চণ্ডিগড়, 27 মার্চ: পুলিশের জালে এখন অধরা 'ওয়ারিস পাঞ্জাব দে'-র (Waris Punjab De) প্রধান অমৃতপাল সিং (Amritpal Singh)৷ পুলিশের চোখে ধুলো দিলেও সোশাল মাধ্যমে সক্রিয় খালিস্তানি এই নেতার নতুন একটি ছবি সামনে আসতেই নড়েচড়ে বসেছে পঞ্জাব পুলিশ ৷ ছবি নয়, আসলে সেটি একটি সেলফি ৷ সফট ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন বিতর্কিত এই নেতা ৷ সঙ্গে রয়েছেন অমৃতপালের মেন্টর পপলপ্রীত সিং (Papalpreet Singh), যিনি পাকিস্তানি চর সংস্থা আইএসআই (ISI)-এর সঙ্গে যুক্ত বলে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে ৷ ছবিতে দেখা গিয়েছে, অমৃতপাল একটি মেরুন রঙের জ্যাকেট পরে রয়েছেন ৷ চোখে সানগ্লাস ৷ হাইওয়ের রাস্তায় বসে এনার্জি ড্রিঙ্ক খেতে খেতে সেলফি তুলেছেন তাঁরা ৷
যদিও অমৃতপালের প্রকাশিত হওয়া সিসিটিভি ফুটেজ ও ছবি পঞ্জাবের বিভিন্ন অংশে ছড়িয়ে দিলেও উগ্রবাদী এই প্রচারক বারবার ফাঁকি দিয়েছেন পুলিশকে ৷ 18 মার্চ পঞ্জাবে তার এবং দল ওয়ারিস পাঞ্জাবদে'র সদস্যদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হওয়ার পর থেকেই অমৃতপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না । পুলিশ সূত্রে খবর, পঞ্জাব থেকে পালিয়ে যাওয়ার পরেই সেলফিটি তোলা হয়েছে ৷ তবে, সেলফিটি কোথায় তোলা হয়েছিল, তা খুঁজে বার করার চেষ্টা করছে পঞ্জাব পুলিশ ।
25 মার্চ অমৃতপালের আরও একটি ভিডিয়ো ফুটেজ সামনে আসে ৷ তাতে খালিস্তানি নেতাকে ফোনে কথা বলতে দেখা গিয়েছিল ৷ 18 মার্চ জলন্ধর থেকে অমৃত ও তাঁর সহযোগী পুলিশের জাল থেকে পালিয়ে যান ৷ গাড়ি পরিবর্তন থেকে চেহারার পরিবর্তন, কোনও কিছু বাকি রাখেননি তিনি ৷ অমৃত ও তাঁর সহযোগীর বিরুদ্ধে ধর্মীয় বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশ কর্মীদের ওপরে হামলা-সহ একাধিক মামলা রুজু করা হয়েছে ৷
আরও পড়ুন: খালিস্তান গড়তে আলাদা সেনাবাহিনী, মুদ্রা ও পতাকা তৈরি করেছেন অমৃতপাল ! দাবি পুলিশের
উল্লেখ্য, অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী বারিন্দর সিং ওরফে ফৌজিকে অমৃতসর রুরাল পুলিশ গ্রেফতার করেছে ৷ জাতীয় নিরাপত্তা আইন (National Security Act) অনুযায়ী, অভিযুক্ত বারিন্দরকে অসমের ডিব্রুগড় জেলে পাঠানো হয়েছে ৷ গত 23 মার্চ খালিস্তানি নেতা ও তাঁর এক সহযোগী পপলপ্রীত সিংকে আশ্রয় দেওয়ার অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে । পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র যোগ রয়েছে বলে দাবি পঞ্জাব পুলিশের । অমৃতপাল যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, তার জন্য পঞ্জাবের আটারি সীমান্তে কড়া নজরদারি শুরু করা হয়েছে ।