআইডির জবাব তলব তেলেঙ্গানা হাইকোর্টের
  3. ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের পুলিশের আবেদন খারিজ, মার্গদর্শী চিটফান্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল

অমরাবতী, 12 ডিসেম্বর: গুন্টুরের মুখ্য জেলা আদালতে বড়সড় স্বস্তি মার্গদর্শী চিটফান্ড সংস্থার ৷ সোমবার অন্ধ্রপ্রদেশ সিআইডি-র মার্গদর্শী চিটফান্ডের 1,050 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদনে দাখিল করা তিনটি পিটিশন বাতিল করেছে ৷ যেখান বলা হয়েছে, রাজ্য সরকারের তরফে জারি করা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ অবৈধ ৷

অন্ধ্রপ্রদেশ সিআইডির এডিজি’র তরফে দায়ের করা এই মামলাগুলি এ দিন খারিজ করে দিয়েছে আদালত ৷ বিচারক মামলাগুলি খারিজ করার সময় স্পষ্ট উল্লেখ করেন, ‘‘সিআইডি প্রমাণ করতে ব্যর্থ যে, মার্গদর্শী কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের ম্যাচিওরিটির টাকা মেটাতে ব্যর্থ হয়েছে ৷’’ গুন্টুর মুখ্য জেলা আদালতের বিচারক ওয়াইভিবিজি পার্থসারথী সরকারের তিনটি নির্দেশ বাতিল করেছে ৷

গত 29 মে জারি করা জিও 104, 15 জুনের জিও 116 এবং 27 জুলাইয়ের জিও 134, এই তিনটি নির্দেশে মার্গদর্শীর মোট 1 হাজার 50 কোটি টাকার সম্পত্তি সিআইডি-কে বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছিল ৷ সিনিয়র আইনজীবী পোসানি ভেঙ্কটেশ্বরলু এবং আইনজীবী পি রাজারাও মার্গদর্শীর পক্ষে আদালতে সওয়াল করেন ৷ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশের বিরুদ্ধে আদালতে তাঁরা সওয়াল করেন, ‘‘কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রশ্নই ওঠে না ৷ কারণ মার্গদর্শীর কোনও গ্রাহকই ম্যাচিওরিটির টাকা না পাওয়ার অভিযোগ করেননি ৷’’

মার্গদর্শীর আইনজীবীরা সরকার এবং সিআইডির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘‘গ্রাহকদের সুরক্ষা ছদ্মবেশে সরকার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে ৷’’ তাঁরা এমনটাও উল্লেখ করেছেন যে, মার্গদর্শীর ব্যবসায়িক কার্যক্রম চিটফান্ডের নিয়ম মেনেই করা হয় ৷ আইনজীবী বলেন, ‘‘"চিটফান্ড পরিচালনায় কোনও গাফিলতি থাকলে, ‘চিটফান্ড আইন’ অনুযায়ী সরকারের মোকাবিলা করা উচিত ছিল ৷ পরিবর্তে, সিআইডি আর্থিক সংস্থাপন আইন (এপি আমানতকারী আইন-1999) এর আড়ালে আমানতকারীদের আগাম সুরক্ষা দেওয়ার কথা বলছে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ৷’’

মার্গদর্শীর আইনজীবীরা আদালতে জানান, সম্পত্তি বাজেয়াপ্ত করা কখনই মার্গদর্শীর গ্রাহকদের জন্য কল্যাণকর হবে না ৷ বরং তা গ্রাহকদের বিপদ ডেকে আনবে ৷ এমনকি কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ পরিশোধ না করার কোনও অভিযোগ নেই ৷

উল্লেখ্য, চারটি রাজ্যে মার্গদর্শীর ব্যবসায়িক কার্যকলাপ চলে ৷ আর অন্ধ্রপ্রদেশ সিআইডি যে অভিযোগ আনছে, তার পিছনে খারাপ উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেছেন আইনজীবীরা ৷ মার্গদর্শীর কৌঁসুলি নিজের যুক্তির স্বপক্ষে বলেছেন, ‘‘আদালত তাদের নির্দেশ দিলেও সিআইডি আদালতের সামনে কোনও তথ্য পেশ করেনি ৷ যে সব গ্রাহক তাদের টাকা পাননি, তাদের সংখ্যা, নাম এবং বকেয়া টাকার পরিমাণের বিবরণ জমা দিক আদালতে ৷’’

আরও পড়ুন:

  1. মার্গদর্শী চিটফান্ড মামলায় অন্ধ্র হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
  2. নিষেধ থাকা সত্ত্বেও কীভাবে লুকআউট নোটিশ, মার্গদর্শী চিটফান্ড মামলায় সিআইডির জবাব তলব তেলেঙ্গানা হাইকোর্টের
  3. ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের পুলিশের আবেদন খারিজ, মার্গদর্শী চিটফান্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.