ETV Bharat / bharat

LVM3 Rocket Successful Launch: ইসরোর মুকুটে নয়া পালক ! অভিনন্দনবার্তা রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Mar 26, 2023, 7:38 PM IST

ব্রিটিশ ওয়ানওয়েব গোষ্ঠীর 36টি উপগ্রহকে তাদের নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হল ৷ রবিবার এই কাজ করে ইসরোর (ISRO) এলভিএম3 রকেট (LVM3 Rocket successfully placed 36 Internet Satellites) ৷ এর জন্য ইসরোর গবেষক ও বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী ৷

LVM3 Rocket successfully placed 36 Internet Satellites of OneWeb group company into intended orbits
সাফল্যের শুভেচ্ছা

শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ), 26 মার্চ: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) বা ইসরোর (ISRO) সাফল্য়ে উচ্ছ্বসিত অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আবদুল নাজির (Andhra Pradesh Governor S Abdul Nazeer) এবং মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি (Chief Minister Y S Jagan Mohan Reddy) ৷ রবিবার তাঁরা দু'জনই ইসরোর গবেষক ও বিজ্ঞানীদের অভিনন্দন জানান ৷ আসলে ফের একবার বড় কাজ করে দেখিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা ৷ এদিনই সংস্থার সবথেকে ভারী এলভিএম3 রকেটের সফল উৎক্ষেপণ করা হয়েছে ৷ এই রকেটে চাপিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশ সংস্থা ওয়ানওয়েব গোষ্ঠীর 36টি ইন্টারনেট সংক্রান্ত উপগ্রহ ৷ সেগুলির প্রত্যেকটিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে (LVM3 Rocket successfully placed 36 Internet Satellites) ৷

রাজ্যপাল তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, এদিন ইসরো যে কাজ করে দেখিয়েছে, তা শুধু এই সংস্থার জন্যই নয়, ভারতের জন্যও গর্বের ৷ বস্তুত, ইসরোর সাফল্যের মুকুটে এদিন আরও একটি পালক যুক্ত হল বলে মন্তব্য করেছেন রাজ্যপাল ৷ ইসরোর গবষেকরা যাতে ভবিষ্যতেও এমন অনেক সফল অভিযান করতে পারেন, তার জন্যও শুভকামনা জানিয়েছেন রাজ্যপাল ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি বলেন, বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তির বিকাশ ও সম্প্রসারণে ভারত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তা এদিন আরও একবার প্রমাণ করে দিলেন ইসরোর গবেষকরা ৷ এদিনের সফল অভিযান ইসরোর জন্য নতুন মাইল ফলক তৈরি করল বলেও মনে করেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, 24 ঘণ্টা 30 মিনিটের কাউন্ট ডাউনের পর রবিবার সকাল 9টায় যাত্রা শুরু করে 43.5 মিটার লম্বা এই রকেটটি ৷ চেন্নাই থেকে প্রায় 135 কিলোমিটার দূরে অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের 2 নম্বর লঞ্চপ্যাড থেকে এলভিএম3 রকেটের সফল উৎক্ষেপণ করা হয় ৷ ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসটিএলের এটি ছিল দ্বিতীয় অভিযান ৷ যা ইতিমধ্য়েই সফল হয়েছে ৷

ব্রিটেনের ওয়ানওয়েব গোষ্ঠীর অন্যতম শাখা সংস্থা নেটওয়ার্ক অ্য়াক্সেস অ্য়াসোসিয়েটস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইসরো ৷ সেই চুক্তি অনুসারে নিম্ন কক্ষপথে (Low-Earth Orbits) সংস্থার মোট 72টি কৃত্রিম উপগ্রহ স্থাপন করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷

এর আগে গত 23 অক্টোবর প্রথম দফায় 36টি উপগ্রহকে তাদের কক্ষপথে পৌঁছে দেওয়া হয়েছিল ৷ রবিবার ছিল দ্বিতীয় দফার উৎক্ষেপণ পর্ব ৷ প্রসঙ্গত, ওয়ানওয়েব সংস্থাটি বিশ্বব্যাপী যোগাযোগব্যবস্থাকে (ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোজ্য) উন্নত করার কাজ করে ৷ সাধারণত, নামী, দামি বেসরকারি সংস্থা বিভিন্ন দেশের সরকারকে পরিষেবা প্রদান করে তারা ৷

আরও পড়ুন: নাসা-ইসরো যৌথ উদ্যোগে তৈরি শক্তিশালী স্যাটেলাইট নিসার এল বেঙ্গালুরুতে

এদিনের উৎক্ষেপণের পরই এলভিএম3 রকেটটি পরপর নির্দিষ্ট ক্রমে উপগ্রহগুলিকে তাদের কক্ষপথে স্থাপন করতে শুরু করে ৷ প্রথম 16টি উপগ্রহকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয় উৎক্ষপণের 20 মিনিটের মধ্যেই ৷ বাদবাকি উপগ্রহগুলিকে এরপর তাদের কক্ষপথে বসানো হয় ৷ ইসরোর তরফ জানানো হয়েছে, "এলভিএম3-এম3/ওয়ানওয়েব ইন্ডিয়া-2 অভিযান সাফল্য়ের সঙ্গে শেষ হয়েছে ৷ 36টি ওয়ানওয়েব জেন-1 উপগ্রহকেই তাদের কক্ষপথে পৌঁছে দেওয়া হয়েছে ৷"

শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ), 26 মার্চ: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) বা ইসরোর (ISRO) সাফল্য়ে উচ্ছ্বসিত অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আবদুল নাজির (Andhra Pradesh Governor S Abdul Nazeer) এবং মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি (Chief Minister Y S Jagan Mohan Reddy) ৷ রবিবার তাঁরা দু'জনই ইসরোর গবেষক ও বিজ্ঞানীদের অভিনন্দন জানান ৷ আসলে ফের একবার বড় কাজ করে দেখিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা ৷ এদিনই সংস্থার সবথেকে ভারী এলভিএম3 রকেটের সফল উৎক্ষেপণ করা হয়েছে ৷ এই রকেটে চাপিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশ সংস্থা ওয়ানওয়েব গোষ্ঠীর 36টি ইন্টারনেট সংক্রান্ত উপগ্রহ ৷ সেগুলির প্রত্যেকটিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে (LVM3 Rocket successfully placed 36 Internet Satellites) ৷

রাজ্যপাল তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, এদিন ইসরো যে কাজ করে দেখিয়েছে, তা শুধু এই সংস্থার জন্যই নয়, ভারতের জন্যও গর্বের ৷ বস্তুত, ইসরোর সাফল্যের মুকুটে এদিন আরও একটি পালক যুক্ত হল বলে মন্তব্য করেছেন রাজ্যপাল ৷ ইসরোর গবষেকরা যাতে ভবিষ্যতেও এমন অনেক সফল অভিযান করতে পারেন, তার জন্যও শুভকামনা জানিয়েছেন রাজ্যপাল ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি বলেন, বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তির বিকাশ ও সম্প্রসারণে ভারত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তা এদিন আরও একবার প্রমাণ করে দিলেন ইসরোর গবেষকরা ৷ এদিনের সফল অভিযান ইসরোর জন্য নতুন মাইল ফলক তৈরি করল বলেও মনে করেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, 24 ঘণ্টা 30 মিনিটের কাউন্ট ডাউনের পর রবিবার সকাল 9টায় যাত্রা শুরু করে 43.5 মিটার লম্বা এই রকেটটি ৷ চেন্নাই থেকে প্রায় 135 কিলোমিটার দূরে অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের 2 নম্বর লঞ্চপ্যাড থেকে এলভিএম3 রকেটের সফল উৎক্ষেপণ করা হয় ৷ ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসটিএলের এটি ছিল দ্বিতীয় অভিযান ৷ যা ইতিমধ্য়েই সফল হয়েছে ৷

ব্রিটেনের ওয়ানওয়েব গোষ্ঠীর অন্যতম শাখা সংস্থা নেটওয়ার্ক অ্য়াক্সেস অ্য়াসোসিয়েটস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইসরো ৷ সেই চুক্তি অনুসারে নিম্ন কক্ষপথে (Low-Earth Orbits) সংস্থার মোট 72টি কৃত্রিম উপগ্রহ স্থাপন করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷

এর আগে গত 23 অক্টোবর প্রথম দফায় 36টি উপগ্রহকে তাদের কক্ষপথে পৌঁছে দেওয়া হয়েছিল ৷ রবিবার ছিল দ্বিতীয় দফার উৎক্ষেপণ পর্ব ৷ প্রসঙ্গত, ওয়ানওয়েব সংস্থাটি বিশ্বব্যাপী যোগাযোগব্যবস্থাকে (ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোজ্য) উন্নত করার কাজ করে ৷ সাধারণত, নামী, দামি বেসরকারি সংস্থা বিভিন্ন দেশের সরকারকে পরিষেবা প্রদান করে তারা ৷

আরও পড়ুন: নাসা-ইসরো যৌথ উদ্যোগে তৈরি শক্তিশালী স্যাটেলাইট নিসার এল বেঙ্গালুরুতে

এদিনের উৎক্ষেপণের পরই এলভিএম3 রকেটটি পরপর নির্দিষ্ট ক্রমে উপগ্রহগুলিকে তাদের কক্ষপথে স্থাপন করতে শুরু করে ৷ প্রথম 16টি উপগ্রহকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয় উৎক্ষপণের 20 মিনিটের মধ্যেই ৷ বাদবাকি উপগ্রহগুলিকে এরপর তাদের কক্ষপথে বসানো হয় ৷ ইসরোর তরফ জানানো হয়েছে, "এলভিএম3-এম3/ওয়ানওয়েব ইন্ডিয়া-2 অভিযান সাফল্য়ের সঙ্গে শেষ হয়েছে ৷ 36টি ওয়ানওয়েব জেন-1 উপগ্রহকেই তাদের কক্ষপথে পৌঁছে দেওয়া হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.