ETV Bharat / bharat

Anurag Thakur on Sonia: গোপাল ইতালিয়ার সমালোচনার মধ্যেই নাম না করে 'সোনিয়াকে নিশানা' অনুরাগের - Narendra Modi

প্রধানমন্ত্রীর মাকে অপমান করেছেন গোপাল ইতালিয়া (Italian Woman Insulting PM Narendra Modi) ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷ আর সেই সূত্রে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Congress President Sonia Gandhi) নাম না করে ইতালিয়ান মহিলা বলে নিশানা করলেন অনুরাগ ৷

An Italian Woman Insulting PM Narendra Modis Mother Says Anurag Thakur
An Italian Woman Insulting PM Narendra Modis Mother Says Anurag Thakur
author img

By

Published : Oct 16, 2022, 10:12 AM IST

Updated : Oct 16, 2022, 10:49 AM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: গুজরাতের আপ সভাপতি গোপাল ইতালিয়ার (Gopal Italia) সমালোচনার মধ্যেই, নাম না করেই সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷ অভিযোগ করলেন, ‘‘একজন ইতালিয় আগে প্রধানমন্ত্রীকে অপমান করতেন ৷ এ বার আরেক ইতালিয়া তাঁর মাকে অপমান করছেন ৷’’ গুজরাতে ভোট প্রচারে গিয়ে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ৷ ইতালিয় মহিলা বলতে অনুরাগ ঠাকুরের নিশানায় যে, কংগ্রেস সভানেত্রী ছিলেন তা বোঝাই গিয়েছে ৷ আর আরেক ইতালিয়া বলতে, তিনি গুজরাতে আপ সভাপতি গোপাল ইতালিয়াকে নিশানা করেছেন বলে মনে করে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷

আগামী মাসে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ তবে, সে রাজ্যের ভোটের দিন এখনও ঘোষণা করেনি ভারতীয় নির্বাচন কমিশন ৷ তার আগে বিজেপির গড় বলে পরিচিত গুজরাতে জোরকদমে প্রচার শুরু করেছে কেন্দ্রের শাসকদল ৷ সেখানে সুরেন্দ্রনগরে একটি জনসভায় অনুরাগ ঠাকুর বলেন, ‘‘একজন ইতালিয় মহিলা মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অপমান করে থাকেন (Italian Woman Insulting PM Narendra Modi) ৷ এ বার আরেক ইতালিয়া তাঁর মাকে অপমান করছেন ৷’’

আরও পড়ুন: সাংগঠনিক শক্তি তলানিতে, নেই গান্ধিরাও! কোন কারণে গুরুত্বপূর্ণ কংগ্রেসের সভাপতি নির্বাচন ?

ওই জনসভায় অনুরাগ ঠাকুর কংগ্রেস ও আম আদমি পার্টিকে নিশানা করেন ৷ প্রসঙ্গত, অভিযোগ উঠেছে কয়েকদিন আগে একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় গুজরাত আম আদমি পার্টির সভাপতি গোপাল ইতালিয়া প্রধানমন্ত্রীর মাকে কটাক্ষ করে কিছু মন্তব্য করছেন ৷ বিষয়টি সামনে আসতেই গুজরাত বিজেপির আক্রমণের সামনে পড়েন গোপাল ইতালিয়া ৷ সেই নিয়েই অনুরাগ ঠাকুর বলেন, ‘‘আগে একজন ইতালিয় মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রায়ই অপমান করতেন ৷ এ বার আরেক ইতালিয়া তাঁর মাকে অপমান করেছেন ৷ গুজরাত আগেও সেই অপমান সহ্য করেনি ৷ এ বার গুজরাত মুখের উপর এর যোগ্য জবাব দেবে ৷’’

নয়াদিল্লি, 16 অক্টোবর: গুজরাতের আপ সভাপতি গোপাল ইতালিয়ার (Gopal Italia) সমালোচনার মধ্যেই, নাম না করেই সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷ অভিযোগ করলেন, ‘‘একজন ইতালিয় আগে প্রধানমন্ত্রীকে অপমান করতেন ৷ এ বার আরেক ইতালিয়া তাঁর মাকে অপমান করছেন ৷’’ গুজরাতে ভোট প্রচারে গিয়ে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ৷ ইতালিয় মহিলা বলতে অনুরাগ ঠাকুরের নিশানায় যে, কংগ্রেস সভানেত্রী ছিলেন তা বোঝাই গিয়েছে ৷ আর আরেক ইতালিয়া বলতে, তিনি গুজরাতে আপ সভাপতি গোপাল ইতালিয়াকে নিশানা করেছেন বলে মনে করে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷

আগামী মাসে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ তবে, সে রাজ্যের ভোটের দিন এখনও ঘোষণা করেনি ভারতীয় নির্বাচন কমিশন ৷ তার আগে বিজেপির গড় বলে পরিচিত গুজরাতে জোরকদমে প্রচার শুরু করেছে কেন্দ্রের শাসকদল ৷ সেখানে সুরেন্দ্রনগরে একটি জনসভায় অনুরাগ ঠাকুর বলেন, ‘‘একজন ইতালিয় মহিলা মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অপমান করে থাকেন (Italian Woman Insulting PM Narendra Modi) ৷ এ বার আরেক ইতালিয়া তাঁর মাকে অপমান করছেন ৷’’

আরও পড়ুন: সাংগঠনিক শক্তি তলানিতে, নেই গান্ধিরাও! কোন কারণে গুরুত্বপূর্ণ কংগ্রেসের সভাপতি নির্বাচন ?

ওই জনসভায় অনুরাগ ঠাকুর কংগ্রেস ও আম আদমি পার্টিকে নিশানা করেন ৷ প্রসঙ্গত, অভিযোগ উঠেছে কয়েকদিন আগে একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় গুজরাত আম আদমি পার্টির সভাপতি গোপাল ইতালিয়া প্রধানমন্ত্রীর মাকে কটাক্ষ করে কিছু মন্তব্য করছেন ৷ বিষয়টি সামনে আসতেই গুজরাত বিজেপির আক্রমণের সামনে পড়েন গোপাল ইতালিয়া ৷ সেই নিয়েই অনুরাগ ঠাকুর বলেন, ‘‘আগে একজন ইতালিয় মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রায়ই অপমান করতেন ৷ এ বার আরেক ইতালিয়া তাঁর মাকে অপমান করেছেন ৷ গুজরাত আগেও সেই অপমান সহ্য করেনি ৷ এ বার গুজরাত মুখের উপর এর যোগ্য জবাব দেবে ৷’’

Last Updated : Oct 16, 2022, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.